Posts

Showing posts with the label ১৯ বছর পর বানশালীর ছবিতে মাধুরী

১৯ বছর পর বানশালীর ছবিতে মাধুরী

Image
বিনোদন ডেস্ক:  দীর্ঘ ১৯ বছর পর আবার একবার পর্দায় জুটি বাঁধতে চলেছে বলিউড পরিচালক-অভিনেত্রী জুটি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, সঞ্জয় লীলা বানশালির নির্দেশনায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের জন্য নির্মিতব্য তার ম্যাগনাম ওপাস ‘হীরা মান্ডি’-তে মাধুরীকে প্রায় পাকা করে ফেলেছেন এই বিখ্যাত বলি-পরিচালক। দেশ রূপান্তর ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, বিশাল বাজেটে তৈরি হতে চলা এই ছবিতে সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিতে একটি মুজরা নাচের সিকোয়েন্সের জন্য মাধুরীকে ভীষণভাবে চাইছেন বানশালি। সেই অনুযায়ী প্রস্তাবও গেছে নায়িকার কাছে। জানা গেছে, মাধুরীও নাকি রাজি হয়েছেন এই প্রস্তাবে। বানশালির ইউনিট ঘনিষ্ঠ এক ব্যক্তির সূত্রে জানা গেছে, পরিচালক সঞ্জয় লীলা বানশালীর দৃঢ় বিশ্বাস তিনি যেমন ধরনের ভাবনা ভেবে রেখেছেন ছবিতে এই সিকোয়েন্সকে কেন্দ্র করে, একমাত্র মাধুরীই তা পারবেন পর্দায় ফুটিয়ে তুলতে। তা ছাড়া ‘হীরা মান্ডি’-তে এই সিকোয়েন্স যে একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সেই ব্যাপারে জোর গলায় জানিয়েছেন তিনি। তবে শোনা যাচ্ছে, ‘হীরা মান্ডি’-তে অভ...