Posts

Showing posts with the label ৬০ শতাংশ মানুষকে টিকা দিয়েও বিপদে দ্বীপরাষ্ট্র সেশেলেস !

৬০ শতাংশ মানুষকে টিকা দিয়েও বিপদে দ্বীপরাষ্ট্র সেশেলেস !

Image
ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ টিকা নিচ্ছেন সেশেলেসের প্রেসিডেন্ট ওয়াভেল রামাকালাওয়ান। দেশটি ইতোমধ্যে ৬০ শতাংশ মানুষকে টিকা দিয়েছে। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে টিকাদানে বিশ্বে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি সেশেলেস, অথচ সেই দেশটিতে এখন করোনাভাইরাস সংক্রমণ ঠেকিয়ে রাখতে পারছে না। গত এক মাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতীয় মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির সরকার ফের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেশেলেসে সংক্রমণের ঊধ্বগতির মানে এই নয় যে টিকায় কাজ হচ্ছে না। বরং এটাই মেলে ধরছে যে টিকা নেওয়ার পরও সতর্কতামূলক ব্যবস্থায় ঢিল দেওয়া যাবে না। ভারত মহাসাগরে আফ্রিকা উপকূলের কাছে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র সেশেলেস। ১৭৭ বর্গমাইলের এই দ্বীপরাষ্ট্রে জনসংখ্যা এক লাখের কাছাকাছি। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, সেশেলেসে সোমবার নাগাদ শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৭৬৪ জন, এর মধ্যে মারা গেছে ৩৫ জন। যেখানে বিশ্বের নানা দেশে টিকার জন্য চলছে হাহাকার, সেখানে ক্ষুদ্র এই দেশটি তার নাগরিকদের সুরক্ষায় ৬১ দশমিক ৪ শতাংশ অধিবাসীকে টিকা দিয়ে ফেলেছে ইতোমধ্যে। কিন্তু সংক্রমণের সাম্প্রতিক ঊর্ধ্বগতির ...