[১] শিবচরে আগুনে পুড়ে নারীর মৃত্যু
অনন্যা আফরিন: [২] মাদারীপুর জেলার শিবচরে আগুনে পুড়ে শিল্পী বেগম (৩৭) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
[৩] শিল্পী বেগম ওই এলাকার আবদুল বারেক তালুকদারের মেয়ে। বেশ কয়েক বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।
[৪] জানা গেছে, শিল্পী বেগম বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মাঝে মধ্যে নিজ পরিবার ও এলাকার লোকজনকে গালাগালি করতেন। একপর্যায়ে গত কয়েকদিন ধরে তাকে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
[৫] শুক্রবার রাতে হঠাৎ করে আগুন লাগলে মুহূর্তেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় পুড়ে মারা যান শিল্পী বেগম। মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
[৬] শিবচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শ্যামল বিশ্বাস জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থল যেতে না যেতেই আগুনে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘরে থাকা একজন নারী পুড়ে মারা যায়। আমরা মরদেহটি উদ্ধার করে শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
[৭] শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত। আগুনে ঘরের জিনিসপত্রের সঙ্গে তিনিও দগ্ধ হয়ে মারা যান। আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।বাংলা নিউজ ২৪,নিউজ২৪
The post [১] শিবচরে আগুনে পুড়ে নারীর মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment