খালেদা জিয়া বাদে বাসার সবাই করোনামুক্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার ৮ কর্মচারী করোনামুক্ত হয়েছেন।
শুক্রবার (৩০ এপ্রিল) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসায় মোট নয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন এখন ম্যাডাম বাদে বাকি ৮ জন করোনামুক্ত হয়েছেন। করোনামুক্ত হয়ে তারা সবাই সুস্থ আছেন, সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ১১ এপ্রিল রাজধানীর গুলশানের খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।
তিনি জানান, খালেদা জিয়া করোনা আক্রান্ত হলেও করোনার কোনো উপসর্গ নেই তার দেহে। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। ব্যক্তিগত নিরাপত্তার কারণে প্রথমদিকে তার করোনা আক্রান্তের বিষয়টি গোপন রাখা হয়েছিল।
এরপর বুধবার (২৮ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নন-কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বার্তাবাজার/ই.এইচ.এম
The post খালেদা জিয়া বাদে বাসার সবাই করোনামুক্ত appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment