Posts

ইউরোপের কিছু ফ্লাইট আটকে দিল রাশিয়া

Image
ডেস্ক রিপোর্ট : মধ্য আকাশ থেকে উড়োজাহাজ ঘুরিয়ে নিয়ে ভিন্নমতালম্বী এক সাংবাদিককে গ্রেপ্তার করার জেরে বেলারুশের সঙ্গে আকাশপথের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করেছে ইউরোপের বেশির ভাগ দেশ। এই অবস্থায় মিত্র বেলারুশের পাশে এসে দাঁড়াল রাশিয়া। পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো ইউরোপের দুটি এয়ারলাইনসকে রাশিয়ায় প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে। প্রথম আলো আজ শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার অস্বীকৃতি জানানোর কারণে এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইনস দেশটির সঙ্গে ফ্লাইট পরিচালনা বাতিল করতে বাধ্য হয়েছে। গত রোববার গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়ায় যাওয়ার পথে রায়ানএয়ারের একটি ফ্লাইট মিনস্কে ঘুরিয়ে নেয় বেলারুশের নিরাপত্তা বাহিনী। উড়োজাহাজটিতে বোমা রাখা হয়েছে, এমন মিথ্যা তথ্য দিয়ে এটা করা হয়। সোভিয়েত ইউনিয়ন যুগের একটি মিগ-২৯ যুদ্ধবিমানের মাধ্যমে পাহারা দিয়ে উড়োজাহাজটিকে মিনস্কের একটি বিমানবন্দরে অবতরণ করানো হয়। অবতরণের পরপরই ফ্লাইটের যাত্রী ও বেলারুশ সরকারের কট্টর সমালোচক সাংবাদিক রোমান প্রোতাসেভিচ ও তাঁর বান্ধবী সোফিয়াকে গ্রেপ্তার করে বেলারুশের নিরাপত্তা বাহিনী। পশ্চিমা বিশ্...

মুক্তি পাচ্ছে না নতুন ছবি

Image
ইমরুল শাহেদ: প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, মুক্তির জন্য অনেকগুলো ছবির আবেদনপত্র সমিতিতে জমা পড়ে থাকলেও কেউ এ সময়ে ছবি মুক্তি দিতে সম্মত নন। গেল ঈদে অমি বনি কথাচিত্রের ‘সৌভাগ্য’ ছবিটি মুক্তি পায়। ছবিটি কেমন ব্যবসা করে এবং দর্শক প্রতিক্রিয়া কেমন হয় সবাই সেটা দেখার অপেক্ষায় ছিলেন। তাদের দেখায় সৌভাগ্যের ফল সন্তোষজনক নয়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো এ ছবিটি নির্মিত হয়েছে প্রায় এক দশক আগে। নানা কারণে ছবিটি মুক্তি পায়নি। কিন্তু সৌভাগ্য মুক্তি পাওয়ার পর কিছু প্রশাসনিক জটিলতাও সৃষ্টি হয়। সিনেমা হল চলতে আইনগত বাধা না থাকলেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১৫টি সিনেমা হলের শো বন্ধ করে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে প্রদর্শক সমিতি। ঢাকা মহানগরেই বন্ধ করে দেওয়া হয়েছে চিত্রামহল ও আজাদ সিনেমা হল। সমিতি সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ১১৫টি সিনেমা হল চালু করা হয়েছিল। সমিতির প্রধান উপেদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেছেন, প্রথমেই বন্ধ করা হয় সিলেটের নন্দিতা সিনেমা হল। তারপর বন্ধ করা হয় দিনাজপুরের একটি সিনেমা হল। এভাবে ১৫টি সিনেমা হল স্থানীয় থানা বা ইউএনরা বন্ধ করে দেন। তিন...

একাকী বিমানে ভ্রমণকারী সেই ধনকুবের একসময় ছিলেন সেলসম্যান

Image
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা এমিরেটসের একটি ফ্লাইটে একাই্ মুম্বাই থেকে দুবাই গিয়ে খবরের শিরোনাম হয়েছেন ভবেশ জাভেরি নামে এক ব্যক্তি। তিনি দুবাইভিত্তিক একটি বৃহৎ কোম্পানির সিইও। তবে তার জীবনযাত্রা শুরুতে এত সহজ ছিল না। একসময় মাত্র ১৬০০ দিরহাম বেতনের চাকরি করতেন ভবেশ। জাগোনিউজ২৪ দুবাইভিত্তিক স্টারজেমস-এর সিইও ভবেশ দুবাইয়ে পাড়ি জমিয়েছিলেন ভাগ্য ফেরানোর আশায়। কঠোর অধ্যাবসায় আর পরিশ্রমের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত এই ব্যক্তি নিজেকে বসিয়েছেন ঝাঁ চকচকে দুবাইয়ের অন্যতম প্রতিষ্ঠিত অবস্থানে। তিনি বলেন, ২০০১ এ যখন দুবাইয়ে এসেছিলাম, তখন আমার কাছে কিছুই ছিল না। একটি অলঙ্কারের দোকানে ১৬০০ দিরহাম বেতনের কর্মচারী ছিলাম। ২০০৪ সালে যৌথ মালিকানায় ব্যবসা শুরু করি। এরপর আর এছনে তাকাতে হয়নি। এখন আমরা একটি আন্তর্জাতিক কোম্পানি এবং ২০২০ সালে আমাদের মোট আয়ের পরিমাণ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার। ২০ বছর ধরে দুবাইয়ে বসবাসরত জাভেরির একাকি বিমানযাত্রার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে আমিরাতের এই গোল্ডেন ভিসাধারী খালিজ টাইমসকে বলেন, এয়ারপোর্টে পৌঁছে দেখলাম আমিই বিমানটি...

পাখির বাসার ভাড়া পেলেন পাঁচ বাগান মালিক

Image
ডেস্ক রিপোর্ট: পাখির বাসার ভাড়া পেলেন রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাগান মালিক। মঙ্গলবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় তাদের হাতে তিন লাখ ১৩ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন। জাগোনিউজ২৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা সভাপতিত্বে এ সময় রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, বাঘা উপজেলা বন কর্মকর্তা জহুরুল হক ও চারঘাট ফরেস্ট রেঞ্জার এ বি এম আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা, মঞ্জুর রহমানকে দুই লাখ, সানার উদ্দিনকে ৪০ হাজার, সাহাদত হোসেনকে ৯ হাজার ও শিরিন আখতারকে ২৪ হাজার টাকা চেক তুলে দেয়া হয়। এর আগে, ২০১৯ সালের অক্টোবরের শেষে বাগানে পাখিরা বাচ্চা ফুটিয়েছিল। কিন্তু বাচ্চাগুলো তখনো উড়তে শেখেনি। এ অবস্থায় আমবাগানের ইজারাদার বাগানের পরিচর্যা করতে চান। তিনি বাসা ভেঙে আমগাছ খালি করতে চান। একটি গাছের কিছু বাসা ভেঙেও দেন। স্থানীয় পাখিপ্রেমীরা যত দিন বাচ্চারা উড়তে না শেখে ততোদিন পাখির বাসা না ভাঙার জন্য অনুরোধ...

দৃষ্টি সংযত রাখলে বান্দা যে উপকারিতা পাবেন

Image
ইসলাম ডেস্ক: শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গই আল্লাহ তায়ালার অনেক বড় নিয়ামত আমাদের জন্য। একেক কাজের জন্য একেকটির প্রয়োজন। তবে গুনাহ থেকে সব অঙ্গই হেফাজত করা মুমিন বান্দার কর্তব্য। চোখ আল্লাহ তায়ালার অনেক বড় এক নিয়ামত। এই নিয়ামতের অপব্যবহার হলে উভয়জগতে আছে বহু ক্ষতি। কুদৃষ্টি মানবহৃদয়ে প্রবৃত্তির বীজ বপন করে। চোখের যত্রতত্র ব্যবহার গুনাহের দ্বার উন্মোচিত করে দেয়। চোখকে বলা হয় অন্তরের আয়না। চোখ সংযত থাকলে অন্তর সংযত থাকবে। ডেইলি বাংলাদেশ আসুন জেনে নেয়া যাক দৃষ্টি সংযত রাখলে বান্দা কী কী উপকারিতা পাবেন- ১. মহান আল্লাহ তায়ালার আদেশ পালন। এর মধ্যে আছে মুমিনের সফলতা ও ব্যর্থতা। আল্লাহ তায়ালা তার প্রিয় নবীর মাধ্যমে নারী-পুরুষ সবাইকে আদেশ করেছেন, ‘মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে।’ (সুরা নূর, আয়াত : ৩০-৩১ ) ২. অন্তরকে পবিত্র করে, চোখের হেফাজতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। যে ব্যক্তি অশ্লীল ও হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ তার অন্তর পরিশুদ্ধ করে দেব...

[১] বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে শুক্রবার কাতারে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

Image
নিজস্ব প্রতিবেদক : [২] বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে শুক্রবার (২৮ মে) সকাল ৯টায় কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার বিকালে (২৭ মে) দেশের মাটিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। [৩] সৌদি আরবে প্রস্তুতির কথা থাকলেও কোয়ারেন্টাইন জটিলতায় বাংলাদেশ দল এখনও দেশ ছাড়তে পারেনি। শেষ পর্যন্ত সরাসরি কাতার যাচ্ছে বাংলাদেশ দল। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানান, দোহা পৌঁছেই কোভিড টেস্ট দিতে হবে ফুটবলার ও কোচিং স্টাফদের। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে করোনা নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে জাতীয় দল। The post [১] বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে শুক্রবার কাতারে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁঠালের বীজ

Image
ডেস্ক নিউজ: করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে এমন খাবারের চাহিদা বেড়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এমন একটি সহলভ্যফল হলো কাঁঠাল। কাঁচা অবস্থায় এটি তরকারি হিসেবেও খাওয়া যায়। পুষ্টিবিদদের মতে, প্রতি ১০০ গ্রাম কাঁঠালে খাদ্য-আঁশ থাকে দুই গ্রাম, শর্করা ২৪ গ্রাম, চর্বি দশমিক ৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৪ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ৩৭ মিলিগ্রাম, পটাশিয়াম ৩০৩ মিলিগ্রাম, ভিটামিন এ ২৯৭ আইইউ ও ভিটামিন-সি ৬ দশমিক ৭ মিলিগ্রাম। কাঁচা কাঁঠাল রোগব্যাধি উপশমে যেমন কার্যকর, অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় অনেক গুণ। এমনকি কাঁঠালের বীজেও আছে শর্করা। তবে বেশি খেয়ে ফেললে হজমে গোলযোগ হতে পারে। যাদের ডায়াবেটিস আছে, তাদের কাঁঠাল খাওয়ায় খানিকটা বিধিনিষেধ আছে। এ ছাড়া কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি, তাদের কাঁঠাল না খাওয়াই ভালো। সেলিব্রিটি পুষ্টিবিদ রুজুতা দিবাকরও জানিয়েছেন, কাঁঠালের বীজ থেকে সহজেই বাড়ানো যায় শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা। শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নয় কাঁঠালের বীজে আছে আরও অনেক গুণাগুণ। কাঁঠা...

প্রচন্ড গরমে ঘরের তাপমাত্রা কমাবেন যেভাবে

Image
অনলাইন ডেস্ক: কয়েকটি পন্থা অবলম্বন করলে প্রাকৃতিকভাবে ঘরের তাপমাত্রা কমানো যায়:টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন। নয়তো একটি পানির বোতলে বরফ জমিয়ে ফ্যানের সামনে রাখুন। যখনই ফ্যান চালাবেন, বরফের ঠান্ডা হাওয়া ঘরকে শীতল করে তুলবে৷ জানালার ওপর কালো শেড দিয়ে ও পর্দা নামিয়ে ঘরের বাড়তি তাপমাত্রা ঠেকানো যায়। এই পর্দা ঘরকে ছোট গ্রিন হাউজে রুপান্তরিত হওয়া থেকে রোধ করে। ফলে ঘরের ভেতরে বাড়তি তাপ জমে না। সবচেয়ে ভালো হয় যদি মোটা পর্দা ও গাঢ় রঙের পর্দা ব্যবহার করা হয়। এটা ঘরে সরাসরি সূর্যালোক আসতে বাধা দেয়। অল্প কিছু জায়গা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ঘরের পরিবেশ ঠাণ্ডা রাখতে বরফ ঠাণ্ডা পানিতে একটা কাপড় ভিজিয়ে তা বাতাস চলাচলের জায়গায় রেখে দিন। এই কৌশল ঘর ঠাণ্ডা করতে কাজে লাগে এবং ঘরের বাড়তি তাপ বের করে দেয়। সন্ধ্যার পর বয়ে যাওয়া মৃদু বাতাসে ঘরে ঢোকার ব্যবস্থা করুন। এই রাতের মৃদুমন্দ বাতাস ঘরের ভেতরের গরম ভেজা বাতাস বের করে দিতে সাহায্য করে। ফলে ঘর হয় আরামদায়ক।এছাড়াও ঢিলাঢালা, হালকা ওজন এবং হালকা রঙের পোশাক পড়ুন। যদি সম্ভব হয়, পোশাকের বাড়তি অংশ খুলে রাখুন এতে প্রাকৃতিক উপ...

[১] ফিলিস্তিনকে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা দিবে কাতার

Image
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি টুইটারে বলেন, গাজায় ইসরায়েলের বোমা হামলায় অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। আমাদের এই অর্থ ফিলিস্তিনিদের ঘর-বাড়ি নির্মাণ ও তাদের জীবন মান উন্নয়নের জন্য ব্যয় করা হবে। রয়টাস [৩] তিনি আরো বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ভাইদের পাশে থাকবো। সেই সঙ্গে তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাবো। [৪] হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গাজায় ইসরায়েলিদের হামলায় ৬৬ জন শিশুসহ ২৫৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় দুই হাজার। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় অন্তত একশ যোদ্ধা নিহত হয়েছে তবে হামাস তার যোদ্ধাদের ক্ষয়ক্ষতির কোন তথ্য প্রকাশ করেনি। [৫] আর ইসরায়েলে দুটি শিশুসহ বার জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি গাযা থেকে তার ভূখণ্ড লক্ষ্য করে অন্তত চার হাজার রকেট ছুড়েছে হামাস। এর বিপরীতে ইসরায়েলের বোমারু বিমানের ব্যাপক বোমা বর্ষণে সহস্রাধিক বাড়ি ঘর বিধ্বস্ত হয়। সম্পাদনা : রাশিদ The post [১] ফিলিস্তিনকে ৫০০ মিলিয়ন ডলারের সহায়তা দিবে কাতার appeared first on বিডি২৪ট...

রামপালে জলোচ্ছ্বাসে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের

Image
ডেস্ক রিপোর্ট: ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯শ ১৭টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। দেশে রূপান্তর বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবীর হোসেন জানিয়েছেন, জলোচ্ছ্বাসে ভেসে গেছে প্রায় কোটি টাকার মাছ। এ ছাড়া, দুপুরের দিকে পানির প্রচণ্ড চাপে রামপালের একটি বাঁধ ভেঙে যায়। উপজেলার বগুড়া নদীর পাড়ের বাঁধের ১শ মিটার জায়গা ভেঙে পানি ঢুকে পড়ে হুড়কা ইউনিয়নে। এতে মুহূর্তের মধ্যে পানিবন্দী হয়ে পড়েন ওই এলাকার প্রায় ২শ পরিবার। ইউএনও মোহাম্মদ কবীর হোসেন জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক বিকেলে রামপালে ছুটে আসেন। এরপর ওই এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। জেলা প্রশাসকের নির্দেশনায় বিকেলেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়। ইউএনও মোহাম্মদ কবীর হোসেন বলেন, উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন, রাতে না হয় বৃহস্পতিবার সঠিক তথ্য পাওয়া যাবে।   The post রামপালে জলোচ্ছ্বাসে ভেসে গেছে কোটি টাকার চিংড়ি ঘের appeared fi...

[১] ফিফা ও উয়েফার চাপে হার মানবে না রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস

Image
স্পোর্টস ডেস্ক : [২] ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের পক্ষে সায় দেওয়ায় নিষেধাজ্ঞাসহ নানা ধরনের হুমকি আগে থেকেই ছিল তিন ক্লাবের উপর। আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে উয়েফা। কিন্তু কোনো কিছুই টলাতে পারছে না ভেস্তে যেতে বসা ইউরোপিয়ান সুপার লিগ আঁকড়ে থাকা তিন ক্লাবকে। যৌথ বিবৃতিতে ইউরোপীয় ফুটবল সংস্থার চাপে মাথানত না করার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস। [৩] গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে সুপার লিগ চালুর ঘোষণা আসার সঙ্গে সঙ্গে সমালোচনায় মুখর হয় ভক্ত-সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ, এমনকি রাজনৈতিক নেতৃবৃন্দও। প্রবল চাপ আসতে থাকে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে। চাপের মুখে ৭২ ঘণ্টার মধ্যে নয়টি ক্লাব নিজেদের সরিয়ে নিলেও অনড় অবস্থানে থেকে যায় বিতর্কিত লিগটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা রিয়াল, বার্সেলোনা ও জুভেন্টাস। [৪] তদন্ত শেষে মঙ্গলবার ক্লাবগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় উয়েফা। এর প্রেক্ষিতে পরদিন নিজেদের অবস্থান জানাল ক্লাব তিনটি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, পুরো বিষয়টি আদালতে বিচারাধীন থাকার পরও তাদের ওপর চা...

[১] আগামী জুনে ব্রিটেনে রানির সঙ্গে দেখা করবেন বাইডেন

Image
রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেন আগামী মাসে শুরুতেই ব্রিটেন সফরে যাচ্ছেন। এরপর তিনি ব্রাসেলসে ন্যাটো ও ইউরোপিও ইউনিয়নের বৈঠকে যোগ দেবেন এবং জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আর বাইডেনের এ সফরসূচিতে রয়েছে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাত। ডেইলি মেইল [৩] জি-সেভেন বৈঠকে যোগ দিতেই আাগামী ১১ জুন প্রেসিডেন্ট বাইডেন যাবেন ব্রিটেনে। সঙ্গে মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন থাকবেন বলে আশা করা হচ্ছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে ব্রিটেন সফরে যাচ্ছেন। [৪] ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটেন সফরে যান ও রানির সঙ্গে দেখা করলেও সেটি ছিল ‘ওয়ার্কিং মিটিং’। [৫] ব্রিটেনের প্রিন্স হ্যারির সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের চমৎকার বন্দুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাস করছেন। The post [১] আগামী জুনে ব্রিটেনে রানির সঙ্গে দেখা করবেন বাইডেন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] মোহম্মদ আমিরকে আবার তীব্র ভাষায় আক্রমণ শোয়েব আখতারের

Image
স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তান ক্রিকেটের বিতর্কিত চরিত্রদের অন্যতম হলেন মোহম্মদ আমির। ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর ২০২০ সালে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন আমির। কোচ মিসবা উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতবিরোধের জেরেই তার এই সিদ্ধান্ত বলে দাবি করেন আমির। [৩] তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করেন আমির। ওয়াসিম আকরামের মতো পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার তাকে দলে ফেরানোর আর্জি জানালেও নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার। তবে আমিরকে পারফরম্যান্সের মাধ্যমেই নিজেকে প্রমাণ করার দাবি জানান আরেক পাকিস্তানি কিংবদন্তী শোয়েব আখতার। [৪] পিটিভি স্পোটর্সে আলাপচারিতায় শোয়েব বলেন, জীবনে ভাল ও খারাপ দুই ধরনের সময়ই আসে। আমিরের বোঝা উচিত ছিল যে সবসময় বাবা মিকি আর্থার ওকে বাঁচাতে আসবে না। কখনও কখনও সময়ের সঙ্গে সঙ্গে নিজেরও পরিপক্ক হয়ে ওঠার প্রয়োজন হয়। বুঝতে হয় যে ম্যানেজমেন্ট কারুর ইচ্ছামতো কিছু করে না। বরং সেই সময় হাল না ছেড়ে দিয়ে আরও কঠোর পরিশ্রম করে পারফরম্যান্সের মাধ্যমে দলে নিজের জায়গা ছিনিয়ে নিতে হয়। [৫] পাকিস্ত...

[১] জাতির সম্মান ঝুঁকিতে, শেষ ম্যাচ জিতে আসো, লঙ্কান ক্রিকেটারদের জয়াসুরিয়া

Image
স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া বললেন, এবার উত্তরসূরিদের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায় অবস্থান করছে। এরই মধ্যে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। [৩] প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবালের দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতেও শীর্ষে উঠে গেছে টাইগাররা। [৪] কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিজ দেশের এমন নতজানু পারফরম্যান্স কিছুতেই মানতে পারছেন না জয়াসুরিয়া। টুইট বার্তায় লিখেছেন, একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। এরপর দলের প্রতি বার্তা দিয়ে বলেন, জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও। শুক্রবার (২৮ মে) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেল...

[১] অঞ্জলি না কি সাংবাদিক! পরিবারের সঙ্গে প্রথম আলাপে এমন কেন বলেছিলেন শচীন?

Image
স্পোর্টস ডেস্ক : [২] মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার, সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার। ব্যাট হাতে বিশ্বের তাবড় তাবড় বোলারদের তুলোধোনা করেছেন। তবে মাঠের বাইরে সবার সঙ্গেই ভালো সম্পর্ক বাজায় রাখেন শচীন। ভক্ত থেকে শুরু করে বিরোধী ক্রীড়ামহল- সকলের মনেই তার জায়গাটা একেবারে আলাদা। তবে শুধু ২২ গজেই নয়, বৈবাহিক জীবনেও এক-একটা বছর বেশ সুখে-দুঃখে স্ত্রী অঞ্জলি টেন্ডুলকারের সঙ্গে পার করে ফেলেছেন তিনি। এবার স্ত্রী অঞ্জলির সঙ্গে তার ২৬ তম বিবাহ বার্ষিকী পালন করলেন লিটল মাস্টার। [৩] প্রথমবার বিমানবন্দরেই অঞ্জলির সঙ্গে দেখা হয় শচীনের। তখন শচীনের বয়স ছিল মাত্র ১৭ বছর। ইংল্যান্ড সফর শেষে তখন তিনি ভারতের মাটিতে ফিরছিলেন। অন্য দিকে মুম্বই বিমানবন্দরে মাকে নিতে গিয়েছিলেন অঞ্জলি। শচীনই ছিলেন সেই ক্রিকেটার যিনি সব চেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তাই তত দিনে মোটামুটি সকলে কাছেই তিনি চেনা। সেখানেই শচীনের অটোগ্রাফ নিতে যান অঞ্জলি। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে দিন আর নেওয়া হয়নি অটোগ্রাফ। তবে নাছোড়বান্দা অঞ্জলি কোনও ক্রমে জোগাড় করে ফেলেন শচীনের ফোন নম্বর। তখন থেকেই শুরু হয় আলাপচারিতা। [৪] ব্যাট হাতে ২২ গজে ...

[১] ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ছেলেবেলার ছবি

Image
স্পোর্টস ডেস্ক : [২] ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দেখায় রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে। একা চাহালকেই নয়, বরং তার স্ত্রী ধনশ্রীও অত্যন্ত সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। যদিও একজন সফল ইউটিউবার হওয়ার সুবাদে ধনশ্রীর সোশ্যাল মিডিয়ার তৎপরতা স্বাভাবিক বিষয়। তবে চাহালের সোশ্যাল মিডিয়ার অদ্ভূত সব কাজকর্ম মাঝে মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় সতীর্থদের। [৩] একবার টিকটক ভিডিওয় নিজের বাবার সঙ্গে চাহালের নাচ দেখে রোহিত শর্মা অত্যন্ত অবাক হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আর একবার ক্রিস গেইল হুমকি দিয়েছিলেন যে, এবার তিনি সোশ্যাল মিডিয়ায় ব্লক করবেন চাহালকে এবং সেই সঙ্গে রিপোর্টও করবেন। [৪] যদিও সোশ্যাল মিডিয়ায় সর্বদা মজাদার কিছু পোস্ট করেন চাহাল, এমনটা নয়। বরং ব্যক্তিগত জীবনের বেশ কিছু মুহূর্ত তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন টুইটার, ইনস্টাগ্রামে। যদিও তাতেও মজাদার উপকরণ খুঁজে পান অনুরাগীরা। [৫] যুজবেন্দ্র চাহাল বুধবার (২৬ মে) ছেলেবেলার দুটি ছবি পোস্ট করেন টুইটারে, যা দেখে নেটিজেনদের আপ্লুত হওয়াই স্বাভাবিক। ছেলেবেলার স্মৃতি এই ক্যাপশনে চাহাল নিজের যে দুটি ছবি পোস্ট করেন, তা দেখে তা...

[১] ওয়াকার ইউনিস ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন, আইসিসির ভুল তথ্য

Image
স্পোর্টস ডেস্ক : [২] পাক ক্রিকেটপ্রেমীদের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম হয়েছিল আইসিসির কাণ্ড দেখে। যদিও ভুল হয়ে গিয়েছে বুঝেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা যেমন তেমন করে ভুল শুধরে নেওয়ার চেষ্টা করে। [৩] আইসিসি হল অফ ফেমারদের সম্মান জানাতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করে, যেখানে কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে অন্য ক্রিকেটারদের। [৪] প্রতিটা ভিডিওয় বেশ কিছু গ্রাফিক্সও ব্যবহার করা হয়েছে কিংবদন্তি ক্রিকেটারদের কেরিয়ার গ্রাফ তুলে ধরার উদ্দেশ্যে। পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিসের ক্ষেত্রেও ঠিক তাই করা হয়। তবে এক্ষেত্রে বড়সড় ভুল করে বসে আইসিসি। [৫] ওয়াকার ইউনিসকে নিয়ে পোস্ট করা ভিডিওয় পাক তারকার কেরিয়ার সূচক পরিসংখ্যানেই ভয়ঙ্কর ভুল করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সেখানে লেখা ছিল ওয়াকার ইউনিস ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। [৬] প্রথমত, পাক তারকাকে ভারতের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতো ভুল কাজ করে আইসিসি। তার উপর অভিষেক ও অবসরের সালেও ভুল। ওয়াকার প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ১৯৮৯ সালে। শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০০৩ সালে। – জি নিউজ T...

[১] ঈশ্বরের আদেশে ২৬তম বারে এভারেস্ট শীর্ষ না ছুঁয়েই ফিরলেন রিতা শেরপা

Image
রাশিদুল ইসলাম : [২] বিশ্ব রেকর্ড  করে ২৬তম বার শৃঙ্গ না ছুঁয়েই ফিরলেন কামি রিতা শেরপা। এর আগে কখনো এমন দেখা যায়নি। গত ৭ মে সন্ধ্যা সাড়ে ছটায় ২৫তম বার আরোহণ করেছিলেন এভারেস্টে। ৫১ বছরের এ শেরপা তখনই বলেছিলেন থামতে চান না। এতবার এভারেস্টে আরোহণ করে তা মানুষের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যেতে চেয়েছিলেনভ ২৬তম বার এভারেস্ট আরোহণ করার জন্য বুটের নীচে পরে নিয়েছিলেন ক্র্যাম্পন। কিন্তু ঈম্বরের কৃপায় আর তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই রিতা ফিরলেন। দি ওয়াল [৩] কোনও দুর্ঘটনা ঘটেনি। শরীরও সুস্থ ছিল। এভারেস্ট বেসক্যাম্প থেকে কাঠমাণ্ডু ফিরে সংবাদমাধ্যমকে কামি বলেছেন, তিনি ফিরে এসেছেন পর্বতের দেবীর নির্দেশে। কামি বলেন, সামিটের দিকে এগিয়ে যাওয়ার আগের রাতে তিনি খারাপ স্বপ্ন দেখেন। তবুও তিনি চেষ্টা করেছিলেন সামিট করার। পৌঁছেও গিয়েছিলেন ক্যাম্প- থ্রি পর্যন্ত। কিন্তু হঠাৎই খারাপ হতে শুরু করে আবহাওয়া। কামির কাছে এটিই ছিল পাহাড়ের দেবীর পাঠানো বিপদসংকেত। তাকে পাহাড়ের দেবী বলতে চেয়েছিলেন, ‘আর চেষ্টা কোরো না। এবার ফিরে যাও।’ দেবীর কথা মেনেই ফিরে আসেন রিতা। [৪] কোভিড মহামারীতে গত বছর এভারস্টে আরোহন বন্ধ ছিল। এবছর...

[১] বিশ্বখ্যাত এমজিএম স্টুডিও কিনে নিলো অ্যামাজন

Image
সালেহ্ বিপ্লব : [২] যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট জানিয়েছে, ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারে তারা হলিউডের এই আইকনিক স্টুডিওটি পেয়েছে।  ফিনল্যান্ড টাইমস [৩] চলচ্চিত্র তৈরিতে মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) নামের এই স্টুডিও অ্যামাজন স্টুডিওর অনেক কাজ করে দিয়েছে শুভেচ্ছা হিসেবে। অ্যামাজনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা এমজিএম স্টুডিওর সব স্মারক এবং স্মৃতিচিহ্ন সংরক্ষণ করবে। সিএনবিসি [৪] ১৯২৪ সালে প্রতিষ্ঠিত এমজিএম স্টুডিও এ যাবত চার হাজার সিনেমা বানিয়েছে, যার প্রথম দিকেই আসবে জেমস বন্ড সিরিজের নাম। রয়টার্স [৫] বড়ো পর্দার পাশাপাশি টেলিভিশন কনটেন্টের জন্যও এমজিএম বিখ্যাত। The post [১] বিশ্বখ্যাত এমজিএম স্টুডিও কিনে নিলো অ্যামাজন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

হজে যাওয়ার আশা শেষ হয়ে আসছে

Image
কালের কণ্ঠ : এবার হজ পালনে বিশ্বের অন্য দেশ থেকে মানুষ গ্রহণ করা হবে কি না, হলে কোন দেশ থেকে কতজন নেওয়া হবে, তাঁদের জন্য কী শর্ত দেওয়া হবে, সার্বিক ব্যবস্থাপনা কী হবে—এর সব কিছু এককভাবে সৌদি আরবের সিদ্ধান্তের বিষয়। তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যেসব দেশকে অনুমতি দেওয়া হবে, শুধু সেই সব দেশের মানুষ হজ পালনের সুযোগ পাবেন। এ বিষয়ে গোপনীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সৌদি আরব তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে। সে অনুযায়ীই প্রস্তুতি নিতে হবে। তাই হজ নিয়ে যে গুঞ্জন চলছে, তা সত্য নয় বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। সম্প্রতি সৌদি আরবের বেনামি সূত্রের বরাত দিয়ে হজের সুযোগ তৈরি হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘হজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ধিক্কার জানাচ্ছি। হজের বিষয়ে সৌদি সরকার আমাদের জানালে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানাব।’ তিনি বলেন, হজ নিয়ে অন্য কারো তথ্যে কান না দিয়ে শুধু সরকারি তথ্যের ওপর নির্ভর করুন। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত তথ্য দেশবাসীকে জানিয়ে দেব। হজ শুরু হওয়ার অন্তত পাঁচ মাস আগে বাং...

ঋণের সুদ দিতে ব্যয় বাড়ছে সরকারের

Image
যুগান্তর : ঋণের সুদ পরিশোধে বাড়ছে সরকারের ব্যয়। চলতি অর্থবছরের (২০২০-২১) প্রথম সাত মাসে ৩৫ হাজার ৬৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে সুদ পরিশোধে। গত বছর একই সময়ে এ ব্যয় ছিল ৩২ হাজার ৪৯৬ কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এই বছরে সুদ বাবদ অতিরিক্ত ব্যয় হয়েছে ৩ হাজার ১৯৮ কোটি টাকা। এই ব্যয় সরকারের সার্বিক মোট ব্যয়ের ২০ দশমিক ৪৪ শতাংশ। দেশের সামষ্টিক অর্থনীতি সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এদিকে উচ্চমাত্রায় সুদ পরিশোধের কারণে অর্থনীতি চাপে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের ‘নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (ক্যাশ অ্যান্ড ডেবট ম্যানেজমেন্ট কমিটি বা সিডিএমসি)’। সর্বশেষ এ কমিটির বৈঠকে বলা হয়, করোনায় কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায় হচ্ছে না। ফলে স্বাভাবিক কর্মকাণ্ডের ব্যয় মেটাতে ব্যাংক, সঞ্চয়পত্র ও ট্রেজারি বিল থেকে বেশি মাত্রায় ধারদেনা করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে। যে কারণে সুদ পরিশোধে ব্যয় বাড়ছে। জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবিএম মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, রাজস্ব আদায়ের গতি ভালো নয়। অন্যদিকে করো...

সড়কের ক্ষতি বাড়ছে নিম্নমানের বিটুমিনে

Image
যুগান্তর: সড়কে নীরব ঘাতক হিসাবে বিশেষ ভূমিকা রাখছে ভেজাল ও নিম্নমানের বিটুমিন। নির্মাণ ও সড়ক সংস্কারে আমদানিকৃত এসব বিটুমিন ব্যবহার করায় সড়কের স্থায়িত্ব হ্রাস পাচ্ছে। এতে একদিকে সড়ক সংস্কারের পেছনে প্রতি বছর মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে, অন্যদিকে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিও বাড়ছে। মূলত আমদানি পর্যায়ে মান নিয়ন্ত্রণ না করার কারণে একটি সংঘবদ্ধ চক্র নির্বিঘ্নে নিম্নমানের বিটুমিন আমদানি অব্যাহত রেখেছে। এ অবস্থায় অন্যসব পণ্যের মতো বিটুমিনের মান নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন এ খাতের বিশেষজ্ঞরা। বিলম্বে হলেও সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। ভেজালরোধে বিটুমিন আমদানিতে কঠোর শর্ত জুড়ে দেয়ার প্রক্রিয়া শুরু হয়ে হয়েছে। এছাড়া আমদানি পর্যায়ে শৃঙ্খলা আনতে শুল্ক, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি বাড়াতে প্রস্তাব পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। কাজ করছে বাংলাদেশ ট্যারিফ কমিশন। ইতোমধ্যে কমিশন থেকে দেশে বিটুমিনের ব্যবহার, চাহিদা, স্থানীয় উৎপাদন, উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল, কাঁচামাল আমদানিতে শুল্ক হার, উৎপাদন ব্যয়, স্থানীয় মূল্য সংযোজন হার, উৎপাদিত পণ্যের গুণগত মান, স্থানীয় উৎপাদনে বিদ্য...

ঘূর্ণিঝড়ে যেসব দোয়া অধিক পড়ব

Image
ইসলাম ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ প্রভাবে উত্তাল সাগর। পটুয়াখালীর নদ-নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। জোয়ারের পানির চাপে জেলার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বার্তা২৪ ঘূর্ণিঝড় আম্ফানের এক বছর কাটতে না কাটতেই ফের ঘূর্ণিঝড় ইয়াস ধেয়ে আসছে সুন্দরবন সংলগ্ন উপকূলের দিকে। তাই তো ঘূর্ণিঝড় ইয়াসের ভয়ে উপকূলীয়বাসী আতঙ্কগ্রস্ত। আসুন আতঙ্কিত না হয়ে সচেতন হই, সৃষ্টিকর্তার দরবারে সকাতর প্রার্থনা করি আর আশ্রয় কেন্দ্রে বা নিরাপদ স্থানে অবস্থান করি। হাদিস শরিফে বর্ণিত আছে, প্রচণ্ড ঝড়ো হাওয়া বইলে রাসুলুল্লাহ (সা.) মসজিদে যেতেন এবং নামাজে মশগুল হতেন (মিশকাত)। সাহাবিদের জীবনে আমরা দেখি, বিপদে-মুসিবতে তারা নামাজে দাঁড়াতেন ও ধৈর্য ধারণ করতেন। (মিশকাতুল মাসাবিহ) ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাসুল (সা.) তার উম্মতকে বিচলিত না হয়ে দোয়ার শিক্ষা দিয়েছেন। ঘূর্ণিঝড় ও বিপদাপদ থেকে নিরাপদ থাকতে পবিত্র কোরআনের বিশেষ দোয়া- ‘রাব্বানাকশিফ আন্নাল আজাবা ইন্না মুমিনুন।’ অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! আমাদের উপর থেকে আপনার শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বা...

[১] কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র

Image
ফরিদুল মোস্তফা :[২] কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৫৬৭ আশ্রয়কেন্দ্র। পাশাপাশি এতে যুক্ত হবে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোও। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার সিভিল সার্জন, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনী। [৩] কক্সবাজার আবহাওয়া অফিসের থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। [৪] এটি গতকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিঃমিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। তাই কক্সবাজারকে ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানান, ঘূর্ণিঝড় ইয়াস আজ বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। [৫] ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার মধ্যে উপকূলীয় অঞ্চল হওয়ায় কক্সবাজারও রয়েছে ঝুঁকিতে। ইতিমধ্যে গত ...

[১] প্রবল জোয়ারে সেন্টমার্টিনে বিধ্বস্ত পল্টুন, উপড়ে গেছে গাছপালা

Image
ফরিদুল মোস্তফা:[২] ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্রবল জোয়ারের পানিতে উপড়ে যাচ্ছে গাছপালা। ভাঙন ধরেছে জেটির পল্টুনে ও রাস্তাঘাটে। তবে মানুষের জানমাল রক্ষায় সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। [৩] দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। যেখানে বসবাস করে প্রায় ১০ হাজারের বেশি মানুষ। কিন্তু বর্তমানে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শঙ্কিত এই দ্বীপের বাসিন্দারা।দ্বীপের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের আংতকে দ্বীপের মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে। [৪] আর মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝড়ো হাওয়া ও ঝড়ো বৃষ্টি বয়ে যাচ্ছে। তার চেয়ে বেশি আঘাত হানছে প্রবল জোয়ারের পানি। জোয়ারের পানিতে দ্বীপের পাড়ের গাছপালা উপড়ে যাচ্ছে। এছাড়াও ভাংছে রাস্তাঘাট। তাই আমার মতো দ্বীপের সব বাসিন্দাই ভয়ে আছেন। [৫] সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপের লোকজনক সরিয়ে নেওয়ার মত এখনো পরিস্থিতি তৈরি হয়নি। যদি সংকেত ৪ নম্বর দেয়, তখন মাইকিং করে লোকজন নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। তবে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। [৬] চেয়ারম্যান নুর আহমদ বলেন, “ঘূর্ণিঝড়...

[১] সিরাজগঞ্জে ইউপি সদস্য রাজাসহ ৮ জুয়ারী গ্রেফতার

Image
সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জে জুয়া খেলার সময় ইউপি সদস্যসহ ৮ জুয়ারীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। বুধবার (২৬ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মো: মানিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। [৩] এরআগে, মঙ্গলবার (২৫ মে) রাতে সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের বেতখেত থেকে তাদের আটক করা হয়। [৪] আটককৃতরা হলো, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৩নং ইউপি সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম রাজা, মো: ফরিদুল সেখ, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, মো: হাসু সেখ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম ও ইসমাইল হোসেন। [৫] ডিবির ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন আকন্দ, এএসআই মোস্তাক আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কালিয়াহরিপুর ইউপি’র বেতখেতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। [৬] এসময় আটকৃতদের নিকট থেকে প্রায় ৩০ হাজার টাকা ও জুয়া খেলার ব্যবহ্নত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে তিনি জানান।সম্পাদনা:অনন্যা ...

ইয়াসের তাণ্ডবে ভোলায় একজনের মৃত্যু

Image
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সময় টিভি মঙ্গলবার (২৫ মে) রাতে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে। লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে ঝড়ো বাতাস শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে রিকশাচালক আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ ঘরের পাশের একটি গাছের ডাল হঠাৎ ভেঙে তার ওপর পড়লে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাহেরকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। The post ইয়াসের তাণ্ডবে ভোলায় একজনের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

কোভিডকালে ব্ল্যাক ফাঙ্গাস: সতর্ক থাকুন, ভয় নেই

Image
ড. শোয়েব সাঈদ, আমরা যারা বিজ্ঞানের জটিল বিষয়ে সহজবোধ্য উপস্থাপনায় জনসচেতনতা বা জনস্বার্থে লিখি, খুব সতর্কতার সাথে লিখতে হয় যাতে অন্য কোন হিসেবের গ্যাঁড়াকলে তথ্যটি ব্যবহৃত না হয় এবং কি বলতে চাচ্ছি তার মর্ম যেন ব্যাহত না হয়। দ্বিতীয় ঢেউয়ে ভারতে কোভিড চিকিৎসায় গোবরের ব্যবহার তো বৈশ্বিক সংবাদ শিরোনাম, ভারতের পত্রপত্রিকাতেই এই বিষয়ে প্রচুর হুশিয়ারি। ব্ল্যাক ফাঙ্গাস বিস্তারে গোবর একটি উৎস এটি বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। আমাকে তো এই তথ্যটি কোন না কোনভাবে দিতে হবে। তাই অনেক কারণের ফাঁকে এটি বলতে হচ্ছে এবং সতর্কও থাকতে হচ্ছে যাতে কোন ধর্ম বা রাষ্ট্রকে আঘাত না করা হয়। গোবর দিয়ে ঘুটে বানানো পাক-ভারত উপমহাদেশের কালচার, যুগ যুগের ইতিহাস। কম্পোস্টিং কিংবা প্রক্রিয়াজাত গোবর নাড়াচাড়ায় এক পরিণতি, আর ভয়ানক সব আণুবীক্ষণিক প্যাথোজেন সমৃদ্ধ কাঁচা গোবর নাকে মুখে চোখে মেখে বসে থাকার তো আরেক পরিণতি। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা সহ অসংখ্য ভারতীয় পত্রপত্রিকায় অণুজীব বিশেষজ্ঞ আর ডাক্তারদের বরাত দিয়ে বারবার সতর্ক করা হয়েছে যে গোবর কোভিড চিকিৎসা বা কোভিড থেকে রক্ষায় কোন কাজেই আসেনা বরং ব্ল্যাক ফাঙ্গাস সহ অনেক ...

[১] দুই আর্জেন্টাইন মেসি ও অ্যাগুয়েরোর ছোটবেলার বন্ধুত্ব এখনো অটুট

Image
স্পোর্টস ডেস্ক : [২] এই দুই বন্ধু কি বার্সেলোনায় জুটি বেঁধে খেলতে যাচ্ছেন। প্রশ্নটা যেনো ন্যু ক্যাম্পে ঘুরপাক খাচ্ছে। [৩] চারদিকে যে গুঞ্জন, তাতে এমনটা হওয়ার বেশ ভালো সম্ভাবনাই রয়েছে। তবে এক্ষেত্রে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করতে যাওয়া সার্জিও অ্যাগুয়েরোকে শুধু ক্যাম্প ন্যুতে গেলেই হবে না, মেসিকেও থেকে যেতে হবে তার শৈশবের ক্লাবে। যে সম্ভাবনার পালেই এবার হাওয়া দিলেন আর্জেন্টাইন স্পোর্টিং ডিরেক্টর হুগো টোকাল্লি। [৪] আর্জেন্টিনার বষয়ভিত্তিক দলে মেসি ও অ্যাগুয়েরোর সঙ্গে কাজ করেছেন টোকাল্লি। ২০০৫-২০০৭ পর্যন্ত আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন তিনি। সেই সময়ে মেসি ও আগুয়েরোর সম্পর্কের কথা সামনে এনেছেন টোকাল্লি। আর সেই সম্পর্কই যে ক্লাব ফুটবলে দুজনকে এক জায়গায় মিলিয়ে দিতে পারে, সেই সম্ভাবনার কথা বলেছেন টোকাল্লি। বলেন, ‘তাদের মধ্যে অনেক বছর ধরে খুব ভালো সম্পর্ক। টিম মিটিংয়েও তারা সব সময় এক সঙ্গে থাকতো। তারা ছোটবেলা থেকেই বন্ধু। [৫] সিটির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া অ্যাগুয়েরো যে বার্সেলোনাতে যোগ দিতে যাচ্ছেন, সেই সম্ভাবনার কথা বলেছেন পেপ গার্দিওলাও। গত রোববার (২৩ মে) প্রিমিয়ার লিগের ...

ইরাকে মার্কিন সেনা গমনের পর ট্রিলিয়ন ডলারের তেল চুরি, পাচার দেড়শ বিলিয়ন

Image
রাশিদ রিয়াজ : ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনা যায় সন্ত্রাস দমনে। একই বছর ইরাকে সাদ্দাম হোসেনের পতন ঘটে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালেহ সংসদে দুর্নীতি রোধে এক নতুন আইন উপস্থাপনের সময় বলেছিলেন আমাদের মহান জাতিকে জর্জরিত করে দেওয়ার মত তেল পাচার ও দুর্নীতির বিস্তৃত চর্চা রোধ করার জন্য এই আইন প্রয়োগ করা হবে। সাদ্দাম হোসেনের পতনের পর ট্রিলিয়ন ডলার তেল চুরি হয়েছে এবং এই তেল চুরির দেড়শ ডলার পাচার হয়ে গেছে। আরটি ইরাকের সংসদে প্রেসিডেন্ট সালেহ আইনের খসড়া উপস্থাপন করে বলেছিলেন এ আইনের মাধ্যমে ৫ লাখ ডলারের বেশি অর্থের লেনদেনের পাশাপাশি ব্যাংক যেসব অ্যাকাউন্টে ১০ লাখ ডলার আছে তা খতিয়ে দেখা হবে। দুর্ভাগ্যবশত ইরাকের সংসদে আইনটি পাশ হয়নি। তেল পাচার বা দুর্নীতি রোধে এ আইনটিকে সবচেয়ে কার্যকর আইন মনে করা হয় ইরাকে। দেশটির রাজনৈতিক দল ও আইনপ্রণেতারা এ আইন পাশ করার ব্যাপারে প্রকাশ্যে বললেও তার পাশ করার ক্ষেত্রে স্যাবোটাজ করছেন বলেও অভিযোগ উঠেছে। কারণ ইরাকের অনেক রাজনীতিক দুর্নীতি ও তেল পাচার চক্রের সঙ্গে জড়িত। সিএনএন বলছে ইরাকের প্রেসিডেন্ট এও বলেছিলেন সংসদে আইনটি পাশ হলে পাচারকৃত দেড়শ বিলিয়ন ডলার অন্য দেশে...

[১] ইসলামভীতি মানবতার বিরুদ্ধে বড় অপরাধ বললেন তুরস্কের ধর্মমন্ত্রী

Image
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] দেশটির ধর্মমন্ত্রী ড. আলি আব্বাস এরবাশ টুইটারে এক ভিডিওতে বলেন, ইসলামভীতি হচ্ছে একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিশ্বের প্রতিটি মানুষের কাছে ইসলাম ও মুসলিমদেরকে জঙ্গী ও সন্ত্রাস হিসেবে তুলে ধরা হয়। ডেইলি সাবাহ [৩] এরবাশ আরো বলেন, যারা মানুষের মাঝে ইসলামভীতি ছড়ায় তারাই আমাদের সমাজের বড় বর্ণবাদি। [৪] ধর্মমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক মিডিয়া মুসলিমদের নিয়ে অসত্য সংবাদ প্রচার করছে। ইসলামভীতি ছড়াচ্ছে। মুসলিমদের বিশ্ব সম্পর্কে জানতে হবে। সেই সঙ্গে তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক হতে হবে। [৫] কিছু দিন পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেপ এরদোগান এক বক্তব্যে বলেছিলেন, পশ্চিমা রাজনীতিবিদরা নিজেদের ব্যর্থতা ঢাকতেই ইসলাম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সম্পাদনা : রাশিদ   The post [১] ইসলামভীতি মানবতার বিরুদ্ধে বড় অপরাধ বললেন তুরস্কের ধর্মমন্ত্রী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কনস্টেবল আহত

Image
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জলিল উদ্দিন (৩৫) নামের এক কনস্টেবলের আঙ্গুলের রগ কেটে গেছে। জাগোনিউজ২৪ মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত জলিল উদ্দিন ১ নম্বর শহর পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। সেই ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। পুনিয়াউট রেলগেট এলাকায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। তারা ওই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করেন। এ সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাহত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। পরে আহতাবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আহত পুলিশ সদস্যের হাতের বৃদ্ধা আঙ্গুলের একটি রগ কেটে গেছে। এটি অপারেশন করতে হ...

[১] আইপিএলে ১০ বছর আগের প্রাপ্য টাকা পাননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হজ

Image
স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। ভারত এবং বিদেশের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টের অংশ হতে পেরে গর্বিত হন। বিশ্ব ক্রিকেট বদলে গিয়েছিল এই টুর্নামেন্টের হাত ধরে। আইপিএল মানেই বিশাল অর্থ, গ্ল্যামার এবং মনোরঞ্জনের ছড়াছড়ি। পেমেন্ট সমস্যা নিয়ে আজ পর্যন্ত কাউকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি। চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা নিজেদের টাকা পেয়ে গিয়েছেন সব সময়। অন্তত এই ব্যাপারে আইপিএলের দুর্নাম ছিল না। [৩] কিন্তু এবার সেই সুনামে আঘাত লাগলো। শুনতে আশ্চর্য হলেও এটাই সত্যি। ১০ বছর আগের প্রাপ্য টাকা পাননি ব্রাড হজ। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। দশ বছর আগে আইপিএল-এ কোচি টাস্কার্স কেরলের হয়ে খেলেছিলেন ব্র্যাড হজ। তবু এখনও প্রাপ্য অর্থ পাননি বলে দাবি করলেন তিনি। ২০১১ সালে আইপিএল-এ যোগ দেয় কোচি টাস্কার্স। সেই দলে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হজ। এক বছর খেলার পরেই আর্থিক কারণে কোচিকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। [৪] হজ টুইট করে লেখেন,কোচি টাস্কার্সের হয়ে খেলা ক্রিকেটারদের এখনও ৩৫ শতাংশ টাকা বাকি রয়েছে। দশ বছর হয়ে গিয়েছে। বিসিসিআই কি বলতে পারবে এই টাকা কোথায়? সেবার...

[১] টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে কোন দলকে ফেভারিট বললেন রিচার্ড হ্যাডলি?

Image
স্পোর্টস ডেস্ক : [২] প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের ক্রিকেটাররা আপাতত মুম্বইতে কোয়ারেন্টাইন করছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য টিম ইন্ডিয়া নিজেদের সেরাটা দিতে তৈরি। ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরম্যাটের সবচেয়ে সম্মানজনক লড়াই বলে কথা। সেই মঞ্চে দুই দলের ২২ জনের মধ্যে তফাত গড়ে দিতে পারেন বিরাট কোহলি। আগ্রাসী মনোভাবের জন্যই ভারত অধিনায়ক গোটা ক্রিকেট বিশ্বে সমাদর পান। এমনটাই মনে করেন স্যর রিচার্ড হেডলি। [৩] আগামী ১৮ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট ফাইনাল খেলতে নামবে ভারত। এই মহা যুদ্ধের আগে ভারত অধিনায়কের প্রশংসা করলেন কিউইদের প্রাক্তন অধিনায়ক। তবে এই ফাইনালে সেরা বেছে নিতে নারাজ টেস্টে ৪৩১ উইকেটের মালিক। এক সাক্ষাৎকারে হেডলি বলেন, বিরাট বড্ড আবেগপ্রবণ। [৪] মাঠে ওর উপস্থিতি দেখলেই সেটা বোঝা যায়। ভারতের মতো ক্রিকেট পাগল দেশের অধিনায়কত্ব করা মোটেও সহজ ব্যাপার নয়। তবে সব চাপ ও একাধিক বাধা সামলে বিরাট ওর আগ্রাসী মনোভাবকে সম্বল করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। খেলায় জেতার জন্য ওর লড়াকু মনোভাব যে কোনও ক্রীড়াবিদের কাছে শিক্ষণীয়। আর এই সব গুনের জন্যই কিন্তু ক্রিকেট দুনিয়ার কা...

হতাশা লুকাতে জুতা-জামা পরেই শাওয়ারের জলে ভিজেছিলেন আন্দ্রে রাসেল

Image
স্পোর্টস ডেস্ক : ব্যাটিং হোক বা বোলিং, ভয়ডরহীন ক্রিকেট খেলতেই অভ্যস্ত কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। তবে যখন মাঠে তার কোনও ভুলের জন্য দলের জয়ের সুযোগ হাতছাড়া হয়, যারপরনাই হতাশ হতে দেখা যায় দ্রে রাসকে। এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহানায়কোচিত ইনিংস খেলে কলকাতার জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন রাসেল। তবে শেষরক্ষা করতে পারেননি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় সিঁড়িতেই মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় রাসেলকে। সন্দেহ নেই এমন ছবি কেকেআর অনুরাগীদের কাছে হৃদয় বিদারক। যদিও দ্রে রাস জানালেন, এর আগেও একবার যখন বুঝতে পেরেছিলেন যে, তার জন্যই বোধহয় দলের আইপিএল ফাইনাল খেলা সম্ভব হল না, তখন হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, সাজঘরে ফিরে সোজা চলে যান শাওয়ারে নীচে। জার্সি, জুতো পরেই তিনি ভিজেছিলেন শাওয়ারের জলে। ইডেনে ২০১৮ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রশিদ খানের বলে আউট হওয়ার প্রসঙ্গে রাসেল বলেন, ‘আপনারা ঠিক গুরুতর স্মৃতিগুলি ফিরিয়ে আনেন। যখন আমি রশিদ খানের বলে আউট হই, সাজঘরে ফিরে সোজা শাওয়ারের নীচে চলে যাই ক্রিকেটের পোশাক পরেই। আমার জুতো, জার্সি সবকিছুই ভিজ...

বুধবার সকালে উড়িষ্যার ধামরা বন্দরে আঘাত করবে ঘূর্ণিঝড় ইয়াস

Image
নিউজ ডেস্ক: প্রতি ঘন্টায় তীব্র গতিবেগ বাড়ছে ঘুর্ণিঝড় ইয়াসের। মঙ্গলবার সন্ধ্যায় এটি প্রচন্ড ঘুর্ণিঝড়ে রূপ নিয়েছে। বুধবার সকালে এটি উড়িষ্যার ভদ্রক জেলার ধামরা বন্দরের কাছে তীব্র গতিতে আছড়ে পড়তে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে। ঘুর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে জানমাল ও সহায় সম্পদ রক্ষার জন্য উড়িষ্যায় ৫২টি এবং পশ্চিমবঙ্গে ৪৫টি সহ পাঁচটি রাজ্য এবং একটি ইউটি (ইউনিয়ন টেরেটরি) তে প্রায় ১১৫টি দল মোতায়েন করা হয়েছে। আগামীকাল এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৬০ থেকে ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ঝড়টির প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেক স্থানে বেড়িবাঁধ টপকে ওই পানি প্রবেশ করছে। সুন্দরবনের দুবলার চরসহ জেলে পল্লিগুলোর বেশির ভাগ এলাকা এরই মধ্যে ডুবে গেছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম এবং ...

ডাক্তারশূন্যতা দূরে টিকায় জোর

Image
কালের কণ্ঠ : সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত ছয় হাজারের বেশি শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি মাসেই। করোনার কারণে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মেডিক্যাল কলেজগুলো বন্ধ থাকায় তাঁদের জায়গায় যে উত্তরসূরিরা আসবেন, সেই ব্যাচের এখনো চূড়ান্ত পরীক্ষা হয়নি। মহামারির মধ্যে হাসপাতালগুলোর প্রাথমিক পর্যায়ে মূল দায়িত্ব পালনকারী শিক্ষানবিশ চিকিৎসকদের সংকট তৈরি হলে হাসপাতাল পর্যায়ে নেমে আসতে পারে আরেক বিপর্যয়। এমন আশঙ্কা থেকেই দ্রুত সময়ের মধ্যে এমবিবিএস কোর্সের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করে শিক্ষানবিশ চিকিৎসক সংকট কাটানোর কৌশল নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এই কৌশলের অংশ হিসেবেই তাদের চাহিদা ও পরামর্শ অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার থেকে দেশব্যাপী মেডিক্যাল শিক্ষার্থীদের মধ্যে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে। এ ক্ষেত্রে শুধু এমবিবিএসই নয়, সব ধরনের মেডিক্যাল শিক্ষার্থীই এ সুযোগ পাচ্ছেন। এমনকি নার্স, টেকনোলজিস্ট, ফিজিওথেরাপিস্টসহ এ ধরনের শিক্ষার্থীদেরও এই টিকার আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভা...

বিদেশি বিনিয়োগ আনতে সংস্কার জরুরি বাজেটে

Image
কালের কন্ঠ : করোনায় বিশ্বজুড়ে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। মহামারির ক্ষতি কাটিয়ে অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে প্রয়োজন প্রচুর বিনিয়োগ। তাই সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো ব্যবসা সহজীকরণসহ করপোরেট করে ছাড়সহ নানা প্রণোদনা দিচ্ছে। কিন্তু এফডিআই প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগে পদে পদে জটিলতা ছাড়াও উচ্চহারের করপোরেট করের কারণে বিনিয়োগ ব্যয় বেড়েছে। এতে বিনিয়োগকারীরা উৎসাহ হারাচ্ছেন। তাই এফডিআই আকর্ষণে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যাপক নানামুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে দেশে যে পরিমাণ নিট এফডিআই এসেছিল, এর চেয়ে ২০২০ সালে প্রায় ১০.৮০ শতাংশ কম এসেছে। ২০১৯ সালে দেশে নিট এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৩৯ লাখ ডলার আর ২০২০ সালে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার। ২০১৮ সালে সাড়ে ৩০০ কোটি ডলারের বেশি বিদেশি বিনিয়োগ এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক বছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো দেখা যায়, গত বছর সবচেয়ে বেশি ৪০ কোটি ডলারের নিট এফডিআই এসেছে নেদারল্যান্ডস ...

যুবককে কোপানোর পর আসামিদের ‘লুঙ্গি ড্যান্স’, ভিডিও ভাইরাল

Image
ডেস্ক রিপোর্ট : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় এক যুবককে কুপিয়ে আহত করা হয়। ১৭ মে ওই উপজেলার কোমারডোগা গ্রামে এ ঘটনা ঘটে। আহত দেলোয়ার হোসেন একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। ওই রাতেই সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন আহতের স্ত্রী আয়েশা আক্তার। এ ঘটনার পর মামলা তুলে নিতে ভয় দেখিয়ে সম্প্রতি রামদা হাতে নিয়ে নাচানাচি করে দুই যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হিন্দি লুঙ্গি ড্যান্স গানের তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়। https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/05/চৌদ্দগ্রামে-রামদা-হাতে-নাচানাচির-ভিডিও-ভাইরাল-যুবক-আটক-_-Dancing-with-arms_1_1.mp4 রামদা হাতে উল্লাস করা দুইজন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাজেশপুরের মনির হোসেনের ছেলে মেহেদি হাসান, চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া। তারা দেলোয়ারের ওপর হামলা মামলার আসামি। ভিডিও ছড়িয়ে পড়লে মঙ্গলবার ভোরে মেহেদি হাসানকে গ্রেফতার করে পুলিশ। চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ফেসবুকে দেশীয় অস্ত্রসহ নাচানাচির ভিডিওটি যাচাই করে একজনকে গ্রেফতার করা...

[১] কুমিল্লায় নজরুলের ১২২ তম জন্মবার্ষিকী পালিত

Image
রুবেল মজুমদার:[১] কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচী গ্রহণ করা হয়েছে। [২] সকাল ৯ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমী চত্তরের নজরুল ম্যুরাল ‘চেতনায় নজরুল’-এ পুস্পস্তবক অর্পন করা হয়।এ সময় জেলা প্রশাসন, নজরুল পরিষদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে। [৩] এসময় উপস্থিত কুমিল্লা জেলা প্রশাসনের কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শাহাদাত হোসেন, অশোক কুমার বড়ুয়া,কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ অায়াজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও নজরুল প্রেমীগণ উপস্থিত ছিলেন। [৪] অন্যান্য দিকে মঙ্গলবার সকাল ১০ টায় মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবকলীগ পক্ষে মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের নজরুলের স্মৃতি পাপড়ি পুস্পস্তবক অর্পন করেন। এতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার চেয়ারম্যান ড.অাহসানুল আলম সরকার কিশোরসহ প্রমুখ [৫] এছাড়া জেলা নজরুলের ইসলামে কর্মসূচীর নিয়ে তেমন কোনো অায়োজন চোখে পড়...

[১] হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

Image
শাহীন খন্দকার: [২] জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ বাসায় ফিরেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ২৩ দিন চিকিৎসা শেষে রবিবার বিকালে ছাড় পান তিনি। [৩] রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদ বলেন, তিনি ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ এপ্রিল সিএমএইচে ভর্তি হয়েছিলেন। রওশন এরশাদ রোজা রাখছিলেন। ঐ দিন ইফতারের পর হঠাৎ তার রক্তচাপ বেড়ে যায়। [৪] এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ আসে। [৫] রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি (সাদ এরশাদ) আর ও বলেন,‘আম্মা এখন আগের চেয়ে ভালো আছেন’। সম্পাদনা: মেহেদী হাসান The post [১] হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .

[১] কুমিল্লার মেঘনায় বখাটেদের হামলায় নারী সাংবাদিক আহত

Image
এইচএম দিদার:[২] উপজেলার দৈনিক ভোরের কাগজ এর প্রতিনিধি আঁখি আক্তার এর গোসলের ভিডিও ধারণ করা নিয়ে প্রতিবাদ করায় ভখাটেদের হামলায় ঐ নারী সাংবাদিকসহ তাঁর পরিবারের আরও ৩ জন সদস্য আহত হয়েছেন। [৩] সোমবার বিকালে আঁখি আক্তার বাদী হয়ে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন [৪] অভিযোগ সূত্রে জানা যায়,” দৈনিক ভোরের কাগজ মেঘনা প্রতিনিধি আখি আক্তার গোসলখানায় গোসল করার সময় ভাঙা ভেন্টিলেটর দিয়ে ভিডিও ধারণ করছিলো এক বখাটে যুবক।টের পেয়ে নারী সাংবাদিক দ্রুত বেরিয়ে বখাটেদের মোবাইল থেকে ভিডিও ডিলিট করতে বললে ক্ষেপে গিয়ে সাংবাদিকের ওপর হামলা করে। তার ডাক-চিৎকারে তাঁর ২ মেয়ে এগিয়ে গেলে ৩ জনকেই পিটিয়ে আহত করে।পরে এলাকাবাসি পুলিশকে খবর দিলে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। [৪] অভিযুক্তরা হলেন উপজেলার লুটেরচর গ্রামের আব্দুল বারেকের ছেলে সবুজ গাজী ও সবুল্লার ছেলে রিয়াজুল ইসলাম। [৫] এ ব্যাপারে মেঘনা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন,” নারী সাংবাদিক ও তাঁর পরিবারের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” [৬] উপজেলা...

[১] বিমান ছিনতাই: বেলারুশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞারোপ করলো ইইউ

Image
লিহান লিমা: [২] গ্রিস থেকে লিথুয়ানিয়াগামী রায়ানএয়ারের একটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝপথে নামিয়ে বিমান থেকে সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বেলারুশের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞারোপ করেছে ইউরোপিয় ইউনিয়ন। সোমবার ভূয়া নিরাপত্তা সতর্কতা দেখিয়ে ওই ফ্লাইটটিকে মিনস্কের বিমানবন্দরে নামানো হয় ও ফ্লাইটের যাত্রী ব্লগার এবং সাংবাদিক রোমান প্রোটাসেভিচ’কে (২৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় রোমান সহযাত্রীদের বলছিলেন, তারা আমাকে ফাঁসি দেবে। [৩] সোমবার রাত এক বৈঠকে ইইউ’র ২৭ সদস্য রাষ্ট্র বেলারুশ সরকারের এই কাজের তীব্র নিন্দা জানান ও রোমানের অতিসত্বর মুক্তি দেয়ার আহ্বান জানান। [৪] গ্রেপ্তারের পর বেলারুশে পুলিশের ধারণকৃত ভিডিওবার্তায় দেখা যায়, রোমান বলছেন তিনি বেলারুশ সরকারের বিরুদ্ধে রাজধানী মিনস্কে বিক্ষোভ সংগঠিত করার স্বীকারোক্তি দিয়েছেন। [৫] রোমান ২৬ বছর ধরে বেলারুশকে শাসন করা একনায়ক প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর একজন সমালোচক। ২০১৯ সাল থেকে তিনি লিথুয়ানিয়ায় নির্বাসিত। সেখান থেকেই ২০২০ সালের বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও দাঙ্গা উস্...