[১] মৌলভীবাজারের রাজনগরে সকালে ছেলের মৃত্যুর পর রাতেই মায়ের মৃত্যু
স্বপন দেব:[২] মৌলভীবাজারের রাজনগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর পর ১২ ঘণ্টার মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজনগরের পাটানটুলা গ্রামে । সোহেল বক্স রাজনগর সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের মোস্তফা বকস এর ছেলে।
[৩] রোববার (২৩ মে) সকালে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনগরের ব্যবসায়ী সোহেল বকস (৩২)। ওই দিন রাত ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান মা দুল বাহার বকস (৬২)।
[৪] পারিবারিক সূত্রে জানা গেছে, মে মাসের প্রথম দিকে করোনায় আক্রান্ত হন সোহেল বকস। সেসময় পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলে তার মা, বাবা, ভাই ও ভাইয়ের স্ত্রীর পজিটিভ আসে। তারা সকলেই তখন সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছুদিন আগে সোহেল বকস ছাড়া বাকি সকলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তারা বাড়িতে ফিরে আসেন।
[৫] কিন্তু সিলেটে চিকিৎসাধীন সোহেল বকসের শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হতে থাকে। সবশেষে তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে করোনা আক্রান্ত সোহেল রোববার সকালে মারা যান ।পরে ১২ ঘণ্টা মধ্যেই চলে যান মা দুল বাহার। ধারণা করা হচ্ছে, করোনা পরবর্তী জটিলতার পাশাপাশি ছেলের মৃত্যুর শোকে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন
The post [১] মৌলভীবাজারের রাজনগরে সকালে ছেলের মৃত্যুর পর রাতেই মায়ের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment