রামপালে জলোচ্ছ্বাসে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের
ডেস্ক রিপোর্ট: ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শ ১৭টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। দেশে রূপান্তর
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবীর হোসেন জানিয়েছেন, জলোচ্ছ্বাসে ভেসে গেছে প্রায় কোটি টাকার মাছ।
এ ছাড়া, দুপুরের দিকে পানির প্রচণ্ড চাপে রামপালের একটি বাঁধ ভেঙে যায়। উপজেলার বগুড়া নদীর পাড়ের বাঁধের ১শ মিটার জায়গা ভেঙে পানি ঢুকে পড়ে হুড়কা ইউনিয়নে। এতে মুহূর্তের মধ্যে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার প্রায় ২শ পরিবার।
ইউএনও মোহাম্মদ কবীর হোসেন জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক বিকেলে রামপালে ছুটে আসেন। এরপর ওই এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশনায় বিকেলেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়।
ইউএনও মোহাম্মদ কবীর হোসেন বলেন, উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, রাতে না হয় বৃহস্পতিবার সঠিক তথ্য পাওয়া যাবে।
The post রামপালে জলোচ্ছ্বাসে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment