নওগাঁর পত্নীতলায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আরিফুল হক সোহাগ, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বুধবার (২৬ মার্চ২০২৫) নজিপুর পাবলিক মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথর বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ সামসুজ্জোহা খান জোহা। পত্নীতলা উপজেলা বিএনপি’র সভাপতি আক্কাস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, নজিপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, জেলা য...