মোঃ নুর আলম পাপ্পু , খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া খোকসায় ৩১ মার্চ ২০২৫ তারিখ সকাল ৯:১০ ঘটিকায় কুষ্টিয়ার খোকসা থানাধীন, শিমুলিয়া ইউনিয়ন, আমতলা মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রাপ্ত তথ্যমতে, বিলজানি বাজার থেকে যাত্রী নিয়ে খোকসার উদ্দেশ্যে রওনা হন ভ্যানচালক মো: মফিজুর রহমান (৪০), পিতা-মো: হেদায়েত হোসেন, গ্রাম-শিমুলিয়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া। পথিমধ্যে আমতলা মোড়ে পৌঁছালে একটি অটোরিকশা (অটো) পিছন থেকে সজোরে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে চালকসহ যাত্রী মো: শিপন আলী শেখ (২০), পিতা-মো: হোসেন আলী শেখ, গ্রাম-আমলাবাড়ি, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রাখেন। স্থানীয়রা অভিযোগ করেন, সড়কে নিয়ম না মানার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু...
Comments
Post a Comment