[১] ডিবির গাড়িকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, আটক এক ইয়াবা পাচারকারী
রাজু চৌধুরী:[২] চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ এক অভিযান চালিয়ে ১১,০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ ০১ জনকে গ্রেফতার করেছে।রোববার ২৩ মে ভোর রাত ০৪.১০ কর্ণফুলী থানাধীন তত্ত্বাবধানে টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে মোহাম্মদ হৃদয় প্রকাশ অন্তর কে আটক করে, তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায়।
[৩] ডিবি বন্দর বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক উল হক, এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোঃ ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে ১১ নং টিম এই অভিযান চালায়,
[৪] পুলিশ পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন, গাড়িটি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে ডিবি টিম ১১ গাড়িটিকে পটিয়া ক্রসিং থামানোর সিগন্যাল দিলে তা অমান্য করে ডিবির গাড়িকে মারাত্মকভাবে চাপ দেয় তবে কেউ হতাহত নাা হলেও মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যেতেে পারত।
[৫] পরর্তীতে পিছু পিছু দাওয়া করে টোল প্লাজার উত্তর পাশে আটক করতে সক্ষম হন। আটককৃত ইয়াবাা পাচারকারী আরো ০৬ টি মাদক মামলার আসামি বলেও জানান।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন
The post [১] ডিবির গাড়িকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা, আটক এক ইয়াবা পাচারকারী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment