প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টায় বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা!

চরফ্যাসনে মো. দুলাল হোসেন নামের বিজিবি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ১৩ এপ্রিল ভোলা নারী ও শিশু ট্রাইব্যুনালে ভিক্টিম বাদী হয়ে ওই অভিযুক্ত বিজিবি সদস্য দুলালকে আসামী করে মামলাটি দায়ের করেছেন বলে শুক্রবার ভিক্টিম পক্ষের আইনজীবি মো. ইকবাল হোসেন বার্তাবাজারকে নিশ্চিত করেন।

বিজ্ঞ আদালত ভিক্টিমের দায়ের করা মামলাটি তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা নেয়ার জন্য দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার দক্ষিণ আইচা থানার ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শক করেছেন।গত ২ এপ্রিল সন্ধ্যায় প্রতিবন্ধী ভিক্টিমের স্বামীর বসত ঘরে এঘটনা ঘটে।
মামলা ও ভিক্টিম সুত্রে জানাযায়. বিজিবি সদস্য দুলাল ও ভিক্টিম একই এলাকায় বসবাস করেন। প্রায় সময় ছুটিতে বাড়িতে আসলে ওই বিজিবি সদস্য তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এসব বিষয়ে তিনি এলাকার গন্যমান্যদের জানালে বিজিবি সদস্য দুলাল ক্ষিপ্ত হয়। এবং নানান সময়ে ছুটিতে বাড়িতে আসলে তাকে হুমকি ধামকি দিতেন। গত ২ এপ্রিল সন্ধ্যায় তার স্বামী দুই সন্তান নিয়ে স্থানীয় বজলু বাজারে গেলে এ সুযোগে দুলাল ভিক্টিমের বাড়িতে যায়। তার স্বামী দূর্ঘটনার শিকার হয়েছে বলে তাকে ডাকতে থাকেন। স্বামীর দূর্ঘটনার খবর শুনে ভিক্টিম ঘরের দড়জা খুলে দেয়।

এসময় অভিযুক্ত দুলাল তার মুখ চেপে ধরে টেনে হেচড়ে তার ঘরের রুমে নিয়ে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করেন। ভিক্টিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুলাল পালিয়ে যায়। প্রতিবেশীরা পালিয়ে যাওয়ার সময় দুলালকে দেখতে পেয়ে দাওয়া করে। স্থানীয়রা তাকে ধরতে ব্যার্থ হন। পরে বিষয়টি তার স্বামী ও স্বজনদের জানিয়ে তিনি গত ১৩ এপ্রিল ভোলা নারী ও শিশু ট্রাইব্যুনালে ভিক্টিম বাদী হয়ে ওই অভিযুক্ত বিজিবি সদস্য দুলালকে আসামী করে মামলাটি দায়ের কছেন
দক্ষিণ আইচা থানার ওসি তদন্ত জানান, আদালতে ভিক্টিমের দায়ের করা মামাটির তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরিফ হোসেন/বার্তাবাজার/ভিএস
The post প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টায় বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা! appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM.
Comments
Post a Comment