Posts

Showing posts with the label ৫৯ বছরে এই প্রথম লোকসান দিল বাটা

৫৯ বছরে এই প্রথম লোকসান দিল বাটা

Image
ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক জুতার ব্র্যান্ড বাটা বাংলাদেশে যাত্রা শুরু করে দেশ স্বাধীন হওয়ার অনেক আগে, সেই ১৯৬২ সালে। এরই মাঝে পেরিয়ে গেছে ৫৯ টি বছর। ব্র্যান্ডের জুতার ব্যবসায় দেশে শীর্ষস্থান দখল করে রেখেছে বাটা শু। বাংলাদেশে আলাদা কোম্পানি খুলে ব্যবসা পরিচালনাকারী- বাটা শু কোম্পানি (বাংলাদেশ) সব সময় লাভের মধ্যেই ছিল। কিন্তু করোনাকালে প্রধান বিক্রয় মৌসুমে আউটলেটগুলো বন্ধ করতে হয়েছিল বলে বাংলাদেশে তাদের ব্যবসার ইতিহাসে প্রথমবারের মতো লোকসানের শিকার হয়েছে বাটা। শীর্ষ নিউজ বিক্রিতে ধস নামায় ২০২০ হিসাব বছর শেষে বাটা মোট লোকসান করেছে ১৩২ কোটি ৬১ লাখ টাকা যেখানে এর আগের বছর প্রায় ৫০ কোটি টাকা লাভ হয়েছিল। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ২০২০ সালে শেয়ারপ্রতি ৯৬ টাকা ৯৪ পয়সা লোকসানের (যেখানে এর আগের বছর শেয়ারপ্রতি ৩৬ টাকা ১১ পয়সা লাভ হয়েছিল) তথ্য দিয়ে কোম্পানিটি বলেছে, “বাটা শু বাংলাদেশ ২০২০ সালে সামগ্রিক ব্যবসায় সঙ্কটের মধ্য দিয়ে গেছে, যা কোম্পানির আয়কে পিছিয়ে দিয়েছে।” ক্ষতির কারণ তার বিনিয়োগকারীদের অবহিত করে বাটা বলছে, “মহামারীকালে লকডাউনের কারণে ২০২০ সালে দুই ঈদ, পূজা এব...