'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা'
'মশা নিধন অভিযানে বাধা দিলে ব্যবস্থা' এডিস মশার লার্ভা নিধনে বাসাবাড়িতে অভিযানের সময় বাধা দিলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে, গুলশানে মশক নিধন এবং পরিচ্ছন্নতা বিষয়ক পর্যালোচনা সভায় তিনি বলেন, ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে চলা এই অভিযানে বাধা আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আগামী, রবিবার থেকে উত্তরের ৩৬ টি ওয়ার্ডে এই অভিযান চলবে বলেও জানান তিনি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। তাই ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।