১৮ বছরের ক্যারিয়ারে করছো টা কি তুমি?! সেই নোবেলকে তুমি বাপ তুলে গালি দাও
ডেস্ক রিপোর্ট : কণ্ঠশিল্পী নোবেল যেনো নিয়মিত এক বিতর্কের নাম। ভারতের সারেগামাপা থেকে পরিচিত পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন এই শিল্পী। হচ্ছেন সমালোচিতও। সে বিতর্ক কখনও অন্যকে বাজে মন্তব্য করে, কখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিষয় নিয়ে কটূক্তি করে । এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি নোবেলের ফেসবুজ পেজে কখনো রকস্টার জেমসকে নিয়ে বাজে মন্তব্য করেন। এ নিয়ে সমালোচনা শুরু হলে পরে জানা যায় আইডি হ্যাক হয়েছে নোবেলের। দিন কয়েক আগেও একই ঘটনা দেখা যায় নোবেলের ফেসবুক পেজে। পেজ হ্যাকড হওয়ার পর শনিবার সেটি উদ্ধার হয়েছে বলে জানান নোবেল। তবে বারবার পেজ হ্যাক হওয়া ও রহস্যজনকভাবে উদ্ধার হওয়াকে নোবেলের নাটক বলছেন নেটিজনরা। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সময়েই নতুন বিতর্কে জড়ালেন নোবেল। এবার তিনি সংগীত পরিচালক আহমেদ হুমায়ূনের সঙ্গে বিবাদে জড়িয়েছেন৷ এর মূলে আছে গানের সুর ও সংগীতায়োজনের মালিকানা৷ ঈদের দিন থেকে নোবেল তার পেজে নতুন গান ‘মেহেরবান’ এর প্রচারণা চালাচ্ছেন। সেখানে গানটির পরিচয় দিতে গিয়ে তিনি সুর ও সংগীতে নিজের নাম উল্লেখ করেন৷ তবে বেশ অনেকদিন ধরেই এটা প্রকাশিত যে ‘মেহেরবান’ গানটি ...