[১] সরকার পতনে দরকার ১০০ জীবন: ডা. জাফরুল্লাহ
শিমুল মাহমুদ: [২] রাজনীতিক আবদুস সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?’ শীর্ষক এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক প্রয়াত আবদুস সালামের মতো ১০০ জন জীবন দিলেই সরকারের পতন হবে। তাদের জন্য আমার প্রস্তাব হলো, আমরা সব রাজনৈতিক দল মিলে একটি তহবিল গঠন করে তাদের পরিবারকে দেখাশোনা করব।
[৩] তিনি বলেন, ‘এই সরকারকে ছুড়ে ফেলতে হবে। নতুন সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ। আমরা এমন কোনো তহবিল করতে পারি কি না, যারাই জীবন দেবে, তাদের পরিবারকে আমরা দেখাশোনা করব।
[৪] ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন বলেন, আমরা আর কত দিন ছোট ছোট দল করব। আমরা অনেক দিন সময় কাটিয়েছি। চারটি সংগঠন বসে আলোচনা করে। আর কত বসবেন, বসে বসে কোমরে ব্যথা হয়ে গেছে। এবার একটা সিদ্ধান্তে আসেন। ঐক্যে ভুলভ্রান্তি থাকবে, তবে তা সংশোধন করবেন। জনগণ আপনাদের একসঙ্গে দেখতে চায়। তাদের সঙ্গে নিয়ে আমরা দেশের পরিবর্তন করব।
[৫] জাতীয় প্রেস ক্লাবে অপর এক আলোচনা সভায় তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাস্তায় নামা উচিত। তিনি এতদিন জেলে, অথচ বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয় সরকার তাদের এলএসডি খাইয়ে দিয়েছে।
[৬] জাফরুল্লাহ বলেন, ‘বিএনপি প্রয়াত জিয়াউর রহমানের জন্য ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছে, আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। উনার যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকেন।
The post [১] সরকার পতনে দরকার ১০০ জীবন: ডা. জাফরুল্লাহ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment