(১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএমডব্লউএ-৩২-এর যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক: (২) রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবস্থপনা ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন-৩২ (আরইউএমডব্লউএ-৩২) ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কমিটির সভাপতি হয়েছে মো. নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক এরশাদ রাফি তুহিন।
(৩) শুক্রবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৮৪ -৮৫ সেশন ব্যাচ-৩২ ব্যবস্থাপনা বিভাগের বন্ধুদের সংগঠন আরইউএমডব্লউএ-৩২ এর কমিটির চূড়ান্ত অনুমোদন ভার্চুয়াল জুম মিটিংয়েল মাধ্যমে নির্বাচন করা হয়।
(৪) সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রনজুসহ সর্বমোট ২৯ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি জাফর সাদিক হিরোন, সাইফুল ইসলাম (নাটোর), প্রিন্সি. মাহবুজ্জামান রিটন এবং মাহবুবা ইয়াছমীন রীতা, সাধারণ সম্পাদক এরশাদ রাফি তুহিন, যুন্ম সম্পাদক খলিল উদ্দিন হায়দার শান্ত খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রনজু, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব, অর্থ সম্পাদক আফরোজা রুমি সহ-অর্থ সম্পাদক সুলতান ওকতাই বাবু, তথ্য প্রযুক্তি গবেষণা ও আন্তর্জাতিক সম্পাদক এমএ আউয়াল হিটলু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (বগুড়া), প্রচার সম্পাদক মো. তৌহিদুল আলম তৌহিদ, শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. মেহেদী হাসান বেলাল এবং সমাজ কল্যাণ সম্পাদক শহীদ বাবু।
(৫) কার্যকরী সদস্যরা হলেন- এসকে জুলফিকার আল মাসুম, মোস্তাক এইচ শিম্বা, মহিউদ্দিন শাহ্নেওয়াজ লিটন, জেবুন নাহার বিউটি এবং এ্যানি আহমেদ।
(৬) উপদেষ্টা মণ্ডলীরা হলেন- এনামুল ইসলাম, ইমতিয়াজ রানা, জিন্নাহ ওহিদুল ইসলাম, মোহাম্মদ চৌধুরী রাব্বি, এমএ সামাদ, কামরুল আহসান সোহেল, এএকে এম সুজা উদ্দিন এবং মমেনা খাতুন মমতা।
The post (১) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরইউএমডব্লউএ-৩২-এর যাত্রা শুরু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment