৬ মিনিটে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার সদস্যরা
করোনার কারণে পশ্চিমবঙ্গের মন্ত্রীসভার সদস্যরা একসঙ্গে মাত্র ৬ মিনিটেই শপথ নিয়েছেন। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজভবনে শপথ নেন তারা। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। পূর্ণ মন্ত্রীরা ভার্চুয়ালি শপথ নেন। এরপর এক সাথে শপথ নেন প্রতিমন্ত্রীরা। এর আগে গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্ত্রীসভার মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিলেন আজ। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। নতুন মুখ রয়েছেন ১৭ জন। এছাড়া, নির্বাচনে প্রার্থী না হলেও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বার্তাবাজার/ভিএস