[১] ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রবল আকার ধারণ করেছে: আবহাওয়া অধিদপ্তর
মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (২৫ মে) আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস বিবিসি বাংলায় জানান, গত ছয় ঘন্টায় ঘূর্ণিঝড়টি নয় কিলোমিটার গতিতে এগিয়েছে এবং এটি আরো শক্তি সঞ্চয় করবে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা ক্ষীণ। সমুদ্র বন্দরগুলোতে দেয়া হয়েছে দুই নম্বর সতর্কতা
[৩] তিনি বলেন, এই ঘূর্ণিঝড়ের পুরো গতিপথ ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে। উপক‚লে আসার পর ভারতের দিকে যাওয়ার পথে বাংলাদেশের খুলনা এবং সাতক্ষীরা উপক‚লে কিছুটা বৃষ্টিপাত হবে।
[৪] আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরো ঘনীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ মে ভোর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে। মঙ্গলবার সকাল ছয়টায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৫২০ কিলোমিটার, মংলা সমুদ্র বন্দর থেকে ৫১৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
[৫] এদিকে কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ো হাওয়ার আকারে এর গতি ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সম্পাদনা: রাশিদ
The post [১] ঘূর্ণিঝড় ‘ইয়াস’ প্রবল আকার ধারণ করেছে: আবহাওয়া অধিদপ্তর appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment