Posts

দেশব্যাপী সংক্রমণ, করোনামুক্ত স্বাভাবিক জীবনযাপনে বস্তিবাসী!

Image
নিউজ ডেস্ক: ১২ বছরের মোস্তাকিম পরিবারের সঙ্গে থাকে রাজধানীর কড়াইল বস্তিতে। করোনা মহামারির কারণে পড়াশোনা ছেড়ে এখন এই বস্তির বউবাজারে সবজি বিক্রি করে সে। তার পরিবারের কারো করোনা হয়েছিল কি না জানতে চাইলে হেসে কুটিকুটি হয়ে জানাল, ‘না’। শনিবার বিকেলে কড়াইল বস্তির কাঁচাবাজারটি ঘুরে দেখা গেল, একজন ক্রেতা-বিক্রেতার মুখেও মাস্ক নেই। শুধু বাজারের মধ্যেই নয়, পুরো বস্তির মধ্যে চলতি পথে মাত্র চার ব্যক্তিকে দেখা গেছে মাস্ক পরা। তবে তারা কেউই এখানকার বাসিন্দা নয়। বউবাজারের মুদি দোকানি কহিনুর বেগম জানালেন, তাঁর পরিবারে বা প্রতিবেশী কারোরই এখন পর্যন্ত করোনা হয়নি। এমনকি এই বস্তির কারো করোনা হয়েছে, এমন খবরও জানা নেই তাঁর। সরেজমিনে একই রকম চিত্র দেখা গেছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। হাজার হাজার মানুষ থাকলেও করোনা রোগী না থাকায় চলাচলে কোনো সতর্কতা নেই। সরেজমিনে কড়াইল বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা যায় তাদের করোনামুক্ত স্বাভাবিক জীবনের কথা। ৯ সদস্যের পরিবার নিয়ে কয়েক বছর ধরে বস্তিতে আছেন পঞ্চাশোর্ধ্ব বারেক। পেশায় রিকশাচালক। রিকশায় চড়ে যেতে যেতে কথা হয় বারেকের সঙ্গে। তিনি বলেন, ‘এই বস্তির কারোর করোনা ...

[১] দিল্লিতে বিবাহ অনুষ্ঠান ও জিমনেশিয়াম খোলার অনুমোদন

Image
সাখাওয়াত হোসেন: [২] মূলত কোভিডের দৈনিক সংক্রমণ নিম্নগতি হওয়ায় ভারতের দিল্লি রাজ্যে এ অনুমোদন দিয়েছে সরকার। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসনের একজন কর্মকর্তা। তবে জিমনেশিয়াম ও ইয়োগা কেন্দ্রে কোনোভাবেই ধারণ ক্ষমতার ৫০ শতাংশের চেয়ে বেশি মানুষ একসঙ্গে অনুশীলনে আসতে পারবে না। এনডিটিভি [৩] এছাড়া কমিউনিটি সেন্টারেও বিবাহ অনুষ্ঠান করার অনুমোদন দেওয়া হয়েছে। তবে শর্ত হচ্ছে, ৫০ শতাংশের অধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। কোভিড স্বাস্থ্যবিধি এতো শিথিল করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির চিকিৎসক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, এর ফলে কোভিড সংক্রমণ আবারো বেড়ে যেতে পারে। [৪] গত ২৪ ঘন্টায় ভারতের দিল্লি রাজ্যে ৮৫ জন কোভিড সংক্রমিত হয়েছে। এটি গত বছরের মে মাসের পরে সর্বনিম্ন সংখ্যা বলে জানেিয়ছে সরকার। এর আগে ১৪ জুন ও ২০ জুন মদের দোকান, রেস্টুরেন্ট ও সেলুন খোলার অনুমোদন দিয়েছিলো রাজ্য সরকার। The post [১] দিল্লিতে বিবাহ অনুষ্ঠান ও জিমনেশিয়াম খোলার অনুমোদন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] নিউ মেক্সিকোতে বেলুন দুর্ঘটনায় পাইলটসহ নিহত চার

Image
সাখাওয়াত হোসেন: [২] স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের আলবোকারকোতে একটি বেলুন ৩০ মিটার উড্ডয়নের পর মাটিতে পরে যায়। সঙ্গে সঙ্গে বেলুনটি ফেটে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো। এতে বেলুনের ঝুড়িতে থাকা একজন মহিলা ও পাইলটসহ চার জন নিহত হয়েছে। এছাড়া একজন গুরুতর আহত হয়েছে যার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। বিবিসি [৩] দেশটির ফেডারেল এভিয়েশন এ্যাডমিনিসট্রিশন(এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, মূলত বেলুনের গ্যাসে আগুন ধরার আগেই এটি একটি বৈদ্যুতিক লাইনের উপর পড়ে গিয়েছিলো। এতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঐ অঞ্চলের ১৩ হাজারেরও অধিক মানুষ এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। [৪] একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছে, এটি ছিলো খুবই হৃদয় বিদারক দৃশ্য। বেলুনের ঝুড়ির মধ্যে থাকা ব্যক্তিরা একদমই নড়তে পারছিলো না। পুলিশ জানিয়েছে, ন্যাশনাল সেইফটি বোর্ড ও এফএএ এই ঘটনার কারণ অনুসন্ধান করছে। The post [১] নিউ মেক্সিকোতে বেলুন দুর্ঘটনায় পাইলটসহ নিহত চার appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

কবরীর দায়িত্ব বর্তাল কিংবদন্তি নায়ক আলমগীরের ওপর

Image
নিউজ ডেস্ক: গত এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। ‘মিষ্টি মেয়ে’খ্যাত এই অভিনেত্রী শেষ জীবনে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে পদটি শূন্য হয়। এবার এই সংগঠনের সভাপতির দায়িত্ব পেলেন আরেক কিংবদন্তি নায়ক আলমগীর। দেশ রূপান্তর ২৬ জুন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন আলমগীর। সভাপতির নির্দেশক্রমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলমকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। গঠনতন্ত্রের ২৪ ও ২৬ ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৭৬ সালের ২৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠিত হলে পূর্ণাঙ্গ কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন আলমগীর। তিনি দীর্ঘদিন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। The post কবরীর দায়িত্ব বর্তাল কিংবদন্তি নায়ক আলমগীরের ওপর appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

বয়সে ছোট অভিনেতার সঙ্গে রোমান্স করবেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর!

Image
নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্স করতে যাচ্ছেন আরেক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর! কার্তিক শ্রদ্ধার চেয়ে চার বছরের ছোট হওয়া সত্ত্বেও রোমান্সে মাতবেন এই অভিনেত্রী। জানা যায়, ‘সত্যনারায়ণ কি কথা’ নামের সিনেমায় কার্তিকের সঙ্গে রোমান্স করবেন শ্রদ্ধা। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটির মাধ্যমে পরিচালক হিসেবে সমীর বিদ্বানসের অভিষেক হবে। বলিউড হাঙ্গামা ডটকম জানিয়েছে, সিনেমাটিতে কার্তিকের বিপরীতে শ্রদ্ধাকে নিতে চাইছেন নির্মাতারা। এ বিষয়ে এই অভিনেত্রীর সঙ্গে আলোচনাও করেছেন তারা। শ্রদ্ধাও আগ্রহে দেখিয়েছেন। যদিও এখনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি তিনি। একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘এখন পর্যন্ত মৌখিকভাবে সকল কথা শেষ হয়েছে, তবে চুক্তিপত্রে স্বাক্ষর হয়নি। শ্রদ্ধাকে উপযুক্ত মনে করা হচ্ছে। আর নতুন জুটি বাড়তি আগ্রহ তৈরি করবে। কার্তিক ও শ্রদ্ধাকে একসঙ্গে অনেক চমৎকার লাগবে। যদিও সিনেমার বেশির ভাগই কার্তিককে নিয়ে, তবে শ্রদ্ধার চরিত্রটিও গুরুত্বপূর্ণ।’ শ্রদ্ধা অভিনীত সর্বশেষ সিনেমা ‘বাঘি-থ্রি’। লাভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপ...

ঢাবির পরীক্ষা অনলাইনের মাধ্যমে, তারিখ নির্ধারণ রোববার

Image
নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সশরীরে পরীক্ষা নেওয়ার পরিবর্তে অনলাইনে নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিদের্শনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে, লকডাউনের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে কি-না, তা রবিবার মিটিংয়ের পর সিদ্ধান্ত জানানো হবে। অনলাইনে কোন পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে এ সংক্রান্ত একটি নির্দেশিকা ইতোমধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল নির্দেশনা অনুযায়ী তৈরী করে, তা সংশ্লিষ্ট অনুষদ এবং বিভাগগুলোতে পাঠানো হয়েছে। এর আগে ১ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল স্নাতক বিভিন্ন বর্ষ এবং স্নাতকোত্তরের পরীক্ষা জুলাই থেকে সশরীরে শুরু হবে। যদি লকডাউন বা করোনা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। ইতোমধ্যে গত রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সশরীরের পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু এখন তা স্থগিত রয়েছে। ৬ মে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েট ল্যাব বা হার্ডওয়্যার ল্যাব কেন্দ্রিক ব্যবহারিক পরীক্ষা ছাড়া সব পরীক্ষা অনলাইনেই নিতে হবে। এদিকে, কোভিড-১৯ সংক্রমণ ঠ...

[১ নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের ভাষ্কর্য সরিয়ে ফেলল কট্টর বর্ণবাদী গোষ্ঠী

Image
সাখাওয়াত হোসেন: [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের একটি ভাষ্কর্য উন্মোচন করার এক সপ্তাহ যেতে না যেতেই এমন বিদ্বেষপূর্ণ কাজ করলো দেশটির নব্য নাজি গ্রুপ। এছাড়া ভাষ্কর্যটি সরিয়ে সেখানে তাদের নামও লিখে দিয়েছে গ্রুপটি। এ গ্রুপটির নাম প্যাটরিয়ট ফ্রন্ট। এদেরকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হেইট গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয়। ইয়ন [৩] এর একদিন আগে জর্জ ফ্লয়েডের নিউ জার্সির আরেকটি ভাষ্কর্য সরিয়ে ফেলা হয়েছিলো। সেটিও এই গ্রুপের কাজ ছিলো বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, ভাষ্কর্য আক্রমণের বিষয়টি তারা তদন্ত করে দেখছে। মূলত ফ্লয়েডকে গলা চিপে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চভিনকে আদালত সাড়ে ২২ বছর জেল দেওয়ার পরে ক্ষিপ্ত হয়ে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গ্রুপটি এমনটি করেছে। [৪] এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিউ ইয়র্কের গভর্নর এ্যান্ড্রো কুমো এক টুইট বার্তায় বলেন, আমি স্পষ্ট বুঝতে পারছি, এটি নব্য নাজি গ্রুপেরই কাজ, আমি এই ঘটনা তদন্তে হেইট ক্রাইম টাস্ক ফোর্সকে আহবান জানাচ্ছি। The post [১ নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের ভাষ্কর্য সরিয়ে ফেলল কট্টর বর্ণবাদী গোষ্ঠী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

ককপিটে ঢুকতে ব্যর্থ হয়ে বিমান থেকে লাফ দিলেন এক ব্যক্তি

Image
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চলন্ত বিমান থেকে লাফ দিয়ে নিচে নেমে গেছেন এক ব্যক্তি। তার আগে ককপিটে ঢোকার জন্য কয়েকবার চেষ্টা করেন তিনি। এরপরই বিমানের দরজা খুলে জরুরি স্লাইডের মাধ্যমে লাফ দেন। খবর প্রকাশ ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ফেডারাল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাকে ট্যাক্সিওয়েতে আটক করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটটি সল্টলেক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফ্লাইট ক্রুরা জানান, বিমানটি রানওয়ের দিকে চলা শুরু করলে যাত্রীটি তার আসন থেকে উঠে পড়েন। এরপর জরুরি দরজা দিয়ে লাফিয়ে পরার আগে তিনি ককপিটের দরজায় আঘাত করেন। এদিকে, কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ওই ব্যক্তির এমন কাণ্ডের কারণ কী তা জানার চেষ্টা করছে। বিবিসি বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্লাইটে অনাকাঙ্খিত এমন ঘটনা ব্যাপকহারে বাড়ছে। চলতি বছরে এখন পর্যন্ত প্...

সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক

Image
সালেহ্ বিপ্লব, সাখাওয়াত হোসেন : স্বাস্থবিধি ভঙ্গ করে সহকর্মীকে চুমু খাওয়ায় তোপের মুখে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক পদত্যাগ করেছেন। বিবিসি করোনা নিয়ন্ত্রণের নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় শুক্রবার (২৫ জুন) ক্ষমা চেয়েছেন হ্যানকক। এর আগে দ্য সান ট্যাবলয়েডে দেখা গেছে, তিনি এক জ্যেষ্ঠ নারী সহযোগীকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন ও চুমু খাচ্ছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি দুঃখিত যে তার পদত্যাগপত্র গ্রহণ করতে হয়েছে। পদত্যাগপত্রে ম্যাট হ্যানকক বলেন, দেশ যখন করোনার বিরুদ্ধে লড়ছে, তখন আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমি ব্যক্তিগত জীবনে মনোযোগ দিতে চাচ্ছি। সংকট থেকে বেরিয়ে আসতে একাগ্রতার সঙ্গে কাজ করায় ব্যক্তিগত জীবনে বেশি খেয়াল রাখতে পারেনি। মহামারির বিরুদ্ধে ব্রিটিশ সরকারের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থেকে দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী ম্যাট হ্যানকক। লোকজনকে করোনার বিধি মানতে নিয়মিত উপদেশ দিয়ে আসছেন তিনি। এর আগে গত বছর একইভাবে করোনাবিধি লঙ্ঘন করায় এক জ্যেষ্ঠ বিজ্ঞানীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। করোনা নিয়ন্ত্রণের নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় শুক্রবার (২৫ জুন) ক্ষমা চেয়েছেন হ্যানকক। এর আগে দ্য সা...

আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে কি না দেখে নিন

Image
প্রযুক্তি ডেস্ক: মাইক্রোসফটের পক্ষ থেকে উইন্ডোজ ১১-এর ঘোষণা এসেছে ২৪ জুন। অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করাসহ বেশ কিছু নতুন সুবিধার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সঙ্গে জানানো হয়েছে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা বিনা মূল্যে নতুন অপারেটিং সিস্টেমে হালনাগাদ করতে পারবেন। মাইক্রোসফট বলছে, বাজারের বেশির ভাগ কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টল করা যাবে। অর্থাৎ সব নয়। আরেকটি ব্যাপার হলো, যাঁরা পুরোনো কম্পিউটার ব্যবহার করেন, তাঁদের বেলায় কী হবে? আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন কি না, তা আগেভাগেই জেনে নেওয়ার সুযোগ দিয়েছে মাইক্রোসফট। ছোট্ট একটি সফটওয়্যার নামিয়ে নিয়ে নিজেই তা জেনে নিতে পারেন। কাজটি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পিসি হেলথ চেক সফটওয়্যার নামিয়ে নিন। নামানো হলে ফাইলটি খুলে প্রথমে ব্যবহারের নীতিমালায় সমর্থন জানাতে হবে। এরপর ‘ওপেন পিসি হেলথ চেক’ বক্সে ক্লিক করে ‘ফিনিশ’ নির্বাচন করুন। সফটওয়্যারটির মূল পাতার শিরোনামে লেখা থাকবে ‘পিসি হেলথ অ্যাট আ গ্লান্স’। ওপরের দিকে ‘ইনট্রোডিউসিং উইন্ডোজ ১১’ লেখা বক্স দেখাবে। ...

[১] শেরপুরে এক দিনে করোনা রোগী শনাক্ত ৬৫ জন

Image
তপু সরকার হারুন: [২] শেরপুরে করোনার সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৪৯ ও নকলায় ১ জন, ঝিনাইগাতীতে ৫ জন , শ্রীবর্দীতে ৩ জন, নালিতাবাড়ীতে ৭, মুত্য ২ জন। সব মিলিয়ে জেলায় মোট শনাক্ত মানুষের সংখ্যা হলো ১ হাজার ২। এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শহরের কালীরবাজার এলাকার এক নারী (৩১) মারা গেছেন। [৩] শুক্রবার (২৬ জুন) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রাপ্ত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানাগেছে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরটিপিসিআর ও র্যা পিড অ্যান্টিজেন টেস্ট মিলিয়ে মোট ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ। সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, শেরপুরে করোনার সংক্রমণ আতঙ্কজনকভাবে বাড়ছে। ১ থেকে ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত মানুষের অধিকাংশই শেরপুর পৌর এলাকার বাসিন্দা। এই সময়ে মারা গেছেন ৫ জন। [৪] গত বছরের ৫ এপ্রিল...

এবার প্রাইম ব্যাংকের কার্ডেও ১০ ই-কমার্সে লেনদেন স্থ‌গিত

Image
নিউজ ডেস্ক: ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি অনলাইন মার্চেন্টে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন স্থ‌গিত করেছে প্রাইম ব্যাংক। এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এম‌টি‌বি), ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকও একই নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি ইউসিবি ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের এসব অনলাইন মার্চেন্টে লেনদেনের বিষয়ে সতর্ক করেছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো : ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। শ‌নিবার (২৬ জুন) প্রাইম ব্যাংক এক নি‌র্দেশনায় এ ১০টি অনলাইন মার্চেন্টের স‌ঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন সাম‌য়িক স্থ‌গিত করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ১৬২১৮ নম্বরে যোগাযোগ করতে বলা হ‌য়ে‌ছে। প্রাইম ব্যাংকের কল সেন্টা‌রে ফের‌দৌস না‌মে দা‌য়িত্বরত কর্মী বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে বৃহস্প‌তিবার (২৪ জুন) একই নি‌র্দেশনা দেয় এম‌টি‌বি ও ঢাকা ব্যাংক। গত বুধবার (২৩ জুন) গ্রাহকদের কাছে পাঠানো বার্তায় ব্যাংক এশিয়া জানায়, ‘টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়ার কার্ডে কিছু লোকাল ...

[১] রাউজান পৌরসভায় ১২টি ময়লা আবর্জনা ফেলার ভ্যান গাড়ি প্রদান

Image
শাহাদাত হোসেন : [২] পৌরসভার আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উপহার সরূপ ১২টি ভ্যান গাড়ি দিলেন মিমাস কর্পোরেশনের পরিচালক নুরুল আলম রহিম। [৩] শুক্রবার বিকেলে পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের হাতে ১২টি ভ্যান গাড়ির চাবিগুলো প্রদান করেন তিনি। [৪] এসময় উপস্থিত ছিলেন পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত, কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ৩য় প্যানেল মেয়র নাছিমা আক্তার, কাউন্সিলর শওকত হাসান, মহিলা কাউন্সিলর জেবুর নেছা, জান্নাতুল ফেরদৌস ডলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, মুহাম্মদ সাবের হোসাইন, মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ। The post [১] রাউজান পৌরসভায় ১২টি ময়লা আবর্জনা ফেলার ভ্যান গাড়ি প্রদান appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১]কানাডার মাটিতে দাঁড়িয়ে পোপের ক্ষমা চাওয়া উচিত, বললেন জাস্টিন ট্রুডো

Image
সুমাইয়া ঐশী: [২] চার্চ পরিচালিত স্কুলে শিশুদের দেহাবশেষ পাওয়ার ঘটনায় কড়া ভাষায় এ আহ্বান জানালেন কানাডার প্রধানমন্ত্রী। [৩] সম্প্রতি কানাডার চার্চ পরিচালিত দুটি সাবেক আবাসিক স্কুলে প্রায় ১ হাজার শিশুর দেহাবশেষ পাওয়া গেছে। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনায় ঐ সময় চার্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার এ আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। ইয়ন [৪] শুক্রবার সাংবাদিকদেরকে ট্রুডো বলেন, আমি ব্যাক্তিগত ভাবে পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলেছি। সেখানে আমি এনিয়ে তাকে তার ক্ষমা প্রার্থনার গুরুত্ব সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি তিনি কানাডার মাটিতে দাঁড়িয়ে এ ক্ষমা চাইলে এর গুরুত্ব যে আরো বেড়ে যাবে সে বিষয়েও বলেছি। ইউএস নিউজ [৫] ট্রুডো আরো বলেন, আমি জানি ঐ ক্যাথলিক চার্চের নেতারা এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। [৬] গত বৃহস্পতিবার কানাডার সাসকাচোয়ান প্রদেশের মারিভাল আবাসিক স্কুলে শিশুদের প্রায় ৭১৫টি অচিহ্নিত কবর পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ আগে আরো একটি স্কুলে পাওয়া যায় এমনই ২১৫টি কবর। এসব আবসিক স্কুল ফেডারেল সরকার ও চার্চ দ্বারা পরিচালিত হতো ১৮৩১ থেকে ১৯৯৬ সালের মধ্যে।...

আহমেদ কিশোর: জামিন বিড়ি

Image
আহমেদ কিশোর: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কোয়ারান্টাইন এর সময় আমাদের কাছে মানে আমার আর মুশতাক ভাইয়ের কাছে কোন টাকা পয়সা ছিলনা। প্রায় মাসখানেক পরে দু’হাজার টাকা আসে। আমরা এক প্যাকেট হলিউড আর এক কার্টন আবুল বিড়ি কিনে ভাগ করে টানি। সরকার আমাদের ততদিনে আবুল বলে স্বীকৃতি দিয়েছে! তার আগে কোয়ারান্টাইন এর সেবক জাহিদের কাছে বিড়ি চেয়ে খেতাম। জাহিদ অপলক চেয়ে থাকতে পারে। জাহিদের কাছে প্রায় বিড়ি পেলেও লাইটার পাওয়া যেতনা। এসময় একটা বিশ টাকার লাইটার একশো টাকায় কেনার কথা চিন্তাও করতে পারতাম না। বিড়ি হাতে সেলের ফাঁক গলিয়ে কারো উদ্দেশ্যে আগুন, ভাই একটু আগুন দ্যান বলে চিৎকার করতাম। মাঝে মাঝে গভীর রাতে আগুন চাইলে,আশেপাশের সেল থেকে কোরাস হতো-আগুন দে,আগুন দে! একটু আগুনের জন্য সামনের সেলে বিড়ি ছুড়ে দিতাম, সে শালারা তা ধরিয়ে দু’টান দিয়ে আবার এপাশে ছুড়ে দিতো। স্যান্ডেল হাতে ধরে,সেলের গারদের ফাঁকে দিয়ে বহু কায়দা করে সেই আগুন সহ বিড়ি টুকিয়ে সেল এ আনার পর প্রথমে দিতাম মুশতাক ভাইকে। বিড়ির পুটকি টানতাম আমি। জেলখানার অর্থনীতি তে বিড়ি,সিগারেট বিনিময়ের এক স্বীকৃত মাধ্যম। আবুল, আকিজ বিড়ি হরদম চলে। কারাগারে যেয়ে ...

[১] ‘ডেল্টা’ ভ্যারিয়েন্টে আক্রান্ত ইউরো কাপ ফুটবলের তিন দর্শক

Image
স্পোর্টস ডেস্ক: [২] বিশ্বজুড়ে করোনা সংক্রমণের মধ্যেই ইউরোয় দর্শক নিয়েই হচ্ছে মাঠের খেলা। তবে সম্প্রতি যা হয়েছে তাতে আয়োজকদের নড়েচড়েই বসার কথা। ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনমার্কের খেলা দেখতে এসে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিন ড্যানিশ দর্শক। [৩] গেল বৃহস্পতিবার (২৫ জুন) বেলজিয়ামের বিপক্ষে ডেনমার্কের খেলায় খেলা দেখতে এসেছিলেন তারা। সেখান থেকে ফিরেই পেয়েছেন দুঃসংবাদ। এর ফলে ৪০০০ দর্শককেও পড়তে হচ্ছে করোনা পরীক্ষার মুখে। [৪] ড্যানিশ এজেন্সি ফর পেশেন্ট সেইফটির ব্যবস্থাপক অ্যানে লেইকে পেত্রি জানিয়েছেন, ‘এই তিনজন আক্রান্ত যারা খেলা দেখতে এসেছিলেন, তাদের নিবিড় যোগাযোগ হয়েছে যাদের সঙ্গে, তাদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে যাদের, তাদেরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। [৫] আঁতকে ওঠার মতো খবর হচ্ছে, এই তিনজন আক্রান্ত হয়েছেন ভিন্ন ভিন্ন জায়গা থেকে, ফলে আরও বড় আক্রান্তের খবর আসার প্রমাদও গোণা হচ্ছে ভালোভাবেই। এর ফলে তাদের বসার জায়গা আর হলওয়েতে পরে যারা গিয়েছেন, সেই ৪০০০ দর্শককেও পরীক্ষার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজেন্সিটি জানিয়েছে, এখন পর্যন্ত ড্যানিশদের মাটিতে হওয়া খেলাগুলো থ...

[১] বড় ভাই সেতুমন্ত্রীকে আসামি করার হুমকি দিলেন আবদুল কাদের মির্জা

Image
সমীরণ রায়:[২] শনিবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে আর একটা মায়ের বুক খালি হলে প্রধান আসামি হবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। [৩] তিনি আরও বলেন, কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে ১ নম্বরে আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, ২ নম্বরে আসামি করা হবে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, ৩ নম্বরে একরাম চৌধুরী, ৪ নম্বরে নিজাম হাজারী, ৫ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ৬ নম্বরে নোয়াখালী ডিসি, ৭ নম্বরে নোয়াখালীর এসপি, ৮ নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, ৯ নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ১১ নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যন্ডকে আসামি করা হবে তারপরে অন্যান্যদেরকে। [৪] স্থানীয় রাজনীতির বিভিন্ন ইস্যুতে দলীয় প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধের ঘটনায় স¤প্রতি দুটি সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে। এমন পরিস্থিতিতে ৩১ মার্চ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন কাদের মির্জা। পদত্যাগের ৪৫ দিনের মাথায়...

ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা

The post ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত সেনা প্রধানের শ্রদ্ধা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] ইউরো ফুটবলের সেরা ষোলোর লড়াইয়ে আজ দুটি ম্যাচ

Image
স্পোর্টস ডেস্ক: [২] গ্রুপ পর্ব থেকে নিজ নিজ যোগ্যতায় ইউরো ফুটবলের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে দলগুলো। তাদের নিয়ে আজ শনিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে সেরা ষোলোর লড়াই। [৩] কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ের প্রথম ম্যাচে ওয়েলসের মুখোমুখি হবে ডেনমার্ক। নেদারল্যান্ডের আর্মস্টারডামে দুদলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। [৪] ‘এ’ গ্রুপের খেলায় তিন ম্যাচে একটি করে হার-ড্র-জয় নিয়ে ৪ পয়েন্ট অর্জন করে ওয়েলস। তাতেই গ্রুপ রানারআপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে গ্যারেথ বেল বাহিনী। অন্যদিকে ডেনমার্কও হয়েছে গ্রুপ রানারআপ। ‘বি’ গ্রপে মাত্র একটি জয় নিয়েই গোল ব্যবধানে এগিয়ে থাকায় ৩ পয়েন্টে সরাসরি সেরা ষোলোর জায়গা নিশ্চিত হয় ডেনিশদের। [৫] এদিকে শনিবার মধ্যরাতে সেরা ষোলোর আরেকটি ম্যাচ রয়েছে। সেরা আটে উঠার লড়াইয়ে এ ম্যাচে ইতালির মোকাবেলা করবে অস্ট্রিয়া। গ্রুপ ‘এ’ তে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে অস্ট্রিয়া। – গোল ডটকম The post [১] ইউরো ফুটবলের সেরা ষোলোর লড়াইয়ে আজ দুটি ম্যাচ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM...

[১] রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু

Image
রাজশাহী প্রতিনিধি: [২] শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। [৩] শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৮ ও উপসর্গে ৯ জন মারা গেছেন। পুরুষ ৮ ও নারী ৯ জন মারা গেছেন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে। [৪] তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও নওগাঁর দুইজন ও নাটোরের দুইজন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর একজন ও নওগাঁর একজন। অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন। [৫] গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৪৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩১ জন। [৬] গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ...

[১] যুক্তরাষ্ট্রে যুদ্ধের চেয়ে কোভিডে বেশি মানুষ মারা গেছে বললেন বাইডেন

Image
রাশিদুল ইসলাম : [২] নর্থ ক্যারোলিনার মানুষকে করোনভাইরাসের টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য বৃহস্পতিবার ওই অঙ্গরাজ্য সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেখানেই তিনি বলেন বিগত এক শতাব্দির সকল যুদ্ধের চেয়ে কোভিডে আক্রান্ত হয়ে বেশি মার্কিন নাগরিক মারা গেছে। বিগত এক শতাব্দির যুদ্ধের নাম বলতে গিয়ে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কথাও উল্লেখ করেন যা কখনোই ঘটেনি। প্রেসটিভি [৩] নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে বাইডেন বলেন আমরা যুক্তরাষ্ট্রে প্রায় এক বছর সময়ে ছয় লাখের বেশি মানুষকে হারিয়েছি। তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক, ইরান ও আফগানিস্তানসহ বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে তার সবগুলোতে নিহত মানুষের চেয়ে এই সংখ্যা বেশি। বিংশ শতাব্দি এবং একবিংশ শতাব্দির বড় যুদ্ধগুলোতে যত মানুষ মারা গেছে তার চেয়ে এক বছরে বেশি মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। [৪] ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পর থেকে বিগত ৪২ বছর ধরে ইরানের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করলেও ইরানের বিরুদ্ধে কখনোই যুক্তরাষ্ট্রের বড় ধরনের যুদ্ধ বা প্রাণহানি হয়নি। [৫] মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য সামাজি...

[১] নতুন স্বপ্ন নিয়ে লঙ্কা সফরের জন্য তৈরি ভারতের নতুন টিম ইন্ডিয়া

Image
স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন অতীত। নতুন করে নতুন পথে হাঁটতে প্রস্তুত নতুন টিম ইন্ডিয়া। রবি শাস্ত্রী ও বিরাট কোহলিদের টিম ইন্ডিয়ার পরে এবার সকলের নজর রাহুল দ্রাবিড় ও শিখর ধাওয়ানদের টিম ইন্ডিয়ার দিকে। ভারতের আসন্ন শ্রীলঙ্কা সফরের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। [৩] আগামী ১৩ই জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ভারতের সাদা বলের সিরিজ। যেখানে ভারত ও শ্রীলঙ্কা একে অপরের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ খেলবে। তার জন্য মুম্বইয়ের টিম হোটেলে ১৪ দিনের কোয়রিন্টাইন রয়েছে ভারতের আরও একটি দল। যারা সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কা রওনা হবে। [৪] বিরাট কোহলিরা যখন ইংল্যান্ডের মাটিতে, তখন শ্রীলঙ্কা সফরের জন্য শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতের এই দল মুম্বইয়ের টিম হোটেল জিম পর্ব সারছেন, এবং ক্রিকেটাররা নিজেদেরকে ফিট রাখছেন। শিখর ধওয়নের নেতৃত্বে বেশ কিছু নতুন মুখকে খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার এই সফরে। সেই তরুণ তারকারা এবার জিমে অনুশীলন করতে নামলেন দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়ারা। প্রথমবার ভারতের জার্সি পেয়ে কতটা উচ্ছ্বসিত সেটা নিজেদের মুখেই জানালেন...

করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু

Image
ডেস্ক রিপোর্ট : নগরের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকালে তিনি মারা যান। বিষয়টি জানিয়েছেন হাসপাতালের গভর্নিং বডির ভাইস প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন। মারা যাওয়া চিকিৎসকের নাম দিনার জেবিন। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। এস এম মোরশেদ হোসেন বলেন, ‘তিন সপ্তাহ আগে জেবিন করোনা আক্রান্ত হন। আক্রান্ত হওয়ার পর একদিন আমাদের (মা ও শিশু হাসপাতাল) হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তার পরিবার তাকে নগরের ম্যাক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান। বাদ জুমা দেওয়ানহাট ফায়ার ব্রিগেডের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি আরও বলেন, ডা. দিনার জেবিন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। যে কারণে তার শরীরের ইমিউনিটি কম ছিলো। অন্তঃসত্ত্বা থাকার কারণে করোনার সব ওষুধও তার ওপর প্রয়োগ করা সম্ভব হয়নি। তিনি মারা যাওয়ার পেছনে এটি কারণ বলে মনে করছি। বাংলা ট্রিবিউন The post করোনায় অন্তঃসত্ত্বা চিকিৎসকের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগে রাজধানীর ৮৪ শতাংশ ট্রাফিক পুলিশ সদস্য

Image
নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্য আমিনুল ইসলাম (প্রকৃত নাম নয়)। ১০ বছরের চাকরিজীবনের শুরুতে জেলা পর্যায়ে কাজ করার পর চার বছর আগে বদলি হয়ে আসেন রাজধানীতে। দিনের লম্বা সময় ধুলাবালি আর রোদ-বৃষ্টির মধ্যে সড়কে দায়িত্ব পালন করতে গিয়ে শ্বাসপ্রশ্বাসজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। তার ভাষ্যে, ‘চাকরিতে যোগদানের পর থেকেই কাশি-কফসহ কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে ঢাকায় আসার পর থেকে এ সমস্যা বহুগুণ বেড়ে গেছে।’ গবেষণার তথ্য বলছে, রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনরত ৮৪ শতাংশ ট্রাফিক পুলিশ সদস্যই শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যায় ভুগছেন। ‘ট্রাফিক এয়ার পলিউশন অ্যান্ড রেসপিরেটরি হেলথ: অ্যা ক্রস-সেকশনাল স্টাডি অ্যামং ট্রাফিক পুলিশ ইন ঢাকা সিটি (বাংলাদেশ)’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি জার্নাল অব মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চে এ গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গবেষক দল রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্বরত ৩৮৪ জন ট্রাফিক পুলিশ সদস্যের কাছ থেকে শ্বাসতন্ত্রের সমস্যা-সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে। ...

হুইস্কি পানের প্রস্তাবে পরিচালকের ওপর ক্ষুব্ধ মারিয়া মিম

Image
অনলাইন ডেস্ক: মিটিংয়ের নামে হুইস্কি পানের প্রস্তাব পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। সম্প্রতি অজ্ঞাত এক পরিচালকের দিকে অভিযোগের আঙুল তুললেন তিনি। নিজের ফেসবুক ওয়ালে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি। ওই পরিচালককে উদ্দেশ্য করে বলেছেন, ‘তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে?’ ঘটনাটি বিস্তারিত লিখেছেন মারিয়া মিম। লিখেছেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর দুই চারটা কাজ করে নিজেকে সেই লেভেল এর ডিরেক্টর ভাবে, মিটিং এর নামে বলে হুইস্কি খাবা? ওনার নাকি চরিত্রই এমন সবার সাথে প্রেম করে বেড়ায়। যা হোক ভাই, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রোজেক্ট করে খুব (!) ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’ বিষয়টি নিয়ে মিমের সঙ্গে যোগাযোগ করে পরিচালকের নাম জানতে চাইলে তিনি আপাতত নাম প্রকাশ করতে চান না বলে জানান। তবে তিনি আশা করেন যতটুকু বলেছেন তাতেই হয়তো তাদের শিক্ষা হবে। পরে আরেক পোস্টে এই উঠত...

এএসপির পরিচয়ে বিয়ে করা যুবক বিক্রি করেন বাদাম

Image
নিউজ ডেস্ক: মুঠোফোনে যোগাযোগ। এরপর নিজেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে কলেজছাত্রীর (১৭) সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এক যুবক। টানা দেড় বছর ধরে মুঠোফোনে যোগাযোগ চালিয়ে যান। একপর্যায়ে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। কিন্তু এক সপ্তাহের মাথায় জানা যায় তিনি ফেরি করে বাদাম বিক্রি করেন। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রাম থেকে আবদুল আলিম (৩২) নামের ওই যুবককে আটক করে পুলিশ। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঢাকিয়াপাড়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। প্রতারণার মাধ্যমে বিয়ে করে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রীর সঙ্গে আলিমের মুঠোফোনে যোগাযোগ হয়। ওই সময়ে তিনি নিজেকে পুলিশের এএসপি পরিচয় দেন এবং রংপুর রেঞ্জে কর্মরত বলেন। নিজের নাম বলেন রাসেল (৩২) এবং বাসা রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। এরপর মুঠোফোনে ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ...

ব্রাত্য রাইসু: খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা

Image
ব্রাত্য রাইসু: নোয়াম চমস্কির মতো অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবীরা আমেরিকার সম্পদ। এরা মানবতার বিপক্ষের একটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি শক্তিশালী করণে ভালো ভালো কাজ কইরা যান। কিন্তু ভাবতে হবে, কেনো মার্কিন প্রশাসন তাদেরকে কিছু বলে না? এমনি এমনি? চমস্কিদের সৎ, উদার ও মানবতাবাদী কাজকর্ম শেষ পর্যন্ত আমেরিকার মানবতা বিরোধী অবস্থানকে কম মানবতা বিরোধী অবস্থান হিসাবে চিহ্নিত হইতে সাহায্য করে। অর্থাৎ তারা খারাপ কাজের ফিল্টার হিসাবে কাজ করেন। তাতে মার্কিন প্রশাসন খারাপ ভাবে চিহ্নিত হইলেও রাষ্ট্র বা দেশ হিসাবে আমেরিকা ভালো ও সুন্দর, উজ্জ্বল ও গৌরবের দেশ থাইকা যায়। খুনিদের দেশে বিবেকের চাকরি করেন চমস্কিরা। আপনি খুন করবেন, খুনের সমালোচনার জন্যে চমস্কিদের রাখবেন। তখন যেহেতু খুনের প্রতিবাদ হইতেছে সুতরাং খুন তেমন খুন মনে হবে না আর বিশ্বের চোখে। চমস্কিরা মূলত আমেরিকাকে কসাই না হইতে দিয়া নরম মধুর বখে যাওয়া খুনি হিসাবে প্রতিভাত হইতে সাহায্য করেন। চমস্কির অ্যাকটিভিজমের অবস্থা অনেকটা শাহবাগে গণজাগরণ মঞ্চে সরকারের সহায়তায় সরকার বিরোধিতার মতো অবস্থা। কতো সত্য কথা বললেন, কতো তথ্য ফাঁস করলেন তাতে কিছুই যায় আসে না। য...

ফিরোজ আহমেদ: মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে

Image
ফিরোজ আহমেদ: বিনা তথ্য-প্রমাণে শাট ডাউন অযৌক্তিক, অমানবিক। আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসার কোনো ন্যূনতম ব্যবস্থা আসলে নেই। অক্সিজেন দেয়ারও সামর্থ্য সরকারের নেই। আজকের প্রথম আলোতেই তেমন একটা প্রতিবেদন আছে। আইসিইউতে ভর্তির সুযোগ পাচ্ছে না মানুষ। অথচ আক্রান্তের সংখ্যা এখনো চরম সময়ের দিল্লী, লক্ষ্মৌ কিংবা কলকাতার প্রতিদিনের আক্রমণের চাইতে কম। ইতালি বা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের সাথে আদৌ তুলনীয় নয়। তাহলে কেনো এখনই হাসপাতাল ভেঙে পড়ছে? কারণ আপনাদের কোনো প্রস্তুতি নেই, দেড় বছর চলে গেলেও। ওদিকে শাট ডাউন মানে দেশটাকে একটা কারাগার বানিয়ে সমস্যাকে চাপা দেয়ার চেষ্টা করা। তাদেরকে চোখের আড়ালে মরতে দেয়া। নিজেদের পর্বত প্রমাণ ব্যর্থতাকে লুকোবার জন্য মরিয়া হয়েই তারা এই কাজ করছে। মানুষ গুমের মতই এবার সত্য গুম হয়ে যাবে শাট ডাউনে। এতো সোজা! টিকা দেয়ার নাম নাই, শাট ডাউনের গোঁসাই! বরং আক্রান্ত জেলাগুলোতে বিনামূল্যে সকল দরিদ্র মানুষকে খাবার দিন। সেগুলোকে বিচ্ছিন্ন করুন। খাবারের নিশ্চয়তা থাকলে মানুষ বাইরে যাবে না। বাকি জেলাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করুন। বাকি সর্বত্র মানুষকে কাজ করতে দিন। জীবিকা ন...

[১] তিন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু

Image
হ্যাপি আক্তার: [২] গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী ১৪, ‍কুষ্টিয়ায় ৭,  সাতক্ষীরা  ৭ জন জন মারা গেছেন। [৩] বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (২৫ জুন) সকাল ৮টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। [৪] রাজশাহীতে যে ১৪ জন মারা গেছেন তাদের মধ্যে পাঁচজন করোনায় এবং নয়জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪, নওগাঁর ৩ ও নাটোরের একজন বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। এ নিয়ে মোট ২৭৯ জনের মৃত্যু হলো। [৫] হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৪০০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ১১৯ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৭৫ শতাংশ। [৬] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। The post [১] তিন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২৮ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] লজ্জার হার বিরাটদের, ভনের খোঁচা সহ্য করতে হচ্ছে ভারতীয় সমর্থকদের

Image
স্পোর্টস ডেস্ক : [২] সুযোগ পেলেই বিরাট কোহলির ভারতকে কটাক্ষ করতে ছাড়েন না প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। এবার তো সেই সুযোগটা বিরাটের ভারতই ভনের হাতে তুলে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর আগে থেকেই ভারতকে নিয়ে কটাক্ষ করে চলেছিলেন ভন। আর ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারার পর ভন যেন হাতে স্বর্গ পেয়েছে। ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই ভনের খোঁচা শুরু হয়ে গিয়েছে। [৩] ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে বুধবারই (২৩ জুন) একটি টুইট করেছেন ভন। সেখানে তিনি লিখেছেন, আমার মনে হয়, হাজার হাজার ভারতীয় সমর্থকদের কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। কারণ টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনালে নিউজিল্যান্ড জিতবে, এই ভবিষ্যদ্বাণী করার জন্য। [৪] পুরো টুইটেই বিদ্রুপ মিশে রয়েছে। আসলে বহু আগে থেকেই ভন দাবী করেছিলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিউজিল্যান্ডই জিতবে। বিরাট কোহলির চেয়েও অনেক এগিয়ে রয়েছেন কেন উইলিয়ামসন। তার এই ভবিষ্যদ্বাণী নিয়ে অনেক বিতর্কও হয়েছে। [৫] আখেরে ভনের ভবিষ্যদ্বাণী যে একেবারেই সঠিক ছিল, সেটা বিরাটরাই প্রমাণ করে দিয়েছেন। ভারতীয় ব্য়াটসম্যানদের জঘন্য পারফরম্যান্সের পাশাপাশি বিরাটের অধিনায়ক...

[১] অবশেষ বিয়েটা সেরেই ফেললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা

Image
স্পোর্টস ডেস্ক : [২] বিয়ে করলেন অ্যাডাম জাম্পা। তার বিয়ের ছবি হল ভাইরাল। এর আগে করোনাভাইরাসের কারণে একবার নয়, দু’বার তাদের বিয়ে পিছিয়ে গিয়েছিল। লকডাউনের কারণেই জাম্পাকে তার বিয়ের পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল। গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই তার বিয়ে করার কথা। কিন্তু করোনার কারণে বার বার পিছিয়ে গেছে। [৩] জাম্পার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারই বিয়ের দায়িত্বে থাকা এক বিবাহ আয়োজক সংস্থা। তাদের থেকেই জাম্পার বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। – হিন্দুস্তানটাইমস The post [১] অবশেষ বিয়েটা সেরেই ফেললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

বাসায় যে জায়নামাজ, কোরআন আর নামাজের ঘর আছে সেটা দেখেন না’

Image
বিনোদন ডেস্ক : ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করে হঠাৎ আলোচনায় আসা চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুক পেজে লিখেছেন, ‌‌‘টুপ কইরা কথায় কথায় চরিত্র হাতাইতে আসেন! বাসার মধ্যে মদের খালি বোতলের শোপিস দেইখা চরিত্র বুইঝা ফেলেন কেমনে বলেন তো!? বাসায় যে জায়নামাজ, কোরআন, নামাজের ঘর আছে সেইটা কেন দেখতে পাইলেন না আপনে! বৃহস্পতিবার সন্ধ্যায় স্মৃতি পরীমনি নামে একটি ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে সেটি তার ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করেন। সেখানে তিনি ‘সরি’ লিখে এ স্ট্যাটাস দেন। তিনি কাউকে উদ্দেশ্য করে এ স্ট্যাটাস দিয়েছেন। তবে কার উদ্দেশ্যে দিয়েছেন তা স্পষ্ট করেননি। ঢালিউড নায়িকার এ স্ট্যাটাস পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো- ‘সমস্যা হইলো … আমি মাইয়া লোক কিন্তু লুতুপুতু মাইয়া টাইপ আচরন করি নাই আপনার সাথে, ঘইটা গেল সমস্যা! চিকন সুরে ভাইয়া ভাইয়া করিনাই আপনারে, বিশাল সমস্যা! কাজের ফাঁকে আলগা রসের পিরিতের আলাপ করি নাই, ব্যাস এইতো সমস্যা! কাজে মত প্রকাশের অধিকার দেখাইছি, তাতেই সমস্যা! আপানার চোক্ষের সামনে আরো পাঁচ-দশ জনের মতো না হারাইয়া যাইয়া দিন দিন ক্যারিযার বানাইতেছি, নাম কামাইতেছি..এইখানে হইয়া গেল সমস্...

নির্ধারিত সময়েও ৩৩ জেলায় আহ্বায়ক কমিটি গঠন করতে পারেনি বিএনপি 

Image
যুগান্তর: সাংগঠনিক জেলাগুলোতে আহ্বায়ক কমিটি নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি। গত ২ বছরে ৩৩ জেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর প্রতি নির্দেশনা রয়েছে ৩ মাসের মধ্যে অধীন থানা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করতে হবে। এরপর কাউন্সিলের মাধ্যমে জেলা কমিটি গঠনের মধ্যদিয়ে আহ্বায়ক কমিটির দায়িত্ব শেষ হবে। কিন্তু দুটি জেলা বাদে সবগুলোই কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করেছে। নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত সব পর্যায়ের কমিটি গঠনের কাজ শেষ করতে পারেনি তারা। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-গ্রুপিংয়ের মূল কারণ বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। এসব নিয়ে ক্ষুব্ধ দলটির হাইকমান্ড। জানা যায়, তৃণমূলকে গতিশীল ও শক্তিশালী করতে সাংগঠনিক জেলাগুলোতে আহ্বায়ক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয় দলটির হাইকমান্ড। অভিযোগ রয়েছে, ঘোষিত আহ্বায়ক কমিটির বেশ কয়েকটি জেলার শীর্ষ নেতারা পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সেখান থেকেই দায়িত্বপ্রাপ্ত জেলার উপজেলা-থানা-ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করছেন; যা স্থানীয় নেতারা ভালোভাবে নিচ্ছেন না। তৃণমূল নেতাদের অভিযোগ, আহ্বায়ক ও সদস্য সচিব বা ১ নম্বর যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ পদ নিয়ে আর জেলায় যান না...

[১] ভারতে গঙ্গার পানিতে ভাসছে গণকবরের লাশ

Image
রাকিবুল আবির: [২] বর্ষার বৃষ্টিপাতে গঙ্গা নদীর পানি বাড়তে থাকায় নতুন সঙ্কটে পড়ে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ শহর কর্তৃপক্ষ। পানি বাড়তে থাকায় নদীর তীরের বালু সরে গিয়ে বেড়িয়ে আসছে গণকবর। এনডিটিভি [৩] এক সাংবাদিকের গত দুই দিনের ধারণকৃত চিত্রে দেখা যায় পানিতে ভেসে যাচ্ছে মরদেহ, যা উদ্ধার করে এক জায়গায় জড়ো করছে কর্তৃপক্ষ। [৪] ধারণা করা হচ্ছে, এ গণকবরগুলো করোনায় মারা যাওয়া মানুষের। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে গত মে মাসে উত্তর-প্রদেশ ও বিহারে গঙ্গায় মৃতদেহ ভাসতে দেখা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই চিত্র উঠে আসলে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। [৫] বুধবার প্রয়াগরাজে তোলা একটি ছবিতে সাদা গ্লাভস পরিহিত একটি মৃতদেহের হাত আটকে রয়েছে। আরেকটি ছবিতে দেখা যায়, কাপড়ে মোড়ানো একটি লাশ ভেসে যেতে। গত ২৪ ঘণ্টায় ৪০টি মরদেহ উদ্ধার করে শহর কর্তৃপক্ষ। The post [১] ভারতে গঙ্গার পানিতে ভাসছে গণকবরের লাশ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

ঢাকার জলাবদ্ধতা, অভিযোগ দায়িত্বপ্রাপ্ত ৬ সংস্থার বিরুদ্ধে

Image
ইনকিলাব: রাজধানী ঢাকার পানিবদ্ধতার চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে। সামান্য বৃষ্টিপাতেই এই শহরের প্রায় দুই-তৃতীয়াংশ তলিয়ে যায়। বর্ষায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ। টানা কিছুক্ষণ বৃষ্টি হলেই ডুবে যায় প্রায় পুরো শহর। সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে হাঁকডাক দেওয়া হলেও কার্যত সমস্যার সমাধান হয় না। ঢাকার পানিবদ্ধতা নিরসনের নামে প্রতিবছর ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ করে দুই সিটি করপোরেশন। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নগর বিশেষজ্ঞরা ঢাকার পানিবদ্ধতার জন্য অনেক কারণের মধ্যে প্রধানত তিনটি কারণ চিহ্নিত করছেন। এ কারণগুলো হলো, অপরিকল্পিত নগরায়ন, পলিথিন বন্ধ না হওয়া ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাব এবং ঢাকার চারপাশের নদীগুলো ভরাট হওয়া। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা শহরের সবচেয়ে সমন্বয়হীন অবহেলিত একটি খাত হচ্ছে পানিবদ্ধতা নিরসন। ছয়টি সংস্থা ও বেসরকারি আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে পানিবদ্ধতা নিরসনের কাজ হওয়ার কথা। কিন্তু সংস্থাগুলো ঠিকমতো কাজ করে না। এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের ওপর দায় চাপায়। কাজের কাজ কিছুই হচ্ছে না। পানিবদ্ধতার জন্য নগরবাসীর দুর্ভোগ বেড়েই চলছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই মহানগরীতে এখন প্রা...

[১] এক সপ্তাহে ঢাকায় সংক্রমণ বেড়েছে ১১৪ শতাংশ [২] হাই রিস্কে রয়েছে ৪০ জেলা

Image
শিমুল মাহমুদ : [৩] ১৪ থেকে ২০ জুন- এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার (২২ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে সব বিভাগে নতুন শনাক্তের হার বেড়েছে। [৪] প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বাংলাদেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে (গত এক সপ্তাহে) সংক্রমণের দিক দিয়ে ঢাকা বিভাগের পরের অবস্থানেই রয়েছে রংপুর বিভাগ, সেখানে সংক্রমণ বেড়েছে ৮৬.৭ শতাংশ। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, শনাক্ত বেড়েছে ৬১.৯ শতাংশ। বরিশাল বিভাগে ৪৯.৬ শতাংশ, খুলনা বিভাগে ৪৯.৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৪২.২ শতাংশ, সিলেট বিভাগে ২০.৬ শতাংশ এবং রাজশাহী বিভাগে শনাক্ত বেড়েছে ১২.৯ শতাংশ। [৫] বিশেষজ্ঞদের কেউ কেউ বর্তমান পরিস্থিতিকে করোনার থার্ড ওয়েভ বললেও অনেকে বলছেন, দ্বিতীয় ঢেউয়ের পরিধি বেড়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব   The post [১] এক সপ্তাহে ঢাকায় সংক্রমণ বেড়েছে ১১৪ শতাংশ [২] হাই রিস্কে রয়েছে ৪০ জেলা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

বিশ্বের সবচেয়ে সুন্দর সিনেমা হলগুলো এক নজরে

Image
নিউজ ডেস্ক: বিশ্বে অনেক প্রেক্ষাগৃহ রয়েছে, যেখানে সিনেমা দেখার পাশাপাশি হলের নান্দনিকতাও উপভোগ করতেও যান দর্শকরা। এমনই ১০ সিনেমার হল নিয়ে সাজানো হয়েছে লেখাটি। এলগিন অ্যান্ড উইন্টার থিয়েটার, টরন্টো কানাডার ওন্টারিও অঙ্গরাজ্যের টরন্টো শহরে অবস্থিত এলগিন অ্যান্ড উইন্টার থিয়েটার। এটি ১৯১৩ সালে যাত্রা শুরু করে। যার দুটো অংশ রয়েছে। এলগিন অংশের আয়তন ২১৪৯ মিটার এবং উইন্টারের ১৪১০ মিটার। বর্তমানে এটি ওন্টারিও হেরিটাজ ট্রাস্টের মালিকানাধীন রয়েছে। এখানেই অনুষ্ঠিত হয় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল।   পাথে তুশিনস্কি থিয়েটার, আমস্টারডাম নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে অবস্থি পাথে তুশিনস্কি থিয়েটার। ১৯১৯ সালে এর নির্মাণ কার্যক্রম শুরু হয় এবং ১৯২১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এর স্থপতি হিজম্যান লুইস ডে জং।   অলিম্পিয়া মিউজিক হল অলিম্পিয়া মিউজিক হলে গানের অনুষ্ঠান হয়। অনেকে আবার এখানে গানের রেওয়াজও করেন। মাঝেমধ্যে অনেক শিল্পী এখানে কনসার্টের আয়োজন করেন। তাতে অনেক সঙ্গীতপ্রিয় মানুষ আসে ও আনন্দে মেতে ওঠে। এটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত। ১৮৮৯ সালে তৈরি হয় এবং ১৯৯৭ সালে পুনঃনির্ম...

[১] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলী মারা গেছেন

Image
সালেহ্ বিপ্লব : [২] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে। [৩] বরেণ্য এ শিক্ষাবিদ ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। [৪] তিনি  বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের  সদস্য এবং তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক ছিলেন তিনি। [৫] শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। The post [১] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলী মারা গেছেন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

Image
অনন্যা আফরিন: [২]   রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। [৩] এরমধ্যে করোনায় আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। এ পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। [৪] বুধবার (২৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।জাগো নিউজ ২৪ The post [১] রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .