পুলিশ সবসময় জনগণের জন্য-ঝিনাইদহে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ডিআইজি দিদার আহম্মদ

ঝিনাইদহঃ খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মদ বলেছেন, খেলাধুলা আমাদের জীবনের অপরিহার্য অংশ। বিশেষ করে পুলিশ সদস্যদের প্রতিনিয়ত এর সাথে যুক্ত থাকতে হয়। পিটি প্যারেড থেকে শুরু করে শারিরীক চর্চা করে নিজের কাজ সঠিক ভাবে করতে হয়। বুধবার বিকেলে ঝিনাইদহ জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পুলিশ সবসময় জনগণের জন্য কাজ করে। তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যাচ্ছি। জনগণকে সুস্থ, সুন্দর রাখা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখায় আমাদের প্রধান দ্বায়িত্ব। দিদার আহম্মদ আরও বলেন, ঝিনাইদহ জেলা বাংলাদেশের মধ্যে একটি উল্লেখযোগ্য জেলা। এ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে জনগণকে সাথে নিয়ে কাজ করতে হবে। সবাই একত্রিত হয়ে কাজ করলে আমরা ভালো থাকব। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিলেট মহানগরীর উপ-পুলিশ কমিশনার ও...