Posts

Showing posts with the label ২০২০-২০২১ অর্থবছরে অনুদান পাচ্ছে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

২০২০-২০২১ অর্থবছরে অনুদান পাচ্ছে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

Image
বিনোদন ডেস্ক: এরমধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টি চলচ্চিত্র। মঙ্গলবার (১৫ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬৫ লাখ টাকা অনুদান পাচ্ছে বদরুন নেছা খানমের প্রযোজনায় উজ্জল কুমার মণ্ডল পরিচালিত ‘মৃত্যুঞ্জয়ী’ চলচ্চিত্র। এছাড়া এ শাখায় ৬০ লাখ টাকা করে অনুদান পাচ্ছে যথাক্রমে প্রযোজক ও পরিচালক জেডএইচ মিন্টুর ‘ক্ষমা নেই’ এবং প্রযোজক ও পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘সাড়ে তিন হাত ভূমি’ চলচ্চিত্র। শিশুতোষ শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছে প্রযোজক ও পরিচালক লুবনা শারমিনের ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ এবং ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছে এফ এম শাহীন প্রযোজিত ‘মাইক’। এফ এম শাহীনের সঙ্গে ‘মাইক’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করবেন হাসান জাফরুল। সাধারণ শাখায় অনুদান পাচ্ছে ১৫টি চলচ্চিত্র। এরমধ্যে সর্বোচ্চ ৭০ লাখ টাকা অনুদান পাচ্ছে জাহিদুর রহিম অঞ্জন প্রযোজিত ও পরিচালিত ‘চাঁদের অমাবস্যা’। এছাড়া মিটু সিকদার প্রযোজিত ও পরিচালক কাজী হায়াতের ‘জয় বাংলা’, জানে আলম প্রযোজিত ও পরিচালক অনিরুদ্ধ রাসেলের ‘জামদানী’ এবং প্রযোজক ও পরি...