Posts

প্রাইস ওয়াটারহাউজ নিষিদ্ধ ভারতে

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা নিরীক্ষা কোম্পানি প্রাইস ওয়াটারহাউজ কুপারকে নিষিদ্ধ করেছে ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া। ভারতের সফটওয়্যার কোম্পানি সত্যম কম্পিউটার সার্ভিসের এক বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক দুর্নীতির ঘটনায় এই নিষেধাজ্ঞায় পড়ল প্রাইস ওয়াটারহাউজ। তারা কোম্পানিটির হিসাব নিরীক্ষার দায়িত্বে ছিল। রামলিঙ্গ রাজুর প্রতিষ্ঠিত সত্যম কম্পিউটার কয়েক বছর ধরে নিজেদের আয় ও সম্পদ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানোর  কথা ২০০৯ সালে স্বীকার করলে তা ব্যাপক শোরগোল তোলে। একে ভারতের গত এক যুগে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে।. ফাইনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাইস ওয়াটারহাউজ দায়িত্বে থাকার সময়ই বিলিয়ন ডলারের এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। সত্যমের কেলেঙ্কারি নিয়ে সেবির ১০৮ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সাল থেকে প্রায় পাঁচ বছরে ৭৫৬১টি ভুয়া ইনভেয়েসের মাধ্যমে আর্থিক প্রতিবেদন ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিল সত্যম; আর নিরীক্ষায় তা এড়িয়ে গিয়েছিল প্রাইস ওয়াটারহাউজ। ভারতে প্রাইস ওয়াটারহাউজ কুপার সরাসরি নিরীক্ষা চালায় না; তাদের নামে নিরীক্ষা কার্যক্রম ...

সৌদি বিপুল পরিমাণ অর্থ নাগরিকদের অ্যাকাউন্টে দিয়েছে

নতুন বছর উপলক্ষে নাগরিকদের অ্যাকাউন্টে দুই দশমিক এক রিয়াল ট্রান্সফার করেছে সৌদি আরব। গত বুধবার দেশটির নাগরিকদের অ্যাকাউন্টে ওই অর্থ ট্রান্সফার করা হয়েছে বলে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে। এর আগেও এ ধরনের উদ্যোগ নিয়েছে সৌদি আরবের সরকার। জানা গেছে, নয়শ ৩৫ রিয়াল করে জমা পড়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে। তিন মিলিয়ন পরিবার ও একক ব্যক্তি সেই অর্থ পেয়েছেন। এর আগেরবারের দেওয়া অর্থ সুবিধা এবং এবারেরটা মিলিয়ে ১১ মিলিয়ন পরিবার সাত দশমিক ছয় মিলিয়ন রিয়াল আর্থিক সহায়তা পেল। গড়ে নয়শ করে রিয়াল সহায়তা পেল আট লাখের বেশি পরিবার। দুই বারের ট্রান্সফারে চার বিলিয়নের বেশি রিয়াল সহায়তা করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। আগামী ১০ ফেব্রুয়ারি তৃতীয় ট্রান্সফার করা হতে পারে। ইতোমধ্যেই সেই আবেদনগ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। গত বছরের ২১ ডিসেম্বর প্রথম দফায় নাগরিকদের অ্যাকাউন্টে অর্থ ট্রান্সফার করা হয়।

গরিবদের জন্য খরচ করতে পারি’ যেন‘২৫০০ কোটি টাকা

‘কেউ কেউ বলছে আমি নাকি ছেলের বিয়েতে ২৫ কোটি টাকা খরচা করেছি। আমি জানি না ২৫ কোটি টাকা কতগুলি টাকায় হয়। তারা বলে, গরিব হকারদের জন্য কিছু করছি না। তারা যেন দোয়া করে ২৫ কোটি নয়, ২৫০০ কোটি টাকা যেন খরচা করতে পারি গরিব জনগণের জন্য।’ নারায়ণগঞ্জে আয়োজিত উন্নয়ন মেলায় প্রধান অতিথির ভাষণে হকার পুনর্বাসন ইস্যুতে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর মন্তব্যের জবাবে এসব কথা বলেছেন সংসদ সদস্য শামীম ওসমান। বৃহস্পতিবার দুপুরে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ নগরীর জিমখানা উন্মুক্ত মঞ্চে ‘স্বচ্ছতা, জবাবদিহিতা, ও নগরবাসীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে মেয়র আইভী হকার উচ্ছেদ প্রসঙ্গে সংসদ সদস্য শামীম ওসমানকে কটাক্ষ করে বলেছিলেন, ‘চার হাজার হকারের জন্য নগরীর পাঁচ লাখ মানুষ জিম্মি থাকতে পারে না। ফুটপাতে নগরবাসী চলাচল করবে। সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী হকার সংখ্যা মাত্র ৬শ’। কিন্তু, হকারদের দাবি চার হাজার। আর সংসদ সদস্য শামীম ওসমানের বক্তব্য অনুযায়ী হকারের সংখ্যা...

জাতীয় পার্টি নেতা মোরশেদ ও এমপি মাহজাবিনের বিরুদ্ধে দুদকের মামলা .

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার স্ত্রী জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন মোরশেদের বিরুদ্ধে মামলা করছে দুদক। বেসিক ব্যাংক থেকে ২৭৫ কোটি টাকা ঋণ গ্রহণের পর আত্মসাতের অভিযোগে দুইটি মামলা করা হয়েছে বলে  নিশ্চিত করেছেন | দুর্নীতি দমন কমিশন (দুদক) উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্রাচার্য্য। আজ বুধবার চট্টগ্রামের ডবলমুরিং থানায় এই মামলা দুইটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক। ১৩৪ কোটি ও ১৪১ কোটি মোট ২৭৫ কোটি টাকার দুই মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে দুইজন বেসিক ব্যাংকের কর্মকর্তা। ১৩৪ কোটি টাকা আত্মসাতের মামলাটিতে আসামি মোরশেদ মুরাদ ইব্রাহিম। তিনি ক্রিস্টাল স্টিল অ্যান্ড শিপ ব্রেকিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বেসিক ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ওই ঋণের আবেদন করেছিলেন। এই মামলার অন্য আসামি বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাজেদুর রহমান। ১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা  অপর মামলায় আসামি করা হয়েছে সাংসদ মাহজাবীন মোরশেদকে। তিনি আইজি নেভিগেশন নামের এক...

ডিএনসিসিতে প্রার্থী দেবে না জামায়াত

Image
উত্তর সিটিতে (ডিএনসিসি) উপ-নির্বাচনে ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামী প্রার্থী প্রত্যাহার করে নেবে। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে জোট নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত ৩ জানুয়ারি ঢাকা উত্তর সিটিতে আমির ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল ২০ দলীয় জোটের শরিক জামায়াত। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘শিডিউল প্রকাশের আগে অনেকেই মনোনয়নপ্রত্যাশী হতে পারেন। তবে খালেদা জিয়ার সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি যে প্রার্থী মনোনয়ন দেবেন, তাঁর পক্ষেই জোটের শরিক হিসেবে জামায়াতে ইসলামী থাকবে।’ তিনি আরো জানান, বৈঠকে খালেদা জিয়ার মামলা নিয়ে আলোচনা হয়। জোট নেতারা বলেছেন, বিএনপিপ্রধানকে মাইনাস করে কোনো নির্বাচন হবে না। সে নির্বাচনে কেউ অংশও নেবে না। তিনি জানান, চলতি মাসে একটি আইনজীবী সমাবেশ এবং আরেকটি আলেম-উলামা সমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বেশি যাত্রী পরিবহন করছে গ্রিন লাইন

Image
চট্টগ্রাম-ঢাকা চার লেন মহাসড়ক চালুর পরই বেসরকারি বাস কম্পানিগুলোর মধ্যে মূল প্রতিযোগিতা শুরু হয়। একই সঙ্গে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক চার লেন উন্নীত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে অন্যান্য রুটে বিলাসবহুল গাড়ির সংখ্যা কম সড়কপথে যাত্রী টানতে আন্তর্জাতিক মানের বাস যুক্ত করার প্রতিযোগিতা চলছে দেশি বাস কম্পানিগুলোর মধ্যে। প্রতিযোগিতা করে সুইডেনের স্ক্যানিয়া, কোরিয়ার হুন্দাই, সুইডেনের ভলভো, জার্মানির ম্যান কম্পানির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড (ইউরো-৩) মানের বাস যুক্ত করেছে বিলাসবহুল বাস কম্পানিগুলো। এই প্রতিযোগিতার সর্বশেষ সংযোজন হচ্ছে জার্মানির ম্যান কম্পানির দ্বিতল বাস। ‘ইউরো-৩’ বা ইউরোপিয়ান এমিশন স্ট্যান্ডার্ডস মানের বাস হচ্ছে আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর, আরামদায়ক, জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব বাস। ইউরো-৩ বাসের ইঞ্জিন থাকে গাড়ির পেছনে, ব্রেকিং সিস্টেম ভালো। বিশ্বব্যাপী পরিবেশদূষণ কমানো এবং জ্বালানি ব্যবহার কমিয়ে আনতে ২০০০ সালে এই প্রযুক্তির গাড়ি ব্যবহার শুরু হয়। পার্শ্ববর্তী দেশ ভারতে ‘ইউরো-৩’ মানের বাস চলাচল করছে অনেক আগে থেকেই। আমাদের দেশে এর ব্যবহার শুরু হয়েছে বেশ কয়েক ব...

নারী কেলেঙ্কারিতে বিব্রত পুলিশ ডিআইজি মিজানের

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (উপমহাপরিদর্শক বা ডিআইজি) মিজানুর রহমানের একাধিক নারী কেলেঙ্কারিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ, তিনি দ্বিতীয় বিয়ে গোপন করতে নিজের ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী মরিয়ম আক্তার ইকোকে সাজানো মামলায় গ্রেপ্তার করান। সাবেক ব্যাংক কর্মকর্তা ইকোকে প্রতারক সাজিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করান এবং প্রভাব খাটিয়ে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি। এমনকি চার মাস গোপনে সংসার করেও অস্বীকার করছেন মিজান। ইকোর অভিযোগ, ডিআইজি মিজান তাঁকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। বিয়ের বিষয়টি গোপন রাখতে বলা হলেও তিনি ফেসবুকে প্রকাশ করেন। এর পরই তাঁর ওপর নির্যাতন শুরু হয়। ইকো ছাড়াও একাধিক নারীর সঙ্গে ডিআইজি মিজানের অনৈতিক সম্পর্ক আছে। এর মধ্যে একজন সংবাদ পাঠিকাও রয়েছেন। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক কমিশনার ও ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অব্স) মিজানের নারী কেলেঙ্কারির খবর নিয়ে গতকাল সোমবার পুলিশ সপ্তাহে দিনভর গুঞ্জন চলে। তবে পুলিশের সবচেয়ে বড় এই অনুষ্ঠানে ডিআইজি মিজানকে কোথাও দেখা যায়নি। পু...

শীতে কাঁপছে দেশ

Image
কে জানত হঠাৎ করে বাংলাদেশে নেমে আসবে হাড় কাঁপানো শীত! ভূমিষ্ঠ হয়েই শিশুটি পড়ে গেছে দারুণ কষ্টে। ঠাণ্ডায় অসুস্থ হওয়ায় গতকাল তাকে চিকিৎসা দেওয়া হয় রাজবাড়ী সদর হাসপাতালে। ছবি : কালের কণ্ঠ নাতিশীতোষ্ণ অঞ্চলের এই দেশে এমন ভয়াবহ হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ বহুদিন দেখেনি মানুষ। পুরো দেশ যেন অসহনীয় হিমাগার। সপ্তাহ ধরে শীতে জবুথবু মানুষের কষ্টের সীমা নেই। বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারীসহ উত্তরাঞ্চলে দুর্ভোগের শেষ নেই। গতকাল সোমবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যাতে সর্বনিম্ন তাপমাত্রার ৫০ বছর আগের রেকর্ড ভেঙে গেছে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশের মানুষ। এর মধ্যে সবচেয়ে কষ্টের শিকার শিশু ও বৃদ্ধরা। অতিদরিদ্র পরিবারগুলোর শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। ফলে ছালা গায়ে জাড়িয়ে, খড়কুটো পুড়িয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। এর মধ্যে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে দিনাজপুর ও হবিগঞ্জে দগ্ধ হয়েছেন দুই গৃহবধূ। সরকারি-বেস...

প্রেমিক ডাকাতের কাণ্ড!

Image
হ্যামিলটন-মিডলটাউন জার্নাল নিউজ জানায়, ৩৬ বছর বয়সী ডাস্টিন পেডারসেনের বিরুদ্ধে ট্রেন্টনের ফিফথ থার্ড ব্যাংকের একটি ব্রাঞ্চে ডাকাতির অভিযোগ ওঠে। ১৬ ডিসেম্বর তিনি ওই ব্যাংকে ডাকাতি করেন।  পুলিশ জানায়, তদন্তে দেখা গেছে পেডারসেন সাড়ে ৪ হাজার ডলার খবর করেছেন ব্যাংক ডাকাতির এক ঘণ্টার মধ্যে। পরদিন তিনি ওটা প্রেমিকার অনামিকায় পরাতে চেয়েছিলেন। তিনি মোট সাড়ে ৮ হাজা ডলার ডাকাতি করেন।  ছয় দিন পর বাটলা কাউন্টির এক ব্যাংকে আবারো ডাকাতি হয়। ওই ডাকাতের মাথায় বিশেষ এক হ্যাট পরা ছিল। ওটা দেখার পর থেকেই পেডারসেনকে সন্দেহের তালিকায় আনে পুলিশ।  তবে পুলিশের কাছে ব্যাংক লুটের অভিযোগ অস্বীকার করেছেন পেডারসেন। কিন্তু সিসি ক্যামেরায় দেখা যাওয়া ডাকাত তার মতোই দেখতে। 

'খাবার চাওনা বাহে, অ্যাকনা কম্বল দেও'

Image
'মুই খাবার চাওনা বাহে, মোক অ্যাকনা কম্বল দেও। মরণের ঠাণ্ডার হাত থাকি বাঁচোং।' রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে পার্শ্ববর্তী তিস্তার ঢুষমারা চর থেকে আসা জমিলা বেওয়া (৬৫) সবার কাছে শীতের হাত থেকে বাঁচতে এভাবে আকুতি করছিলেন। গত এক সপ্তাহ ধরে রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষজন। বিশেষ করে তিস্তার চরাঞ্চলের অভাবি মানুষের শীত নিবারণে গণ অগ্নিকুণ্ডই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে শীতবস্ত্রও রয়েছে অপ্রতুল।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

Image
হাড় কাঁপানো তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তরের জেলা দিনাজপুরের স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র শীতে কাহিল হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে এ জেলায় গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সেনা মোতায়েনের বিপক্ষে কিছু দেখি না :

Image
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, 'বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন একটি বাস্তবতা।' বিবিসির প্রবাহ টিভি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নুরুল হুদা বলেন, 'আগে নির্বাচনগুলোতে সেনা মোতায়েন হয়েছে। সুতরাং এবারের নির্বাচনগুলোতে যে সেনা মোতায়েন হবে না সেটা বলা যাবে না। আমরা তো সেনা মোতায়েনের বিপক্ষে কিছু দেখি না।' জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করা হবে কিনা এ নিয়ে বাংলাদেশে প্রতিটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক হয়। সে প্রেক্ষাপটে এসব কথা বলেন হুদা। তিনি মনে করেন, কোনো রাজনৈতিক দলের নির্বাচন বয়কট করার আশঙ্কা নেই। আর যদি বয়কট করে, সেক্ষেত্রে সাংবিধানিক যে প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী নির্বাচন কমিশনকে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, 'সংবিধানের বাইরে তো কিছু করা যাবে না। তবে আমি শতভাগ আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মনে করে একটি নিরপেক্ষ সরকার না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেক্ষেত্রে বিএনপিকে আশ্বস্ত করার জন্য নির্বাচন কমিশন...

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ রাজনীতির হালচাল।দুই প্রধান দলেই বিরাজ...

Image
এবারে সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চার আসনেই আওয়ামী লীগে রয়েছে একাধিক প্রার্থী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আছেন ২০ জন। বিএনপিতে ১৫ জন। দুদলেই রয়েছে একাধিক বিভক্তি। গেলো নির্বাচনে দখলে ছিলো তিনটি আসন, আর বাকি একটিতে জয়ী স্বতন্ত্র প্রার্থীও শেষ পর্যন্ত যোগ দিয়েছেন আওয়ামী লীগে। তাই আওয়ামী লীগ অনেকটাই এগিয়ে, বলছেন দলের নেতারা। এদিকে ঝিনাইদহ-২ আসন ছাড় বাকি তিনটিতেই রয়েছে বিএনপির কোন্দল। চার আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ১৫ জন। যাদের প্রত্যেকেই চালিয়ে যাচ্ছেন গণসংযোগ।

পৃথিবীর অদ্ভুত সব নারীদের ছবিতে দেখার পর, নিজেকে নিয়ে আরেকবার চিন্তা করবেন!

Image
আপনি কী কখনও পৃথিবীর সবচেয়ে বেঁটে মহিলাকে দেখেছেন? কিংবা সবচেয়ে বৃহৎ ঠোঁটের অধিকারিনী যিনি? যদিও আজকে যে নারীদের নিয়ে আমরা আমাদের এই প্রতিবেদনটি বানাচ্ছি তাদের মধ্যে অনেকেরই অসামাঞ্জস্যপূর্ণ শরীরের অংশের কারণে হয়তো দেখতে কিছুটা অদ্ভুদ লাগতে পারে। কিন্তু মানুষগুলি যে নিখাদ সেই সম্পর্কে কোনও সন্দেহ নেই। এই প্রতিবেদনটি পড়ে কেউ এই বিশেষ নারীদের সম্পর্কে নিজেদের কোনও স্থির ধারণা তৈরি করে নেবেন না। এঁরা অদ্ভুদ এবং অমূল্যও বটে। অ্যাবিগেল ও ব্রিটানি হেনসেলঃ পৃথক আত্মা, পৃথক হৃদযন্ত্র, পৃথক চিন্তাভাবনা, কিন্তু শরীর একই। অ্যাবিগেল ও ব্রিটনি দুই বোন। আপাতভাবে দেখে মনে হবে একজনের কাঁধের পিছন দিকে দাঁড়িয়ে সামনের জনের কাঁঝে মাথা রেখেছেন একজন। কিন্তু ভাল করে দেখলে বুঝবেন পিছনে কেউ নেই একই শরীরে ২টি মাথা পাশাপাশি।

মহিলা বিষয়ক অধিদপ্তরে ৮২ জনের নিয়োগ

Image
মহিলা বিষয়ক অধিদপ্তর শূন্য পদে ৮২ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন জমা দেয়ার শেষ তারিখ ১৫-০১-২০১৮। পদের বিবরণ:   • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা: ৮২টি যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে। এছাড়া মিনিটে ২০টি বাংলা এবং ২০টি ইংরেজি শব্দ টাইপিং গতিসম্পন্ন হতে হবে। বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর। বিশেষক্ষেত্রে ৩২ বছর। বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা আবেদন জমা দেয়ার ঠিকানা: মহিলা বিষয়ক অধিদপ্তর, ৩৭/৩ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা-১০০০। বিস্তারিত জানতে ভিজিট করুন, www.dwa.gov.bd

ঢাকা উত্তরে ২৬ ফেব্রুয়ারি এবং ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় উপ-নির্বাচন ১৩ মার্চ

Image
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ ফেব্রুয়ারি ভোট নেওয়া হবে। অপর দিকে শূন্য ঘোষিত ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচন হবে ১৩ মার্চ।   আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। হেলালুদ্দীন জানান, ঢাকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ-নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। গত বছরের ৩০ নভেম্বর যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক মারা যান। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মারা যান ১৯ ডিসেম্বর সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএই...

আগ্রাসী ব্যাংকিং বন্ধে এডি রেশিও কমানোর সিদ্ধান্ত

Image
বিদায়ী বছরজুড়ে আগ্রাসী ব্যাংকিং করেছে দেশের সরকারি-বেসরকারি খাতের অধিকাংশ ব্যাংক। গত ছয় মাসে আমানত প্রবৃদ্ধির প্রায় দ্বিগুণ হারে ঋণ বিতরণ করেছে বেসরকারি ব্যাংকগুলো। এতে দেশের অধিকাংশ বেসরকারি ব্যাংকেই তারল্য বা নগদ টাকার সংকট সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ঋণ-আমানত অনুপাত বা এডি রেশিও কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে গতকাল দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করেন গভর্নর ফজলে কবির। গতকালের ওই ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত হয়। তিন ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন। গ্রাহকদের কাছ থেকে আমানত নিয়ে ঋণ বিতরণ করাই ব্যাংকের প্রধান কাজ। এক্ষেত্রে দেশের সাধারণ ধারার ব্যাংকগুলো ১০০ টাকা আমানত সংগ্রহ করলে সর্বোচ্চ ৮৫ টাকা ঋণ দিতে পারে। তবে ইসলামী ধারার ব্যাংকগুলো ঋণ দিতে পারে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে অধিকাংশ বেসরকারি ব্যাংকেরই এডি রেশিও ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। ফলে বেশির ভাগ বেসরকারি ব্যাংকে সৃষ্টি হয়েছে তারল্য বা নগদ টাকার সংকট। এ পরিস্থিতিতে ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকগুলো...

বর্ষবরণ ঘিরে নিরাপত্তার বলয়ে সতর্ক ঢাকা..

Image
ঢাকা:   বর্ষবরণকে কেন্দ্র করে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঢাকা জুড়ে৷ ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রবেশপথে বসিয়েছে চেকপোস্ট। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ সারা দেশেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শহর জুড়ে কোথাও কোনও খোলা জায়গায় বা হোটেল, রেস্তোরাঁতে পার্টি করা যাবে না৷ ডিএমপি-র কমিশনার আসাদুজ্জামান খানের পরামর্শ বাড়িতে বসে বর্ষবরণ পালন করুন, বাইরে নয়৷ শনিবার এক সাংবাদিক সম্মেলনে একথা পরিষ্কার জানিয়ে দেন কমিশনার৷

খেলায় ফিরছেন সোয়েব আক্তার | সাকিব-মুশফিককে নিয়ে গার্ডিয়ানের বর্ষসেরা ট...

Image