Posts

Showing posts with the label হতাশা লুকাতে জুতা-জামা পরেই শাওয়ারের জলে ভিজেছিলেন আন্দ্রে রাসেল

হতাশা লুকাতে জুতা-জামা পরেই শাওয়ারের জলে ভিজেছিলেন আন্দ্রে রাসেল

Image
স্পোর্টস ডেস্ক : ব্যাটিং হোক বা বোলিং, ভয়ডরহীন ক্রিকেট খেলতেই অভ্যস্ত কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। তবে যখন মাঠে তার কোনও ভুলের জন্য দলের জয়ের সুযোগ হাতছাড়া হয়, যারপরনাই হতাশ হতে দেখা যায় দ্রে রাসকে। এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহানায়কোচিত ইনিংস খেলে কলকাতার জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন রাসেল। তবে শেষরক্ষা করতে পারেননি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় সিঁড়িতেই মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় রাসেলকে। সন্দেহ নেই এমন ছবি কেকেআর অনুরাগীদের কাছে হৃদয় বিদারক। যদিও দ্রে রাস জানালেন, এর আগেও একবার যখন বুঝতে পেরেছিলেন যে, তার জন্যই বোধহয় দলের আইপিএল ফাইনাল খেলা সম্ভব হল না, তখন হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, সাজঘরে ফিরে সোজা চলে যান শাওয়ারে নীচে। জার্সি, জুতো পরেই তিনি ভিজেছিলেন শাওয়ারের জলে। ইডেনে ২০১৮ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রশিদ খানের বলে আউট হওয়ার প্রসঙ্গে রাসেল বলেন, ‘আপনারা ঠিক গুরুতর স্মৃতিগুলি ফিরিয়ে আনেন। যখন আমি রশিদ খানের বলে আউট হই, সাজঘরে ফিরে সোজা শাওয়ারের নীচে চলে যাই ক্রিকেটের পোশাক পরেই। আমার জুতো, জার্সি সবকিছুই ভিজ...