[১] আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত
গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ভ্যান গাড়ির সংঘর্ষে আবু মিয়া (২৬) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছে।
[৩] মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘায়হাটি গ্রামের মহিউদ্দিনের ছেলে।
[৪] জানা গেছে, গত সোমবার বিকেলে আশুগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সিলেট অভিমুখী একটি ট্রাকের সাথে একটি ভ্যান গাড়ির সংঘর্ষ হয়। ওই সময় আবু মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে এক পথচারী আবু মিয়াকে উদ্ধার করে অজ্ঞাত মনে করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন।
[৫] হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আবু মিয়া আশুগঞ্জ শহরে ভাঙ্গারির ব্যবসা করতেন। সারাদিন বিভিন্ন এলাকায় ভ্যান নিয়ে ঘুরে বেড়াতেন। পুরনো টেলিভিশন, সব রকমের ইলেকট্রনিকস পণ্য, বোতল, প্লাস্টিকের জিনিসপত্র, পুরাতন রড, টিন, লোহা, স্টিল ও তামার পুরাতন দ্রব্য এমনকি কাগজ সংগ্রহ করতেন। সংগ্রহ করা এসব দ্রব্যাদি বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরদিন মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় আবু মিয়া মারা যায়।
[৬] সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবু মিয়ার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
The post [১] আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment