Posts

পটল চাষের আড়ালে গাঁজার চাষ, আট ১

Image
ডেস্ক রিপোর্ট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পলাশগড় মাঠের পটল ক্ষেতে গোপনে গাঁজার চাষ করছিলেন মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। আর টিভি বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ওই মাদক ব্যবসায়ীর পটল ক্ষেতে অভিযান চালিয়ে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছ জব্দ ও তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামের শাকলু খালকোর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শাহেদ আল মামুন জানান, পটল ক্ষেতের মালিক মাদক ব্যবসায়ী আরঞ্জন খালকো নির্জন মাঠের ভিতরে ১ বিঘা জমিতে পটল চাষের পাশাপাশি গাঁজার চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পটল ক্ষেতে থাকা ৪৪ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মামলা করাসহ আদালতে পাঠানো হবে। The post পটল চাষের আড়ালে গাঁজার চাষ, আট ১ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে মা হতে চলেছেন বান্ধবী

Image
স্পোর্টস ডেস্ক : [২] মৃত অলিম্পিয়ানের শুক্রাণুর মাধ্যমে এবার মা হতে চলেছেন তার বান্ধবী। ভালবাসার এমনই নজির স্থাপন করলেন অস্ট্রেলিয়ান মডেল এলিডি ভ্লাগ। গত বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে স্পিয়ার ফিসিংয়ের সময় মারা যান দু’বার বিশ্ব স্নো বোর্ড চ্যাম্পিয়ন অ্যালেক্স পুলিন। মৃত অলিম্পিয়ানের সঙ্গে আট বছর সম্পর্ক ছিল এলিডির। এবার তার দাবি, মৃত বয়ফ্রেন্ডের শুক্রাণুর মাধ্যমেই তিনি মা হতে চলেছেন। [৩] ইনস্টাগ্রাম পোস্টে বলেছেন, আগামী অক্টোবরেই তিনি মা হতে চলেছেন। বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন। সঙ্গে বলেছেন, আমি ও আমার সঙ্গী দীর্ঘদিন ধরেই এই স্বপ্ন দেখেছি। অ্যালেক্সের মৃত্যুর আগে অবধি আমরা একটি সন্তানের স্বপ্ন দেখে এসেছি। কিন্তু দুর্ঘটনা আমার ভালবাসাকে কেড়ে নিয়েছে। এবার আইভিএফ পদ্ধতির মাধ্যমে মা হতে চলেছি। [৪] কুইন্সল্যান্ড সিটির আইন অনুযায়ী, মৃত্যুর ৩৬ ঘণ্টার মধ্যে শুক্রাণু সংরক্ষণ করতে হয়। আর সেটাই করা হয়েছিল অ্যালেক্সের ক্ষেত্রে। এলিডির কথায়, ভাগ্যবশত এবার মা হতে চলেছি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছেন। অবশেষে সমস্ত আইনি জটিলতা কাটিয়ে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আবেগঘন বার্তা দিয়ে এলিডি বল...

ডায়াবেটিস রোগীদের জন্য এলো ‘সুগার ফ্রি’ আম

Image
ডেস্ক নিউজ: ডায়াবেটিস রোগীরা মিষ্টি বা মিষ্টিজাতীয় কোনো কিছু খেতে পারেন না। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ভয়ে খাদ্য তালিকায় অনেক সতর্ক থাকতে হয় তাদের। এদিকে আমের মৌসুম চলছে। ফলের রাজাকে সবারই খেতে মন চায়। তবে ডায়াবেটিস রোগীরা আমও খেতে পারে না। তাই তাদের জন্যই উদ্ভাবন হয়েছে ‘সুগার ফ্রি’ আম। শুনতে অবাক লাগলেও সত্যিই এটা সম্ভব হয়েছে। আবার দামও অনেক কম। পাকিস্তানের কিংবদন্তি ফল গবেষক এমএইচ পাওয়ারের নাতি গোলাম সারওয়ার এই ‘সুগার ফ্রি’ আম উদ্ভাবন করেছেন। এ আমের তিন প্রজাতি- সোনারো, গ্লেন ও কেট। তিন রকমের আমই বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৮০ টাকা কেজিতে। দীর্ঘ পাঁচ বছরের নিরলস গবেষণার ফল এই ‘সুগার ফ্রি’ আম। কেটে প্রজাতির আমে শর্করার পরিমাণ সর্বোচ্চ ৪ দশমিক ৭ শতাংশ, সোনারো আমে ৫ দশমিক ৬ শতাংশ ও গ্লেনের মধ্যে শর্করার পরিমাণ ৬ শতাংশ।পাকিস্তানে সম্প্রতি সিন্ধ্রি ও চৌসা আমের মৌসুম শেষ হয়েছে। তবে দেশটিতে এই ‘সুগার ফ্রি‘ আম আগস্টের শেষ দিক থেকে পাওয়া যাবে। গোলাম সারওয়ার সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানিয়েছেন, পাকিস্তান সরকার আম ও কলা নিয়ে গবেষণার জন্য আমার দাদুকে ‘সিতারা-এ-ইমতিয়াজ’ উপাধি দিয়েছিলেন। তার মৃ...

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যে ৫ ফল

Image
ডেস্ক রিপোর্ট: নিয়মিত ফল খেলে ভাল থাকবে ত্বক। তবে জানেন কি? কোন ফল খাবেন। পাঁচটি ফল রয়েছে যা খেলে আপনার ত্বক ভাল থাকবে। আসুন জেনে নেই যেসব ফল খেলে ত্বক ভাল থাকে। ১.  আপেল ভিটামিন এ, সি, ডায়েটারি ফাইবার, পট্যাশিয়াম ও ম্যাগনেশিয়ামে ভরপুর। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের ফ্রি র‌্যাডিকেলস দূর করে। তাই ত্বক ভালো থাকবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২. লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা ত্বকের দাগ ছোপ দূর করে। এছাড়া শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে। ৩. পেঁপে খেলে অনেক উপকার পাবেন। প্রতিদিন ৬-৮ টুকরো পাকা পেঁপে খান। ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন। ৪. কলায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম ও প্রচুর পানি। এতে আপনার ত্বক হাইড্রেটেড থাকে এবং ব্রণের সমস্যাও কমে। ৫. আমে রয়েছে প্রচুর পুষ্টি। ভিটামিন এ, ই, সি এবং কে, ফ্ল্যাভোনয়েড, পলিফেনোলিকস, বিটা ক্যারোটিন এবং জ্যান্টোফিল রয়েছে। এই সব আপনার ত্বককে ডিএনএ ড্যামেজ থেকে বাঁচায়। The post ত্বকের উজ্জ্বলতা বাড়ায় যে ৫ ফল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] বাংলাদেশের বিরুদ্ধে উইলিয়ামসকে অধিনায়ক করে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

Image
স্পোর্টস ডেস্ক : [২] বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলার লক্ষ্যে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আগামী ৭ জুলাই মাঠে গড়াবে ম্যাচটি। দলের অধিনায়ক করা হয়েছে শেন উইলিয়ামসকে। দলে আছেন ব্রেন্ডন টেইলর, ক্রেইগ এরভিন, রেগিস চাকাভা ও ডোনাল্ড টিরিপানোর মতো অভিজ্ঞরা। হারারে স্পোর্ট ক্লাবে টেস্ট ম্যাচটি নামার আগে ৩ ও ৪ জুলাই দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। [৩] জিম্বাবুয়ে একাদশ : শেন উইলিয়ামস (অধিনায়ক), রেগিস চাকাভা, তেন্ডাই চাতারা, তেন্ডাই চিসোরো, তানাকা ছিভাঙ্গা, ক্রেইগ এরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙুয়ে, রয় কিয়া, তাকুজুয়ানসি কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড নগারাভা, ভিক্টর নইয়াচি, মিল্টিন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো।- ক্রিকইনফো The post [১] বাংলাদেশের বিরুদ্ধে উইলিয়ামসকে অধিনায়ক করে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] নতুন চুক্তি হল না, বার্সায় কী তবে মেসি যুগের অবসান!

Image
স্পোর্টস ডেস্ক: [২] গত বুধবার (৩০ জুন) রাতেই চুক্তি শেষ হয়েছে। নতুন চুক্তি না হওয়ায় মেসি আর বার্সেলোনার ফুটবলার নন। [৩] ৩০ জুন ২০২১। ন্যু ক্যাম্পে চুক্তি শেষ হল মেসির। ১৭ বছর এই ক্লাবে খেলা তারকার সঙ্গে নতুন করে দু’মরসুমের চুক্তি করতে চায় বার্সেলোনা, এমন খবর বেশ কিঠুদিন ধরে শোনা গেলেও বুধবার সেই চুক্তি হয়নি। আর তাই নিয়ে তীব্র উদ্বেগ শুধু বার্সেলোনা ভক্তদের নয়, সারা বিশ্বের ফুটবল ভক্তদের। [৪] চলতি বছরের মার্চে বার্সার প্রেসিডেন্ট হন জুয়ান লাপোর্তা। তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল মূলত মেসিকে ধরে রাখার জন্যই। কিন্তু গত আড়াই মাসে তিনি মেসিকে নতুন চুক্তিপত্রে সই করাতে পারেননি। মেসি ২০১৭ সালে শেষবার তিন বছরের জন্য চুক্তিপত্রে সই করেছিলেন। আর তা ছিল বার্ষিক ১৬৪ মিলিয়ন ডলারের বিনিময়ে। [৫] কিন্তু গত মওসুমে তার সঙ্গে ক্লাবের সম্পর্ক এতটাই তলানিতে ঠেকে যায়, যে তিনি সেই চুক্তি ছেড়ে বেরোনোর চেষ্টা করেন। মেসিকে চটানোর জন্যই প্রেসিডেন্ট পদ থেকে কার্যত সরে যেতে হয় জোসেফ বার্তেমেউকে। বার্সা নতুন করে চুক্তি না করলে মেসির সামনে ম্যাঞ্চেস্টার সিটি ও পিএসজির দরজা খোলা। তবে ক্লাব বদলের সিদ্ধান্ত মেসি নেবেন...

সুন্দরীদের সঙ্গে নগ্ন হয়ে পার্টি করতেন বিল গেটস

Image
নিউজ ডেস্ক : আমেরিকান ব্যাবসায়িক মহারথী, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস এখন দুনিয়া জুড়ে আলোচনার পাদপ্রদীপে। এক মাস আগে ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা, অতঃপর তার স্ত্রী মেলিন্ডার সঙ্গে বিশাল সম্পদের ভাগাভাগি নিয়ে জটিলতায় নজর ছিল সারা বিশ্বের। ইত্তেফাক বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে বলা হয়, তিনি আবারও আলোচিত হচ্ছেন অন্য কারণে। বিল গেটস দিনে ১৭ ঘণ্টা কাজ করতেন এটা হয়তো সবার জানা। কিন্তু বিশ্বের শীর্ষ এই ধনকুবের সম্পর্কে এবার অজানা তথ্য সামনে এনেছেন তার জীবনী লেখক জেমস ওয়ালেস। তিনি জানিয়েছেন, বিল গেটস এককালে প্রবল পার্টিপ্রেমী ছিলেন। সুন্দরীদের সঙ্গে নগ্ন হয়ে আড্ডা দিতেন তিনি। গত মে মাসে বিল গেটস ও স্ত্রী মেলিন্ডার বিচ্ছেদ হয়। ২৭ বছরের সম্পর্ক হঠাত্ কী করে ভাঙল তা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এককালের উদ্দাম জীবনযাপন নেপথ্যের কারণ কি না, তা নিয়েও আলোচনা আছে। বিল গেটসের জীবনী লেখক জানান, আশি ও নব্বইয়ের দশকে বিল গেটস ন্যুড পার্টিতে সুন্দরীদের সঙ্গে সুইমিং পুলে আনন্দ করার পাশাপাশি নিয়মিত মদপান করতেন। ওয়ালেসের কথায়, বিল গেটস সুন্দরী নিজেই নির্বাচন করতেন। আমি...

বন্যার আশঙ্কা, ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

Image
মারুফ হাসান : এবারও দেশে বন্যা হতে পারে। অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের ছয় জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ের প্রথম সপ্তাহের শেষের দিকে বন্যা শুরু হয়ে অন্তত ১০ দিন স্থায়ী হতে পারে। বিপতসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা, মুহুরী, খোয়াই, কংস, ভোগাই, যাদুকাটা, চেল্লাখালী, সোমেশ্বরী ও মহারশি নদীর পানি। দেশে প্রতি বছরই কম-বেশি বন্যা দেখা দেয়। বাংলাদেশ ভাটির দেশ। উল্লেখযোগ্যসংখ্যক নদীর উৎস দেশের ভূ-সীমানার বাইরে। অভিন্ন নদীগুলোর গতি-প্রবাহ স্বাভাবিক রাখার ব্যাপারে প্রতিবেশী দেশ, বিশেষ করে ভারত ও নেপালের সঙ্গে এমন গঠনমূলক উদ্যোগ নেওয়া উচিত, যাতে তা ফলপ্রসূ হয়। কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকাগুলোর নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। হালুয়াঘাটে হঠাৎ বন্যা হয়েছে মেঘালয়ের পাহাড়ি ঢলে। ঘরবাড়ি, স্কুল, বাজারে পানি ঢুকে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে। নালিতাবাড়ী, ইসলামপুর, দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে নদনদীর পানি। উজানের ঢলে সুনামগঞ্জের যাদুকাটা নদী ছাপিয়ে দুই পাড়ের গ্র...

সকালে যে কাজগুলো অবশ্যই করবেন

Image
লাইফস্টাইল ডেস্ক : সকালে ছোট ছোট কাজ দিয়ে শুরু হোক দিনটা, সারা দিন কাটবে চাঙ্গা। অনেকে সকালে ঘুম থেকে উঠতে চায় না, কিন্তু সকালে ঘুম ঠেকে উপকারিতা কিন্তু অনেক। দিন যাবে সতেজ ও চাঙ্গা। আসুন জেনে নেই সকালে কি কাজ করলে সারা দিন ভাল যাবে। স্ট্রেচিং করুণ সকালে আমরা যখন ঘুম থেকে উঠে থাকি তখন আমাদের মেরুদণ্ড ও শরীরের অন্যান্য পেশী কিছুটা শক্ত হয়ে থাকে। এতে ঘুম থেকে উঠেই স্ট্রেচিং অথবা শরীরকে প্রসারিত করতে হয়। ফলে আমাদের শরীরের উৎপাদনশীলতা ঠিক থাকে। ঘুম থেকে উঠেই তিন-চার বার স্ট্রেচিং করুন এবং কয়েকবার গভীরভাবে নিঃশ্বাস নিন। ও ১০ থেকে ১৫ মিনিট ইয়োগা করে নিন। ফোন বন্ধ রাখুন সকালে ঘুম থেকে উঠেই আপনি ফোন ও মেইল চেক করবেন না। কারণ এতে আপনার মেজাজ খারাপ হতে পারে। সকালে ঘুম থেকে উঠেই সব সমস্যা সমাধানের চেষ্টায় নেমে পরার দরকার নেই বরং অফিসের কাজ অফিসেই করে ফেলুন। এতে মেইল দেখেই কাজ শুরু করার প্রবণতা দেখা দিতে পারে। তবে, ঘুম থেকে উঠেই মেইল দেখবেন না। পানি পান করুন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস পানি পান করুন। দীর্ঘ সময় বিশ্রামে থাকা শরীরকে ঠিকমতো জাগিয়ে তুলতে সাহায্য করবে পানি। এই এক গ্...

অ্যাম্বুলেন্সে ১২ জন বরযাত্রী

Image
ডেস্ক রিপোর্ট : অ্যাম্বুলেন্সে বিয়ের যাত্রী পরিবহন করায় এক চালককে জরিমানা করেছে পুলিশ। বৃহস্পতিবার (০১ জুলাই) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোহাম্মদ সাহেদ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, রাতে বহদ্দারহাট মোড়ে দায়িত্ব পালন করছিলাম। এ সময় একটি অ্যাম্বুলেন্স যাওয়ার সময় গাড়িটিকে থামার সংকেত দিই। এরপর গাড়িটি তল্লাশি করে দেখি তাতে রোগীর পরিবর্তে বরযাত্রী নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িতে নারী-পুরুষ মিলে ১২ জন বরযাত্রী ছিলেন। এ ঘটনায় ওই গাড়ির চালককে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, গাড়িটি আটক করার পর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ স্টাফ কোয়ার্টার থেকে রওনা দিয়ে নতুন ব্রিজ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িতে থাকা ১২ জন ওই বিয়ের বরযাত্রী ছিলেন। রাতে ভ্রাম্যমাণ আদালত না থাকায় ১২ জনকে শাস্তির আওতায় আনা যায়নি। তবে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। The post অ্যাম্বুলেন্সে ১২ জন বরযাত্রী appeared first on বিডি২৪টাইম....

[১] ফরিদপুরে যুবলীগের খাদ্য সহায়তা

Image
হারুন-অর-রশীদ: [২] মহামারী করোনায় ফরিদপুরে খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ফরিদপুর জেনারেল হাসপাতালে করোনায় ভর্তি রোগী ও স্বজনদের মাঝে এ খাদ্য সহায়তা কর্মসূচীর উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফরিদপুর জেলা শাখা এ উদ্যোগ গ্রহণ করে। [৩] এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, যুগ্ন-আহবায়ক খাঁন মোঃ শাহ সুলতান রাহাত, সদস্য তানভির কামাল সাব্বির, ফরিদপুর পলিটেকনিক কলেজের সাবেক জিএস ও যুবলীগ নেতা এম এম নাসির, শহর যুবলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান শুভ, এবং থানা যুবলীগ নেতা আলমাস হোসাইন প্রমূখ। [৪] উল্লেখ্য, এই মহামারী করোনাকালীন সময় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের যে সকল স্বজন থাকবেন, তাদের মাঝে প্রতিদিন খাদ্য সহায়তা দিবে বলে প্রতিশ্রুতি দেন যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু। The post [১] ফরিদপুরে যুবলীগের খাদ্য সহায়তা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] কুলাউড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন

Image
স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মানায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী। [৩] দ্বিতীয় দফার কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সিভিল প্রশাসনের নেতৃত্বে উপজেলা জুড়ে টহল দেয় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। দুপুর ১২টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার, আমঝুপ এবং পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। সে সময় ৫টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের কাজে সহযোগিতা করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায়। [৪] উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সিলেট সেনানিবাসের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন সাজ্জাদ হাবীবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল সারাদিন লকডাউন বাস্তবায়নে টহল দেন। [৫] অন্যদিকে, বিকেল সাড়ে ৩টায় কুলাউড়া পৌ...

[১] ৯৯৯ এ ফোন: ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

Image
সুজন কৈরী: [২]  জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন কলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী পরিচয় দেয়া দুই জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জয় (৩৫) এবং অপু (২৫)। [৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুরিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, বৃহষ্পতিবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর উত্তরখানের কুড়িপাড়া থেকে নাম ও পরিচয় গোপন রেখে একজন ফোন করে জানান, সেখানে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বসবাস করা এক দম্পতি প্রকৃতপক্ষে ইয়াবা ব্যবসায়ী। [৪] কলার জানান, তিনি একজন অভিভাবক, তিনি তার সন্তানদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন তাই সন্দেহ বশতঃ বেশ কিছুদিন ধরে ওই দম্পতির বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলেন। তিনি নিশ্চিত হয়েছেন ওই বাসায় ইয়াবা আছে। বিশেষ করে চলমান কঠোর বিধিনিষেধ উপলক্ষে সেখানে নতুন করে ইয়াবা এনে রাখা হয়েছে। [৫] ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি উত্তরখান থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। [৬] পরে উত্তরখান থানার এসআই রশিদ খান ৯৯৯ কে ফোনে জানান, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রী পরিচয় দেয়া দুজনকে আটক করা হয়েছে। তাদের বাসায় তল্লাশি চালিয়ে ৭২০পিস...

[১] জিম্বাবুয়ের মাটিতে ইতিহাস ভয় দেখাচ্ছে বাংলাদেশকে

Image
নিজস্ব প্রতিবেদক : [২] জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সবসময় ভাল ফলাফল এনেছে এবং সেটি ঘরের মাঠে। বিদেশের মাটিতে বাংলাদেশের করুন ফলাফল বহাল জিম্বাবুয়ের মাটিতেও। এই অব্দি জিম্বাবুয়ে গিয়ে চারটি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ যার একটিও জিততে পারেনি বাংলাদেশ। ৮ বছরের বেশি সময় পরে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ। এবারের সিরিজে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। [৩] বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০১৩ সালে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ হেরেছিল ৩৩৫ রানে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করে ৩৮৯ রান, জবাবে বাংলাদেশ অল আউট হয় ১৩৪ রানে। ২২৭ করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে জিম্বাবুয়ে। ৪৮৩ রানের লক্ষ্যে নেমে ১৪৭ রানে প্যাকেট বাংলাদেশ। বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের। পরের ম্যাচে ম্যাচ জিতে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। [৪] জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের হয়ে টেস্টে সবথেকে বেশি রান আছে আশরাফুলের। ৫ টেস্টে ৯ ইনিংস ব্যাট করে ৩৩ গড়ে ২৯৭ রান করেছেন তিনি। সাকিব, মুশফিকদের গড় ওদেশের মাটিতে ৩৫ এর কাছাকাছি। তামিম সহ বাকিদের গড় রান আরো কম। জিম্বাবুয়ের মাটিতে এ্রখন অব্দি কোন সেঞ্চুরী নেই টাইগারদের। সবথেকে বেশ...

[১] সাতক্ষীরায় সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের কারণে ৮ রোগীর মৃত্যু

Image
ফরিদ আহমেদ: [২] সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন বিপর্যয়ের কারণে ৮ রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে।বুধবার (৩০ জুন) সন্ধ্যায় পর এই বিপর্যয়ের সৃষ্টি হয়। এতে রোগীগুলো মারা গেছেন বলে একাধিক রোগীর স্বজনের অভিযোগ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চারজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তবে দ্রুত সময়ের মধ্যে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে। [৩] বুধবার সন্ধ্যার পর থেকে মৃত্যুবরণকারীরা হলেন-আইসিইউ ইউনিটের করোনা পজেটিভ রোগী কালিগঞ্জের ভাড়াশিমলা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আকরাম হোসেন খান (৬৩), সিসিইউ ইউনিটের মারা যায় শহরের ইটাগাছা এলাকার মফিজুল ইসলামের স্ত্রী খাইরুন্নেছা (৪০), শহরের কুকরালী আমতলা এলাকার মনিরুজ্জামানের স্ত্রী করোনা আক্রান্ত নাজমা খাতুন, শ্যামনগরের সোনাখালি এলাকার কাশেম গাজীর ছেলে আশরাফ হোসেন, সাধারণ ওয়ার্ডের সন্ধ্যা ৭টার পর মারা যায় শ্রীউলা ইউনিয়নের বক্সার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম পারভেজ (৫৪), কালিগঞ্জের জগন্নাথপুর এলাকার সৈয়দ আলি পাড়ের ছেলে আবু জাফর মো: শফিউল আলম তুহিন, আশাশুনির নৈকাটি এলাকর বেনু গাজির ছেলে আব্দুল হামিদ...

[১] গোপালগঞ্জ করোনার সংক্রমনে লকডাউন দিয়েও রোধ করতে পারছে না প্রশাসণ

Image
আসাদুজ্জামান বাবুল: [২] দেশব্যপী ৭দিনের কঠোর লকডাউনের প্রথমদিন আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে দুরপাল্লার কোন পরিবহন ছাড়েনি। অভ্যান্তরীন ৫টি রুটেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে, সকাল ৬ টা থেকে শহরে কিছু কিছু রিকসা- ভ্যান- অটো- মাহেন্দ্রছাড়াও ইট-বালু ভতি কিছু কিছু ট্রাক ও ট্রলি চলাচল করেছে। যাহা বেলা বাড়ার সাথে সাথে আর চোখে পড়েনি। [৩] চাপাইল সেতুর গোড়ায়, সিও অফিস ঘাট, উপজেলার সামনে, হাসপাতালের সামনে, পাচুড়িয়া বাজার, বড় বাজার এলাকা, গেটপাড়া, বেদগ্রাম, পুলিশ লাইন মোড়, মান্দারতলা, ঘোনাপাড়া মোড়সহ কমপক্ষে ২০ থেকে ২৫টি গুরুত্বপুন জায়গায় দোকানপাট খোলা দেখা গেছে। তবে, দোকানপাট খোলেনি মুল শহরের চৌরঙ্গিঁ, মোসলেম প্লাজা, কেরামত প্লাজা, স্বনপট্রি, পোস্ট মোড়, বিনাপানি মোড়, কালিবাড়ী মোড়, থিয়েটার রোড়সহ বেশ কয়েকটি জায়গায়। [৪] তবে, চোরাই পথে দোকান খুলে বেচাকেনা করছে শাড়ীকাপড় ও জুতা স্যান্ডেল ব্যবসায়ীরা।অন্যান্যদিনের চেয়ে আজ মানুষের চলাচল খুব বেশি চোখে পড়েনি,শহরের সকল গুরুত্বপুর্ন স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হলেও একমাত্র হাসপাতালের সামনে ও পুরাতন লঞ্চঘাট এলাকায় ৩/৪জন পুলিশকে টহল দিতে দেখা গ...

[১] মগবাজারে বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু

Image
মোস্তাফিজুর রহমান: [২] বৃহস্পতিবার (১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে মগবাজারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ১০ জনে দাঁড়াল। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সময় ও ডিবিসি টিভি [৩] তিনি বলেন, নুরুন্নবীর শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া শরীরে গ্লাসের কাটা যখমও ছিল। পাশাপাশি তার শ্বাসনালীও দগ্ধ হয়েছিল। সবশেষ চিকিৎসাধীন ভোরে তার মৃত্যু হলো।  বর্তমানে ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ৩ জন। এর মধ্যে রাসেলের অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় ঢাকা মেডিকেলে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছে। [৪] মৃত নুরুন্নবীর স্ত্রী পপি আক্তার জানান, তাদের বাড়ি রাজবাড়ির পাংশা উপজেলার হাবাসপুর গ্রামে। নুরুন্নবীর বাবার নাম ইসলাম মণ্ডল। তিনি ভ্যান চালাতেন, থাকতেন হাতিরপুল বাটা সিগন্যাল মোড়ে একটি মেসে। পপি এক ছেলে নিয়ে গ্রামে থাকতেন। স্বামীর দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনার পরদিন ঢাকায় আসেন তিনি। এর আগে বুধবার (৩০ জুন) সকালে দগ্ধ ইমরান হোসেনের (২৫) নামে একজনের মৃত্যু হয়। তার শরীরেরও ৯০ শতাংশ দগ্ধ ছিল। [৫] রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ...

[১] উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

Image
স্পোর্টস ডেস্ক : [২] গত বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারালেন ১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-৩। এদিন ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার পা পিছলে পড়ে যান জকোভিচ। এরপরও কাঙ্ক্ষিত জয় পেতে সমস্যা হয়নি সার্বিয়ান টেনিস তারকার। [৩] তৃতীয় রাউন্ডে ৩৪ বছর বয়সী জকোভিচের প্রতিপক্ষ হবেন ইতালির অ্যান্ড্রোয়াস সেপ্পি কিংবা যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলা। বারবার পিছলে পড়ে গিয়েও ম্যাচ নিজের করা জকোভিচ বলেন, ভিড়ের সঙ্গে আমার একটা আলাদা সংযোগ রয়েছে। আমার মনে হয়, ঘাসের সঙ্গেও আমার খুব সুন্দর সম্পর্ক রয়েছে। উইম্বলডনে এর আগের দুটি ম্যাচে এত বার পড়ে যাওয়ার কথা আমার মনে পড়ছে না। –   The post [১] উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] করোনা ও উপসর্গ নিয়ে তিন জেলায় ২৮ জনের মৃত্যু

Image
হ্যাপি আক্তার: [২] গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় ১৪, চট্টগ্রামে, ৫ ও কুষ্টিয়ায় ৯ মারা গেছেন। [২] তবে কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৩০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটিই এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২১১ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৫ জন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ৩২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ১১৩ জন, দৌলতপুরের ৪৯ জন, কুমারখালীর ৫৪ জন, ভেড়ামারার ৫২ জন, মিরপুরের ৩৩ জন এবং খোকসার ২৩ জন রয়েছেন। মারা যাওয়া ৯ জনের মধ্যে একজন ভেড়ামারা উপজেলার এবং দুইজন করে সদর উপজেলা, দৌলতপুর, কুমারখালী এবং মিরপুর উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত জেলায় ৬২ হাজার ৯৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৬০ হাজার ৮১৪...

[১] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশ ৬টি সিরিজ খেলবে

Image
স্পোর্টস ডেস্ক :[২] ছয়টি সিরিজে ১২টি টেস্ট পাচ্ছে বাংলাদেশ। আইসিসির ভবিষ্যৎ সূচি (এফটিপি) অনুযায়ী, ৬টি সিরিজে এই ম্যাচগুলো খেলবে টাইগাররা। তবে অংশ নেওয়া ৯ দলের মধ্যে সবচেয়ে কম টেস্ট পাচ্ছে বাংলাদেশ। [৩] একটিও তিন টেস্টের সিরিজ পায়নি টাইগাররা। প্রথম আসরে এফটিপিতে বাংলাদেশের তিন টেস্টের সিরিজ ছিল দুটি। যদিও করোনাভাইরাসের কারণে হয়নি তার একটিও। নতুন আসরে ছয় সিরিজের প্রত্যেকটিতে দুটি করে টেস্ট খেলবে মুমিনুলরা। [৪] নভেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন। ডিসেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে দুই টেস্টের সিরিজ। এরপর নিউজিল্যান্ড সফরে যাবেন মুমিনুলরা। [৫] ২০২২ সালের মার্চে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা যাবে। জুলাই-আগস্ট মাসে খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওই বছর নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শেষ হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। [৬] এর আগে অবশ্য জুলাই-আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা মুমিনুলদের। সেপ্টেম্বর-অক্টোবরে আয়ারল্যান্ড সফরে রয়েছে একটি টেস্ট। তবে এই সিরিজি দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ...

পঞ্চগড়ে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে বিজিবি-পুলিশ

Image
নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন বাস্তবায়নে উত্তরের জেলা পঞ্চগড়ে মাঠে নেমেছে বিজিবি ও পুলিশ। বুধবার (৩০ জুন) রাতে সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীনের নেতৃত্বে বিজিবি ও পুলিশের একটি টহল দল পঞ্চগড় বাজার ও শহরের বিভিন্ন সড়কে টহল দেয়। পাশাপাশি ঘরের বাইরে বের হয়ে বাজারে ঘুরাফেরা ও আড্ডা না দিতে সাধারণ মানুষকে তারা সচেতন করেন। জানা যায়, বৃহস্পতিবার (০১ জুলাই) হতে আগামী বুধবার (০৭ জুলাই) পর্যন্ত মোট সাতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও কঠোর লকডাউন থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন বের হতে না পারে এজন্য মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা নিয়মিতভাবে লকডাউন বাস্তবায়ন করতে কাজ করবে।   সহকারী কমিশনার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন বলেন, বৃহস্পতিবার থেকে যেহেতু লকডাউন ঘোষণা করেছে সরকার তাই পঞ্চগড়ের ৫ উপজেলায় লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাত থেকে আমরা বিভিন্ন বাজার ও সড়কে টহল জোরদা...

এবার করোনা টিকার আওতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়

Image
নিউজ ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার করোনাভাইরাসের টিকার আওতায় নেয়া হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের। বুধবার (৩০ জুন) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে টিকার নিবন্ধন প্রক্রিয়া। টিকা দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও আবাসিক শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এদিকে, বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত সকল ছাত্র-ছাত্রীর নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ সময় নিউজকে বলেন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের টিকা নেয়ার ব্যবস্থা করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তত্ত্বাবধান করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্...

আলোর ঝলকানিতে থাকা শহর কক্সবাজার হঠাৎ অন্ধকারে নিমজ্জিত!

Image
নিউজ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরী কক্সবাজার। যে শহর ২৪ ঘণ্টায় আলোয় আলোকিত থাকতো হঠাৎ সেই শহর পরিণত হয়েছে এক প্রকার ভুতুড়ে অন্ধকারের নগরীতে। আলোর ঝলকানিতে থাকা শহর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত। সরকার ঘোষিত কঠোর লকডাউনের খবরে সব কিছু বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট্যরা। বন্ধ সাড়ে চার শতাধিক হোটেল-মোটেলও। যার ফলে আলোর দেখা নেয় নগরীর লাবনী, সুগন্ধা, কলাতলীসহ কয়েকটি পয়েন্টে। অথচ স্বাভাবিক সময়ে এসব পয়েন্টে থাকতো আলোর ঝলকানি। রাত আটটার পর থেকে বন্ধ দোকানপাট ও হোটেল-মোটেল। নেই কর্মচারী-কর্মকর্তাদের আনা-গোনা। কিছু কিছু হোটেলে রয়েছে শুধুই নিরাপত্তায় নিয়োজিতরা। প্রায় ৩০ হাজার কর্মী ছাটায় আতঙ্কে রয়েছে। সড়কে সীমিত আকারে চলছে অভ্যন্তরীণ যানবাহন। তেমন দেখা নেয় দূরপাল্লার যানবাহনের। যে শহর পর্যটকদের পদচারণায় মুখর থাকতো রাত-দিন, সেই শহরে নেই মানুষের আনাগোনা। পুরো হোটেল-মোটেল জোনের এমন পরিস্থিতি দেখে হতবাক সবাই। মূলত গেল সোমবার (২৮ জুন) থেকে সরকার সারাদেশে সীমিত ও আগামী বৃহস্পতিবার থেকে কঠোর হওয়ার খবরে এমন সিদ্ধান্ত নিয়েছে হোটেল-মোটেল মালিকরা। The post আলোর ঝলকানিতে থাকা শহর কক্সবাজার হঠাৎ অন্...

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করলো

Image
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বোধন করেন। যদিও সে সময় ই-গেট স্থাপন করা হলেও করোনা মহামারি এবং সংশ্লিষ্টদের প্রশিক্ষণসহ অন্যান্য জটিলতার কারণে চালু করা সম্ভব হয়নি। অবশেষে বুধবার বিকালে (৩০ জুন) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পাসপোর্টের জন্য চালু হলো ই-গেট। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম ই-পাসপোর্টের জন্য ই-গেট চালু করতে সক্ষম হয়েছে। ২০১৮ সালের ১৯ জুলাই ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতর (ডিআইপি) এবং জার্মানি ভেরিডোস জিএমবিএইচ সংস্থা ইলেকট্রনিক পাসপোর্টের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এই সংস্থাটির মাধ্যমেই ই-পাসপোর্ট ও ই-গেট স্থাপন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রাথমিক অবস্থায় ই-পাসপোর্টধারীদের শনাক্ত করবে ই-গেট। ই-পাসপোর্টে মাইক্রোপ্রসেসর চিপ এবং অ্যান্টেনা বসানো রয়েছে। একজন ব্যক্তির যাবতীয় তথ্য পাসপোর্টের মুদ্রিত ও চিপে সংরক্ষিত থাকে। ই-গেটে পাসপোর্ট স্ক্যান করার পর গেটের সঙ্গে সংযুক্ত ক্যামেরা যাত্রীকে শনাক্ত করবে। যা এতদিন ম্যানুয়াল পদ্ধতিতে করতো ইমিগ্রেশ...

লিটারে ৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

Image
নিজস্ব প্রতিবেদক: কয়েক দফা দাম বাড়ার পরে এবার প্রতি লিটারে চার টাকা কমেছে সয়াবিন তেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আজ বুধবার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। দাম কমার ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেল কিনতে লাগবে ১৪৯ টাকা। আর খোলা কিনলে দাম লাগবে ১২৫ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হবে। এর আগে গত ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে ১৫৩ টাকা হয়। লিটারে ৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হলেও ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম কমছে ১৬ টাকা। ৭২৮ টাকার পরিবর্তে বর্তমানে কেনা যাবে ৭১২ টাকায়। এ ছাড়া প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১১২ টাকা থেকে কমে ১০৮ টাকা হচ্ছে। দাম কমানোর বিষয়ে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বুধবার এক বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্...

[১] ময়মনসিংহ সিটির হোল্ডিংট্যাক্স ৪০ শতাংশ হ্রাসের ঘোষণা মেয়র টিটু’র

Image
আব্দুল্লাহ আল আমিন : [২] ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম এসেসমেন্টের মাধ্যমে আরোপিত ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দাবিকৃত হোল্ডিং ট্যাক্স হতে ৪০% হ্রাসকরণ এবং ২০২০-২০২১ অর্থবছরের আদায়যোগ্য হোল্ডিং করের উপর ১০% অতিরিক্ত রিবেট ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনবান্ধব মেয়র মোঃ ইকরামুল হক টিটু। [৩] এছাড়াও ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হিসেবে দাবিকৃত হোল্ডিং ট্যাক্সও মওকুফ ঘোষণা করেন। সেই সাথে রিভিউ (আপত্তি) ফরমের মূল্য ৬০০/- থেকে ২০০/- টাকায় পুনঃনির্ধারণ করা হয় এবং ইতোমধ্যে যারা ফর্ম ক্রয় করেছেন তাদের ফর্মের অতিরিক্ত মূল্য ট্যাক্সের সাথে সমন্বয় করা হবে । এছাড়াও সিটির সকল মাটির কাঁচা ঘর, ঘনবসতি এলাকায় দরিদ্র অসহায় হত দরিদ্র, রিশি, সরকারি বরাদ্দ পাওয়া ভূমিহীনদের বাসা বাড়ী হোল্ডিং ট্যাক্স সম্পূর্ণ মওকুফের ঘোষণা দিয়েছেন মেয়র টিটু। [৪] বুধবার (৩০ জুন) দুপুরে সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত এক বিশেষ সভায় এই সিদ্ধান্তসমূহ নেয়া হয়। [৫] মেয়র টিটু আরও জানান কেউ ঋণের মাধ্যমে বাড়ি নির্মাণ করলে, অধি...

[১] সংসদ উপনেতার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন রিনি

Image
হারুন-অর-রশীদ: [২] সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেলেন ফরিদপুরের নগরকান্দার শাকপালদিয়া গ্রামের ফারজানা খান রিনি। সে উপজেলার তালমা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ খানের মেয়ে। [৩] আজ বৃহস্পতিবার (৩০ জুন) বিকালে তিনি এ নিয়োগ পান। জানা যায়, নব নিয়োগপ্রাপ্ত ফারজানা খান রিনি এছাড়াও বঙ্গবন্ধু আইন পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। [৪] এব্যাপারে ফারজানা খান রিনি বলেন, “আমি সবার কাছে দোয়া ও আর্শীবাদ চাই। তিনি বলেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। The post [১] সংসদ উপনেতার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পেলেন রিনি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] বিশ্ব রেকর্ড গড়া হলো না, চোখের জলে মাঠ ছাড়লেন সেরেনা উইলিয়ামস

Image
স্পোর্টস ডেস্ক : [২] চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন আসরের সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অর্থাৎ এবারো মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের বিশ্ব রেকর্ড স্পর্শ করা হলো না যুক্তরাষ্ট্রের এই তারকার। কোর্ট ছাড়তে হলো কাঁদতে কাঁদতে। [৩] মঙ্গলবার (২৯ জুন) আসরের প্রথম রাউন্ডে ৩৯ বছর বয়সী সেরেনার প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে শুরুতে সার্ভিস ব্রেক করে ৩-১ গেমে এগিয়ে যান সেরেনাই। কিন্তু এরপরই হঠাৎ বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। [৪] তখন চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান সেরেনা। এরপর ফিরে এসে দুটি গেম হারেন। ৩-৩ অবস্থায় তিনি পড়ে যান। চেয়ার আম্পায়ার তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিন্তু ওই অবস্থায় তার পক্ষে আর খেলা সম্ভব হয়নি। তাই চোখের জলে সেন্টার কোর্টকে বিদায় জানান এ বারের ষষ্ঠ বাছাই। [৫] সাসনোভিচ দ্বিতীয় রাউন্ডের টিকিট পেলেও সেরেনার জন্য ব্যথিত, ‘সত্যিই সেরেনার জন্য খারাপ লাগছে। সে গ্রেট চ্যাম্পিয়ন। টেনিসে কখনো কখনো এমন হয়। তার জন্য শুভ কামনা। – জি নিউজ/ দেশরূপান্তর The post [১] বিশ্ব রেকর্ড গড়া হলো না, চোখের জলে মাঠ ছাড়লেন সের...

[১] করোনায় চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু

Image
সালেহ্ বিপ্লব:   বুধবার সকাল সাতটা পর্যন্ত  সর্বশেষ ২৪ ঘণ্টার করোনা আপডেট থেকে এ তথ্য জানা গেছে। বিস্তারিত আসছে The post [১] করোনায় চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

বুলেটিন চালু করতে যাচ্ছে ফেসবুক

Image
প্রযুক্তি ডেস্ক: নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছে ফেসবুক। বুলেটিন নামের এই ওয়েবসাইটের মাধ্যমে লেখকরা ফ্রি এবং পেইড নিউজলেটার তৈরি ও শেয়ার করতে পারবেন। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১২টার পর (বুধবার) এক অডিও চ্যাটে এসব জানান ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম সি-নেট এক প্রতিবেদনে জানায়, লেখকদের ছোট একটি গ্রুপ নিয়ে বুলেটিনের যাত্রা শুরু করছে ফেসবুক। তবে ধীরে ধীরে এর সঙ্গে আরও লেখককে যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন ওয়েবসাইট বুলেটিন সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, আমাদের লক্ষ্য হলো সৃজনশীল কাজের মাধ্যমে লাখ লাখ মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে সেই বিষয়টিতে সমর্থন দেওয়া। বুলেটিনের লেখকরা তাদের সাবস্ক্রিপশন থেকে যে আয় আসবে তার পুরোটাই রাখতে পারবেন। লেখকদের লিখিত কাজের সঙ্গে অডিও জুড়ে দেওয়ার সুযোগও দিতে পারে ফেসবুক। এজন্য প্রয়োজনীয় ফিচার আনতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের বুলেটিন ওয়েবসাইটে রয়েছে বেশ কয়েকজন উঁচুমানের লেখক। ব্যবহারকারীরা বুলেটিনে নিউজলেটার সাবস্ক্রাইব করে ওই লেখকদের কনটেন্ট পড়তে পারবেন। ফেসবুক জান...

নাটকীয় ম্যাচে সুইডেনকে হারিয়ে ইউক্রেন শেষ আটে

Image
স্পোর্টস ডেস্ক: এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে রোমাঞ্চের পাশাপাশি উত্তেজনা কম ছিল না। বড় দলগুলোর মধ্যে যেমন সেয়ানে সেয়ানে লড়াই অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়িয়েছে, তেমনি নক আউট পর্বের শেষ ম্যাচেও ছড়িয়েছে সমান উত্তেজনা। ফেভারিটদের তালিকায় না থেকেও সুইডেন ও ইউক্রেনের মধ্যে জমাট লড়াই হলো। লাল কার্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে হলো ম্যাচের নিষ্পত্তি। সেখানে ১০ জনের সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইউক্রেন। কোয়ার্টার ফাইনালে আগামী শনিবার ইউক্রেন মুখোমুখি হবে ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ে নেমে আসে সুইডেনের দুর্ভাগ্য। ৯৮ মিনিটে তাদের ডেনিয়েলসন প্রতিপক্ষের বেসেদিনকে পা দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সুইডেন ১০ জনের দলে পরিণত। যদিও শুরুতে রেফারি ডেনিয়েলসনকে হলুদ কার্ড দেখিয়েছেন। পরে ভিএআর দেখে লাল কার্ড প্রদর্শন করতে হয়েছে। ১০ জনের সুইডেনের ওপর চাপ বাড়িয়ে দেয় ইউক্রেন। তাতে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সাফল্য আসে। সতীর্থের ক্রস থেকে দোভবিয়েক হেডে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন। এর আগে হাম্পডেন পার্কের নির্ধারিত ৯০ ম...

সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ এগিয়ে বাংলাদেশ

Image
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সূচকে ২৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিযোগযোগ ইউনিয়নের (আইটিউ) সাইবার নিরাপত্তা সূচক–২০২০ এ বাংলাদেশের অবস্থান ৫৩তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। মঙ্গলবার (২৯ জুন) ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স-২০২০’ প্রকাশ করা হয়েছে। ১৯৪টি দেশের সাইবার নিরাপত্তায় গৃহীত আইনি ব্যবস্থা, প্রযুক্তিগত দক্ষতা, সাংগঠনিক ব্যবস্থা, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা পরিস্থিতির বিবেচনা করে এ সূচক প্রকাশ করা হয়। এতে ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ ৮১ দশমিক ২৭ স্কোর পেয়ে ৫৩তম স্থানে উঠে এসেছে। আগের বছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৮তম। প্রকাশিত ওই সূচকে জানা গেছে, বাংলাদেশ, বেনিন, রুয়ান্ডা এবং তানজানিয়ার মতো বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে, যারা শক্তিশালী সাইবার নিরাপত্তা প্রতিশ্রুতিশীল অবস্থান দেখাতে পেরেছে। আইটিইউয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্ট পেয়ে প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৯৯ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য ও সৌদি আরব এবং ৯৯ দশমিক ৪৮ স্কোর পেয়ে তৃতীয় হয়েছে ইউ...

কোরবানি চামড়ার ন্যায্যদাম নিশ্চিত করবে সরকার

Image
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে আসন্ন কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। ন্যায্যদাম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কাঁচা চামড়ার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি এবং কাঁচা চামড়া সংরক্ষণ করতে হবে। এছাড়া দাম নিয়ে কারসাজি করা হলে অপরাধী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আসন্ন কোরবানির কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও অন্যান্য বিষয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চামড়াখাতের ব্যবসায়ীরা ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে কেনার কারসাজি করা হলে অভিযুক্ত ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। মহামারী করোনার এই সময়ে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে এবং ন্যায্যদামে চামড়া বেচাকেনায় স্টেক হোল্ডারদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়...

আফসান চৌধুরী: ধ্যানের শক্তিতে শূন্যে বসবাস ও মৃত্যু

Image
আফসান চৌধুরী: [১] পারিবারিক ইতিহাস থেকে বুঝেছি আমার বাবার দিকের পূর্বপুরুষের নারী-কেলেঙ্কারি ছিলো কম। তবে দুয়েকটা ঘটনার উল্লেখ পাওয়া যায়। তেমনি একজন আমার দাদার চাচা লেভেলে স্ত্রী থাকতে অন্য এক মহিলাকে বিয়ে করে। একটি বিবাহিত কন্যা ছিলো তাদের। সেই লোকের বাবা তাকে জমিদারিতে নিষিদ্ধ ঘোষণা করে এবং পুত্রবধূর দায়িত্ব নেয়। [২] পুত্রবধূ এর পরপরই ঘর থেকে বাইরে যাওয়া বন্ধ করে দেন এবং সারাদিন নামাজ কালামে ব্যস্ত থাকতেন। এক মহিলা ছিলো যে তার দেখা শোনা করতো। এছাড়া তিনি বের হতেন না এবং কারও সঙ্গে দেখা করতেন না। মেয়ের অনেক দূরে বিয়ে হয়েছিলো, বছরে একবারের বেশি দেখা হতো না। [৩] যে মহিলা তাকে দেখতেন তিনি একদিন শশুরকে জানান যে, সেই মহিলা চিল্লায় বসে মাটি থেকে ওপরে উঠে যেতেন। অর্থাৎ তিনি ধ্যানমগ্ন অবস্থায় ভাসমান থাকতেন। তার শশুর এই কথা শুনে বিভিন্ন আলেমদের সঙ্গে দেখা করেন। তারা জানান যে, ঐশী শক্তি এসেছে তার ভেতর, এই সময় যেন কেউ ডিসটার্ব না করে। তাই বিশেষ দারোয়ান বসানো হয় গেটে। [৪] তবে কাউকে কথাটা বলা হয়নি। একদিন, অনেকদিন পর মেয়ে মাকে দেখতে এসে, মা মা করে ঘরে ঢুকে যায়। তার মা তখন সাধনার শক্তিতে ছাদের ক...

চঞ্চল চৌধুরী: স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক

Image
চঞ্চল চৌধুরী: একটা সময় পর্দায় লেখা হতো সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ বা হুমায়ুন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ বা মামুনুর রশীদের নাটক বা মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ ব্লা ব্লা ব্লা…এরকম মেনে নিতে আপত্তি নেই। কারণ যার লেখা, তারই ডিরেকশান হলে এটা লেখা যায়। কিন্তু ইদানীং দেখি, দেশী বা বিদেশি ওটিটি প্লাটফর্ম গুলোতে শিল্পীর নামে লেখা হয়, অমুকের নাটক বা ওয়েব সিরিজ যেহেতু শিল্পীদেরকেই দর্শকরা বেশি চেনেন, সেই ব্যবসায়িক সুযোগ টা নেবার জন্য এরকম লেখা হচ্ছে। এবার বলুন তো, একটি নাটক বা সিনেমার মালিকানা কার? আসলে প্রডিউসারের। প্রচারের স্বার্থে যদি ডিরেক্টরের নাম যায়, তাও মেনে নেয়া যায়। যেমন গিয়াস উদ্দিনের সিনেমা ‘মনপুরা’ বা অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। কিন্তু যদি লেখা হয় চঞ্চল চৌধুরীর ‘তাকদীর’। আমি বলবো, এটা ঠিক নয়। ‘তাকদীর’ সৈয়দ শাওকী’র বা হৈ চৈ এর আমি এতে অভিনয় করেছি মাত্র। লিখলে এটুকুই লিখবেন,চঞ্চল চৌধুরী অভিনীত,‘তাকদীর’। যার যার প্রাপ্তি তার তার হোক। নাম বেঁচা বন্ধ হোক। স্টারের নাম ভাঙিয়ে প্রোডাকশন বিক্রি বা প্রচার বন্ধ হোক। নাটক বা সিনেমা টিম ওয়ার্ক। এটা মনে রাখলেই চলবে। ফেসবুক থেকে The post চঞ্চল চ...

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

Image
নিউজ ডেস্ক: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- দেবহাটার পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকার্ত (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। The post সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারি ব্যবসায়ী নিহত

Image
গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ভ্যান গাড়ির সংঘর্ষে আবু মিয়া (২৬) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী নিহত হয়েছে। [৩] মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবু মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘায়হাটি গ্রামের মহিউদ্দিনের ছেলে। [৪] জানা গেছে, গত সোমবার বিকেলে আশুগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সিলেট অভিমুখী একটি ট্রাকের সাথে একটি ভ্যান গাড়ির সংঘর্ষ হয়। ওই সময় আবু মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে এক পথচারী আবু মিয়াকে উদ্ধার করে অজ্ঞাত মনে করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন। [৫] হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আবু মিয়া আশুগঞ্জ শহরে ভাঙ্গারির ব্যবসা করতেন। সারাদিন বিভিন্ন এলাকায় ভ্যান নিয়ে ঘুরে বেড়াতেন। পুরনো টেলিভিশন, সব রকমের ইলেকট্রনিকস পণ্য, বোতল, প্লাস্টিকের জিনিসপত্র, পুরাতন রড, টিন, লোহা, স্টিল ও তামার পুরাতন দ্রব্য এমনকি কাগজ সংগ্রহ করতেন। সংগ্রহ করা এসব দ্রব্যাদি বিভিন্ন কোম্পানিত...

[১] ১ জুলাই থেকে প্রয়োজন ছাড়া বের হলেই কঠোর শাস্তি

Image
আনিস তপন: [২] বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। এ বিধিনিষেধ চলাকালে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। [৩] মঙ্গলবার (২৯ জুন) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। [৪] তথ্যবিবরণীতে বলা হয়, ‘কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।’ ‘এ সময় জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকর্তারা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ [৫] বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলেও এতে জানানো হয়। মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তথ্যবিবরণীতে সবাইকে অনুরোধ জানানো হয়। [৬] এর আগে গত সোমবার (২৮ জুন) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদে...

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা

Image
এমএস জাহান: যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর এই অনুমোদন দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (২৯ জুন) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়, উপহার হিসেবে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে মডার্নার যে ২৫ লাখ ডোজ টিকা দেবে তা আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে আসতে পারে। যুক্তরাষ্ট্র ওই টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। The post দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল মডার্নার টিকা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি

Image
শাহাবুদ্দিন ফারুকী: লকডাউন, শাটডাউন নাকি সাধারণ ছুটি। কি নামে ডাকি তোমায়। তবে যে নামেই ডাকা হোক, আসল কথা বিধিনিষেধ। ১ তারিখ থেকে সেই বিধিনিষেধটা হবে প্রকৃত অর্থেই কঠোর। ভাবার কোন কারন নেই যে এ কঠোরতা মানুষের বিরুদ্ধে, বরং নিজেকে নিরাপদ রাখতেই এ কঠোর বিধিনিষেধ। নামে যতই কঠোর হোক, কাজটা খুবই সিম্পল। এ কঠোর বিধিনিষেধ পালন করতে আপনাকে কোন কঠোর পরিশ্রম করতে হবে না। কাজ শুধু একটাই। ঘরে থাকুন। তবে যারা দিন আনে দিন খায়, তাদের জন্য টানা কতদিন ঘরে থাকা সম্ভব, সেটি একটি কঠিন প্রশ্ন। এ কঠোর বিধিনিষেধে যেহেতু সব কিছু বন্ধ থাকবে, বাইরে গিয়েও কাজ পাওয়ার সম্ভবনা কতটুকু, সেটিও একটি কঠিন প্রশ্ন। তারপরও প্রতিদিনের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাটা যেহেতু অ্যালারমিং, আবার ক’টা দিন ঘরে থাকি। সাহস রাখি আর হাসি-খুশী থাকি। পারলে অভাবগ্রস্ত নিকটজনকে সাহায্য করি। The post শাহাবুদ্দিন ফারুকী: আবার ক’টা দিন ঘরে থাকি appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

Image
মাহফুজুর রহমান: [২] সীমান্তবর্তী জেলা ঝিনাইদহে আক্রান্ত আর মৃত্যু দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। [৩] জেলার সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করে ১’শ ৪৪ টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে ৯৩ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৬৪ দশমিক ৫৮ ভাগ। [৪] এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ২’শ ২৬ জনে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ জানান, বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ৮৫ জন রোগি। তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। রোগীর চাপ সামলাতে করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। বাড়তি রোগীর কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টরা। সম্পাদনা: জেরিন আহমেদ The post [১] ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .