Posts

সিঙ্গাপুর প্রবেশে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা

Image
বাংলাদেশে অবস্থানরত সকল ব্যক্তিদের সিঙ্গাপুরে প্রবেশে নিষেজ্ঞা দেয়া হয়েছে। শুধু বাংলাদেশই নয় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে হয়েছে নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে। শুক্রবার (৩০ এপ্রিল) সিঙ্গাপুরের করোনাভাইরাস বিষয়ক মাল্টি-মন্ত্রণালয় টাস্ক ফোর্স শুক্রবার এ তথ্য জানিয়েছে। ২ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। সিঙ্গাপুরে প্রবেশ অথবা ট্রানজিটের আগে ১৪ দিনের মধ্যে এই চারটি থেকেছেন এমন সকল দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদী পাসপোর্টধারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। টাস্ক ফোর্সের উপ-চেয়ারম্যান লরেন্স ওং জানান, যারা ইতোমধ্যে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে প্রবেশের আগাম অনুমোদন পেয়েছেন তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। আগামী ৩ মে’র মধ্যে এই চারটি দেশ থেকে যেসব যাত্রী সিঙ্গাপুরে আসবেন, তারা ইতোমধ্যে ১৪ দিন বাসায় থাকার নির্দেশনা পেয়েছেন। কিন্তু নতুন নির্দেশনায় বাসায় থাকার এই মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। সিঙ্গাপুরে পৌঁছে তাদের করোনা পরীক্ষা (পিসিআর) করাতে হবে। এছাড়া ১৪ দিন বাসায় অবস্থানের পর এবং ২১ দিন পর্যন্ত অবস্থানের আগে তাদের এই পরীক্ষা আবার করাতে হবে। বার্তাবাজার/ই.এইচ.এম The post সিঙ...

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুঘর্টনায় নিহত ১

Image
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের চাপায় সালাম (৬০) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়ক এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাম এই ইউনিয়নের সাতিয়াইন গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, বিশ্বরোড অভিমুখী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সালাম নামের ওই ব্যক্তি অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সালামকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন মৃত্যুর বার্তাবাজারকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালের আসার আগে তিনি মারা যান। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সালামের মৃত্যু হয়েছে বলে তিনি জানান। খাঁটিহাতা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে। মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/ভিএস The post ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ...

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টায় বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা!

Image
চরফ্যাসনে মো. দুলাল হোসেন নামের বিজিবি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ১৩ এপ্রিল ভোলা নারী ও শিশু ট্রাইব্যুনালে ভিক্টিম বাদী হয়ে ওই অভিযুক্ত বিজিবি সদস্য দুলালকে আসামী করে মামলাটি দায়ের করেছেন বলে শুক্রবার ভিক্টিম পক্ষের আইনজীবি মো. ইকবাল হোসেন বার্তাবাজারকে নিশ্চিত করেন। অভিযোগ পত্রের কপি। -বার্তাবাজার বিজ্ঞ আদালত ভিক্টিমের দায়ের করা মামলাটি তদন্ত স্বাপেক্ষ ব্যবস্থা নেয়ার জন্য দক্ষিণ আইচা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আজ শুক্রবার দক্ষিণ আইচা থানার ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শক করেছেন।গত ২ এপ্রিল সন্ধ্যায় প্রতিবন্ধী ভিক্টিমের স্বামীর বসত ঘরে এঘটনা ঘটে। মামলা ও ভিক্টিম সুত্রে জানাযায়. বিজিবি সদস্য দুলাল ও ভিক্টিম একই এলাকায় বসবাস করেন। প্রায় সময় ছুটিতে বাড়িতে আসলে ওই বিজিবি সদস্য তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এসব বিষয়ে তিনি এলাকার গন্যমান্যদের জানালে বিজিবি সদস্য দুলাল ক্ষিপ্ত হয়। এবং নানান সময়ে ছুটিতে বাড়িতে আসলে তাকে হুমকি ধামকি দিতেন। গত ২ এপ্রিল সন্ধ্যায় তার স্বামী দুই সন্তান নিয়ে স্থানীয় বজলু বাজারে গেলে এ সুযোগে দুলাল ভ...

প্রেমে পড়ার আট বছরে নুসরাতের স্ট্যাটাস ভাইরাল

Image
‘ভালোবাসাবাসির জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তই যথেষ্ট।’ বাক্যটি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের। আট বছর আগে আজকের দিনে সেই ভালোবাসাবাসির মুহূর্ত এসেছিল ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার জীবনে। এদিন রনি রিয়াদ রশিদের প্রেমিকা বনে গিয়েছিলেন এই সিনেতারকা। এমন বিশেষ দিন প্রেমিকযুগলের ভোলার কথা নয়। নুসরাত ফারিয়াও দিনটি ভোলেননি। তাই তো, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রেমিক থেকে হবুস্বামী হতে যাওয়া রনি রিয়াদ রশিদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। নায়িকা এতে ক্যাপশন জুড়েছেন, ‘সম্পর্কগুলি অদ্ভূত এবং মজার। এটা গেল আট বছরের। শুভ আট বছরবার্ষিকী।’ নুসরাত গেল বছরের ৮ জুন নুসরাত ফারিয়া এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সেই বছরের ১ মার্চ সাত বছরের প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন তিনি। বিয়ে বছর শেষে। যদিও দেশের করোনা পরিস্থির জন্য সেই বিয়ে এখনও আটকে আছে। দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যম...

যে নায়কের হাত ধরে নায়িকা হওয়ার অজানা গল্প জানালেন অঞ্জনা

Image
সোনালি দিনের নায়িকা অঞ্জনা। পারিবারিক নাম অঞ্জনা রহমান। ১৯৭৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘দস্যু বনহুর’ মুক্তি পায়৷ এ ছবিতে তিনি ড্যাশিং হিরোখ্যাত সোহেল রানার নায়িকা হিসেবে অভিনয় করেন৷ এর আগে থেকেই অঞ্জনা নাচের শিল্পী হিসেবে দেশে বিদেশে সুনাম অর্জন করেন৷ তার নৃত্যশিল্পী খ্যাতি দেখেই তাকে সিনেমায় নিয়ে আসেন সোহেল রানা৷ এরপর দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন৷ প্রায় ৩০টি সিনেমায় নায়িকা হয়েছেন নায়ক রাজ রাজ্জাকের বিপরীতে৷ এছাড়াও তিনি অভিনয় করেছেন আলমগীর, জসিম, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, ওয়াসিম, উজ্জ্বল, ফারুক, ইলিয়াস জাভেদ , মিঠুন চক্রবর্তী, (ভারত) ইলিয়াস কাঞ্চন, সোহেল চৌধুরী , রুবেল, সুব্রত বড়ুয়া, মান্না, ফয়সাল, (পাকিস্তান), নাদিম, (পাকিস্তান) জাভেদ শেখ (পাকিস্তান), ইসমাইল শাহ,(পাকিস্তান), শীবশ্রেষ্ঠ, (নেপাল), ভূবন কেসি (নেপাল) প্রমুখ নায়কদের বিপরীতে৷ যা বাংলাদেশি কোনো অভিনেত্রীর ক্যারিয়ারে বিরল সাফল্য। নাচ ও অভিনয়ে আন্তর্জাতিকভাবেও ব্যাপক প্রশংসিত অঞ্জনা বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে গত ২৯ এপ্রিল দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে৷ সেখানে জানিয়েছেন সোহেল রানার...

করোনা রোগীদের পাশে দাঁড়াতে শ্রদ্ধার অনুরোধ

Image
ভারতে করোনায় ভয়াবহ অবস্থা। প্রতিদিন হাজার মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে লাখ লাখ। বলা চলে দেশটিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বেশ বাজে অবস্থা বিরাজ করছে। ভারতের এই সংকটকালে এগিয়ে এসেছেন অনেক তারকা। কেউ সরকারি কোষাগারে টাকা জমা দিচ্ছেন। কেউ অক্সিজেন সাপ্লাই করছেন। কেউ আবার নানা রকম চিকিৎসা যন্ত্রপাতি, খাবার বিলিয়ে দিচ্ছেন। কেউ কেউ নানা উৎসাহ-পরামর্শে দেশবাসীকে সাহসী করে তুলছেন। সতর্ক করছেন। অনেকে করোনা আক্রান্তদের প্লাজমা দান করেও সামাজিক দায়িত্ব পালন করছেন। তাদের একজন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভাই সিদ্ধান্তের প্লাজমা ডোনেটের ছবি শেয়ার করেছেন তিনি। শ্রদ্ধা সেইসঙ্গে সবাইকে প্লাজমা দিতে এগিয়ে আসার অনুরোধও জানালেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী। ছবিটিতে দেখা যায় হাসপাতালে প্লাজমা দেওয়ারত অবস্থায় ভি চিহ্ন দেখাচ্ছেন সিদ্ধান্ত। ছবিটির ক্যাপশনে শ্রদ্ধা লেখেন, ‘আমার ভাই সিদ্ধান্ত প্লাজমা দিচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারাও এগিয়ে আসুন। আমরা সকলে একটি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমাদের সকলকে এক সাথে থাকা উচিৎ। আমরা যেন সবাই একে আপরের দিকে হাত বাড়িয়ে এই খারা...