Posts

Showing posts with the label ১] বিশ্বের সাত প্রভাবশালী রাষ্ট্রনায়কদের নিয়ে শুরু হলো জি-৭ সম্মেলন

১] বিশ্বের সাত প্রভাবশালী রাষ্ট্রনায়কদের নিয়ে শুরু হলো জি-৭ সম্মেলন

Image
জুয়েল রানা: [২] যুক্তরাজ্যের দক্ষিণ সমুদ্র উপকূলের এক রিসোর্টে দ্বিতীয় এলিজাবেথের আতিথেয়তায় শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রধানদের নিয়ে জি-৭ সম্মেলন। সম্মেলনে অংশগ্রহনকারী দেশগুলো হলো  যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান। বিবিসি [৩] এবারের আলোচনার প্রধান বিষয় ‘বৈশ্বিক করোনা মহামারি’ । করোনার ভ্যাকসিন ও বৈশ্বিক জলবায়ু এই সম্মেলনের গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। [৪] যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিগত ১৮ মাস ধরে আমরা যেসব ভুল করে আসছি সেসব ভুল আর ভবিষ্যতে না করার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। [৫] বিশ্বের দরিদ্র দেশগুলোর শিক্ষার জন্য তিনি ৪৩০ মিলিয়ন ইউরো প্রদানের ঘোষণা দিয়েছেন বরিস জনসন। এর আগে যুক্তরাজ্য আগামী বছরের মধ্যে সমগ্র বিশ্বে একশ মিলিয়ন করোনার ভ্যাকসিন দেবার কথা জানিয়েছেন। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান The post ১] বিশ্বের সাত প্রভাবশালী রাষ্ট্রনায়কদের নিয়ে শুরু হলো জি-৭ সম্মেলন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .