৫০০ বছরের ঐতিহ্য: হবিগঞ্জের বিথঙ্গল আখড়া
নিউজ ডেস্ক: নতুন রূপে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী বিথঙ্গল আখড়া, যা এখন পর্যটকদের বেশ আকর্ষণ করছে। আখড়ার প্রাচীন জরাজীর্ণ ভবনগুলো সংস্কার করায় এর জৌলুস বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আখড়ায় আসছেন। তবে যাত্রাপথে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে দর্শনার্থীদের। হবিগঞ্জ শহরের সঙ্গে বিথঙ্গল আখড়ার উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ পোহাচ্ছেন দর্শনার্থীরা। বানিয়াচং উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাওর পাড়ে বিথঙ্গল গ্রামে এ প্রাচীন আখড়াটির অবস্থান। যা বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এ আখড়ার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ গোস্বামী উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দীতে আখড়াটি প্রতিষ্ঠা করেন। বিশাল এই আখড়ায় মোট কক্ষ আছে ১২০টির মতো। লোকমুখে জানা যায়, কক্ষগুলোতে ১২০ জন বৈষ্ণব থাকতেন। তবে বর্তমানে বৈষ্ণব বসবাস করছেন মাত্র কয়েকজন। জানা গেছে, শ্রীশ্রী রামকৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য বিথঙ্গলে এসে এই আখড়া প্রতিষ্ঠা করেন। এতদঞ্চলের অন্যতম তীর্থক্ষেত্র এ আখড়ার প্রতিষ্ঠাতা শ্রীশ্রী রামকৃষ্ণ গোস্বামী হবিগঞ...