মুক্তি পাচ্ছে না নতুন ছবি

ইমরুল শাহেদ: প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, মুক্তির জন্য অনেকগুলো ছবির আবেদনপত্র সমিতিতে জমা পড়ে থাকলেও কেউ এ সময়ে ছবি মুক্তি দিতে সম্মত নন। গেল ঈদে অমি বনি কথাচিত্রের ‘সৌভাগ্য’ ছবিটি মুক্তি পায়। ছবিটি কেমন ব্যবসা করে এবং দর্শক প্রতিক্রিয়া কেমন হয় সবাই সেটা দেখার অপেক্ষায় ছিলেন। তাদের দেখায় সৌভাগ্যের ফল সন্তোষজনক নয়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এ ছবিটি নির্মিত হয়েছে প্রায় এক দশক আগে। নানা কারণে ছবিটি মুক্তি পায়নি।

কিন্তু সৌভাগ্য মুক্তি পাওয়ার পর কিছু প্রশাসনিক জটিলতাও সৃষ্টি হয়। সিনেমা হল চলতে আইনগত বাধা না থাকলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১৫টি সিনেমা হলের শো বন্ধ করে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে প্রদর্শক সমিতি। ঢাকা মহানগরেই বন্ধ করে দেওয়া হয়েছে চিত্রামহল ও আজাদ সিনেমা হল। সমিতি সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ১১৫টি সিনেমা হল চালু করা হয়েছিল। সমিতির প্রধান উপেদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, প্রথমেই বন্ধ করা হয় সিলেটের নন্দিতা সিনেমা হল। তারপর বন্ধ করা হয় দিনাজপুরের একটি সিনেমা হল। এভাবে ১৫টি সিনেমা হল স্থানীয় থানা বা ইউএনরা বন্ধ করে দেন।

তিনি বলেন, এই নিয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানালে তিনি তাকে আশ্বাস দেন যে, ফোন করে সংশ্লিষ্টদের সিনেমা হল খুলে দেওয়ার কথা বলা হবে। কিন্তু তিনি চেয়েছিলেন একটি সার্কুলার ইস্যু করা হোক। কিন্তু বিক্ষিপ্ত ঘটনার জন্য সার্কুলার ইস্যুর বিষয়টি প্রয়োজন মনে করেননি সংশ্লিষ্টরা। তিনি উল্লেখ করেন, একদিকে প্রযোজক পরিবেশকরা যেমন অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত ছবি মুক্তি দিতে রাজী নন, তেমনি স্থানীয় প্রশাসন সিনেমা হল বন্ধ করে দিলে প্রদর্শকরা যাবেন কোথায়? তিনি বলেন, যেহেতু বিষয়টি লিখিতভাবেই মন্ত্রণালয়কে জানানো হয়েছে, সেহেতু আশা করছি ইতিবাচক একটা সিদ্ধান্ত হবে। অচিরেই যেসব সিনেমা হল বন্ধ করা হয়েছে সেগুলোও খুলে যাবে।

The post মুক্তি পাচ্ছে না নতুন ছবি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.

Comments

Popular posts from this blog

আইপিএলসহ টিভিতে আজকের খেলার সূচি

ঈদুল ফিতরে বেপরোয়া অটোরিকশা: খোকসায় দুর্ঘটনায় আহত ২: প্রতিকার চায় স্থানীয়রা

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল লম্বা লাফ ( ৩ এপ্রিল ২০২৫)

নীলফামারীতে ঈদের পরে শহরের সার্বিক নিরাপত্তা ও আইশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনীর নিরলস পরিশ্রম

কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম মানুষের কাজ: চাকরি হারাতে পারে যারা

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (২৭ মার্চ ২০২৫)

সৌদি রিয়াল রেট বিনিময় হারের বিশাল পতন (৩১ মার্চ ২০২৫)

৩ মে ঢাকায় সমাবেশ ডেকেছে হেফাজত ইসলাম বাংলাদেশ

বাংলাদেশে আজ ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনা ও রুপার দাম (৩১ মার্চ ২০২৫)

অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সমিতি, তালা, সাতক্ষীরা-এর উদ্যোগে একাত্তরের বীর শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত