হাসান শান্তনু: পরীমনির ক্ষমতাধর ‘শুভাকাঙ্ক্ষী’রা কোথায়?
হাসান শান্তনু: ঢাকার হাতেগোনা কয়েকটা সিনেমার নায়িকা পরীমনি সম্ভবত পুরো পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে একমাত্র ‘বিস্ময়’! কোনো সিনেমায় তার শুটিং শুরুর আগে, এমনকি একটাও সিনেমা মুক্তির আগেই তাকে কথিত ‘জনপ্রিয় অভিনেত্রী’ অ্যাখ্যা দিয়ে দেশিয় পত্রিকা, টিভি চ্যানেল এতো বেশি প্রতিবেদন, তার ‘সুপ্ত অভিনয় প্রতিভার’ কথা প্রকাশ, প্রচার করেছে, যা পৃথিবীর আর কোনো অভিনেত্রীর ভাগ্যে জুটেনি। সংবাদমাধ্যমের এসব প্রচারণায় ‘বিভ্রান্ত’ হয়েছেন জাতীয় ইস্যুতে সংসদে ‘অতি তৎপর’, বিএনপিদলীয় ‘উচ্চশিক্ষিত সাংসদ’ হারুনুর রশীদও। নিজের বুদ্ধিতে যাচাই-বাছাই না করে জাতীয় সংসদে তিনি দাবি করেছেন, ‘পরীমনি দেশের একজন প্রখ্যাত অভিনেত্রী’। দর্শকনন্দিত অভিনেতা-অভিনেত্রীদের উত্তরসূরি অভিনয় জগতে আসার ইচ্ছে প্রকাশ করলেই প্রচারণার যে সুযোগটা পেয়ে থাকেন, তা পরীমনির বেলায় নেই। কারণ তার বাবা-মা নাটক, সিনেমাপাড়ার কেউ নন। পরীমনি সুযোগটা পেয়েছেন বা নিয়েছেন তার ‘ক্ষমতাধর শুভাকাঙ্ক্ষী’ রাজনীতিক, ব্যবসায়ী, আমলাদের মাধ্যমে। নানা স্বার্থে ঘুরেফিরে তারা আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। তাদের ক্ষমতার দাপটে পরীমনি বেআইনি লাফালাফিও করেছেন যথেষ্ট, এতে কয়ে...