মহিলা কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন যুবক!

উত্তাল মার্চের ২১ তারিখ। রাকিবুল ইসলাম নামের একজন আসেন নাগরিকত্বের সনদ নিতে ৪৯, ৫০, ৫১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানার কার্যালয়ে।
রাকিবুলের ভোটার আইডি বাসার বিদ্যুৎ বিলের কপি ও বাড়ীওয়ালার প্রত্যয়ন পত্র চেক করে সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেন একটি নাগরিকত্বের সনদ পত্র।
ঘটনা এখানেই শেষ হতে পারতো কিন্তু নাটক তৈরি করতে ঐদিন ২১ তারিখে সেই নাগরিক সনদ পত্র ভূয়া দাবী করে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করে রাকিবুল ইসলাম।
এরপর শুরু হয়- সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মানহানিকর মন্তব্য।
এসকল কিছু নাটকের মূল হোতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান মোহাম্মাদ শামিম ওরফে ডিএম শামিমের ব্যক্তিগত সচিব বা সহকারী মামুন সিরাজুল কাদের ওরফে কানন।।
বাধ্য হয়ে গত ৩০-০৩-২০২১ তারিখ সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা দক্ষিণখান থানায় তথ্য, প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন । অতঃপর ডিবি পুলিশ ২৮এপ্রিল ৫০নং কাউন্সিলর ডিএম শামীমের কার্যালয় থেকে তার ব্যক্তিগত সহকারী কাননকে ও মাসুম নামের অন্য জনকে গ্রেফতার করতে সক্ষম হন।।

এ প্রসঙ্গে মহিলা কাউন্সিলর জাকিয়া সুলতানা বলেন- আমি মুক্তিযোদ্ধার সন্তান ।আমি থানায় সাইবার আইনে একটি মামলা দায়ের করেছি।মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছেন এবং তারা ইতিমধ্যে দুইজন আসামীকে গ্রেফতার করেছেন।
মিথ্যা অপবাদ ও কুৎসা রটনাকারী কথিত সচিব এখন শ্রীঘরে!! বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানান এলাকাবাসী।
বার্তাবাজার/ভিএস
The post মহিলা কাউন্সিলরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন যুবক! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment