Posts

Showing posts with the label হজে যাওয়ার আশা শেষ হয়ে আসছে

হজে যাওয়ার আশা শেষ হয়ে আসছে

Image
কালের কণ্ঠ : এবার হজ পালনে বিশ্বের অন্য দেশ থেকে মানুষ গ্রহণ করা হবে কি না, হলে কোন দেশ থেকে কতজন নেওয়া হবে, তাঁদের জন্য কী শর্ত দেওয়া হবে, সার্বিক ব্যবস্থাপনা কী হবে—এর সব কিছু এককভাবে সৌদি আরবের সিদ্ধান্তের বিষয়। তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যেসব দেশকে অনুমতি দেওয়া হবে, শুধু সেই সব দেশের মানুষ হজ পালনের সুযোগ পাবেন। এ বিষয়ে গোপনীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সৌদি আরব তাদের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানাবে। সে অনুযায়ীই প্রস্তুতি নিতে হবে। তাই হজ নিয়ে যে গুঞ্জন চলছে, তা সত্য নয় বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নীতিনির্ধারকরা। সম্প্রতি সৌদি আরবের বেনামি সূত্রের বরাত দিয়ে হজের সুযোগ তৈরি হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়েছে। এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, ‘হজ নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের ধিক্কার জানাচ্ছি। হজের বিষয়ে সৌদি সরকার আমাদের জানালে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানাব।’ তিনি বলেন, হজ নিয়ে অন্য কারো তথ্যে কান না দিয়ে শুধু সরকারি তথ্যের ওপর নির্ভর করুন। সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত তথ্য দেশবাসীকে জানিয়ে দেব। হজ শুরু হওয়ার অন্তত পাঁচ মাস আগে বাং...