লুৎফর রহমান রিটন: ভেন্টিলেশন আপনাকে মানায় না, আলী ইমাম ভাই!
লুৎফর রহমান রিটন: শিশুসাহিত্যিক আলী ইমাম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, এটা আমরা সবাই জানি। মৃদু স্ট্রোকসহ আরও কিছু শারীরিক জটিলতার কারণে ২০ মে তাকে ইবনেসিনায় ভর্তি করা হয়েছিলো। হাসপাতালে শ্বাসপ্রশ্বাসের সমস্যার সঙ্গে নিউমোনিয়া ও লো ব্লাডপ্রেসার জনিত জটিলতায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্ট্যাবল থাকলেও একপর্যায়ে ভেন্টিলেশনে নিতে হয় তাকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি হাত পা নাড়াতে পারছেন। চোখ মেলে তাকাচ্ছেন। তবে ব্লাড ইনফেকশনের মাত্রাটা একটু বেশি। চিকিৎসকদের মতে, এটা ঠিক হওয়া সম্ভব। তবে কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। তাছাড়া ভেন্টিলেশন সব সময়ই একটু ক্রিটিক্যাল। বর্তমানে এক ঘণ্টা করে অক্সিজেন খুলে রাখা হচ্ছে এবং দেখা হচ্ছে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন কিনা।
এদিকে কিছু অর্বাচীন ফেসবুকে আলী ইমামকে নিয়ে মনগড়া বানোয়াট এবং মিথ্যে তথ্যসমৃদ্ধ স্ট্যাটাস দিয়ে আলী ইমামের মৃত্যুর গুজব রটনায় লিপ্ত হয়েছেন। তালিকায় অতিউৎসাহী তরুণ ফেসবুকারের পাশাপাশি মাঝবয়েসী নারী পুরুষ এমনকি বুড়োহাবড়া কথাসাহিত্যিকও রয়েছেন। এই বদমাশ মানসিক রোগীদের অপতৎপরতা বিপন্ন একটি পরিবার ও স্বজনদের কতোটা বিষণ্ন করে তোলে তা কি উপলব্ধি করতে পারেন কেউ? এর আগেও আমরা দেখেছি নায়করাজ রাজ্জাক কিংবা অভিনেতা এটিএম শামসুজ্জামানকে এরকম অমানুষের দল মৃত্যুর আগেই বহুবার মেরে ফেলেছে! তাদের চাবকানো উচিত।
আলী ইমামের জন্যে সত্যি সত্যি ভালোবাসা অনুভব করলে প্রার্থনা করুন, তার শুভ কামনা করুন, কিন্তু আগাম খবর প্রচার করে ফার্স্ট হওয়ার কৃতিত্ব অর্জনের চেষ্টা থেকে বিরত থাকুন, প্লিজ! অগ্রজ লেখক-বন্ধু আলী ইমামের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ পঞ্চাশ বছরের। তাকে আমি কখনোই অসুস্থ হতে দেখিনি। সদা কর্মতৎপর আলী ইমামের জন্য আমার সবটুকু শুভ কামনা। ঘুরে দাঁড়ান আলী ইমাম ভাই। আমাদের শিশুসাহিত্য সমৃদ্ধ হয়েছে আপনার জাদুকরী স্পর্শে। আমাদের শিশুসাহিত্য আপনার অপেক্ষায়।
বাংলাদেশের অগুন্তি শিশুকিশোর আপনার প্রতীক্ষায়। প্রিয় আলী ইমাম ভাই, গেলো বছর একুশের বইমেলায় ঝিঙেফুলের স্টলে আপনি আর আমি পাশাপাশি বসে ছোটদের অটোগ্রাফ দিয়েছি পুরোমাসব্যাপি। আগামী বইমেলাতেও ফের আমরা একসঙ্গে পাশাপাশি বসবো। আপনিই তো বলেছিলেন আমাকে- আমাদের অনেক কাজ বাকি! ওঠে দাঁড়ান আলী ইমাম। ঘুরে দাঁড়ান প্লিজ! ভেন্টিলেশন আপনাকে মানায় না আলী ইমাম ভাই…। লেখক : ছড়াকার
The post লুৎফর রহমান রিটন: ভেন্টিলেশন আপনাকে মানায় না, আলী ইমাম ভাই! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment