Posts

Showing posts with the label ‘বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণ নয়’

‘বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদ বন্ধুত্বপূর্ণ নয়’

Image
বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণা এসেছে যৌথভাবে। শুরুতে এই বিচ্ছেদকে যতটা ‘বন্ধুত্বপূর্ণ’ মনে করা হচ্ছিল, বিষয়টি আসলে তেমন নয়। এ নিয়ে ফক্স নিউজ, টিএমজেডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যম প্রতিবেদন করেছে। টিএমজেড জানিয়েছে, বিচ্ছেদের বিষয়ে কয়েক মাস আগেই সিদ্ধান্ত নেন বিল গেটস ও মেলিন্ডা। তারা মার্চ মাসে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা পিছিয়ে যায়। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানায়, বিচ্ছেদের ঘোষণার পর সংবাদমাধ্যমের দৃষ্টি এড়িয়ে চলার জন্য মেলিন্ডা একটি নির্জন ব্যক্তিগত দ্বীপ ভাড়া করেন। বিল গেটস ছাড়া সেখানে পরিবারের অন্যান্য সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। টিএমজেডের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে পরিবারের সবাই মেলিন্ডার পক্ষ নেন। ধারণা করা হচ্ছে, বিল গেটস এমন কিছু করেছেন, যা নিয়ে পরিবারের সবাই তার ওপর ক্ষুব্ধ হন। এ কারণে তাকে অবকাশ দ্বীপে আমন্ত্রণ জানানো হয়নি। টিএমজেডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিচ্ছেদটি ‘বন্ধুত্বপূর্ণভাবে’ হয়নি। বিচ্ছেদ-সংক্রান্ত কিছু বিষয়ে উভয় পক্ষের আইনজীবীরা কোনো সমঝোতায় আসতে পারেননি। এই সমস্যাগুলো এখনো রয়ে গেছে। বিল গেটস-মেলি...