হতাশা লুকাতে জুতা-জামা পরেই শাওয়ারের জলে ভিজেছিলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং হোক বা বোলিং, ভয়ডরহীন ক্রিকেট খেলতেই অভ্যস্ত কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। তবে যখন মাঠে তার কোনও ভুলের জন্য দলের জয়ের সুযোগ হাতছাড়া হয়, যারপরনাই হতাশ হতে দেখা যায় দ্রে রাসকে।

এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহানায়কোচিত ইনিংস খেলে কলকাতার জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন রাসেল। তবে শেষরক্ষা করতে পারেননি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় সিঁড়িতেই মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় রাসেলকে। সন্দেহ নেই এমন ছবি কেকেআর অনুরাগীদের কাছে হৃদয় বিদারক।

যদিও দ্রে রাস জানালেন, এর আগেও একবার যখন বুঝতে পেরেছিলেন যে, তার জন্যই বোধহয় দলের আইপিএল ফাইনাল খেলা সম্ভব হল না, তখন হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, সাজঘরে ফিরে সোজা চলে যান শাওয়ারে নীচে। জার্সি, জুতো পরেই তিনি ভিজেছিলেন শাওয়ারের জলে।

ইডেনে ২০১৮ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রশিদ খানের বলে আউট হওয়ার প্রসঙ্গে রাসেল বলেন, ‘আপনারা ঠিক গুরুতর স্মৃতিগুলি ফিরিয়ে আনেন। যখন আমি রশিদ খানের বলে আউট হই, সাজঘরে ফিরে সোজা শাওয়ারের নীচে চলে যাই ক্রিকেটের পোশাক পরেই। আমার জুতো, জার্সি সবকিছুই ভিজে গিয়েছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম আর শরীর জুড়ে জলের ধারা বয়ে যাচ্ছিল। বুঝে গিয়েছিলাম যে, এটাই ছিল মরশুমের শেষ ম্যাচ।

কেকেআর তারকা আরও বলেন, আমি ঠিক দ্রে রাস সুলভ আউট হইনি। আমি ম্যাচটি নিয়ে বাড়তি ভাবনা-চিন্তা শুরু করেছিলাম। সম্ভবত ওই একটা বলকে যেতে দেওয়াই উচিত ছিল। আমি জানতাম যে গোলমাল হয়ে গিয়েছে। যদি আমি শেষ পর্যন্ত থাকতাম, আমরা অনায়াসে ম্যাচ জিততাম।
উল্লেখ্য, সেই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স ৭ উইকেটে ১৭৪ রান তোলে। জবাবে কলকাতা আটকে যায় ৯ উইকেটে ১৬০ রানে। কেকেআর ১৪ রানে পরাজিত হয়। – জি নিউজ

The post হতাশা লুকাতে জুতা-জামা পরেই শাওয়ারের জলে ভিজেছিলেন আন্দ্রে রাসেল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত