মাঠে মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালেন এরিকসন, স্থগিত ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচ
স্পোর্টস ডেস্ক: ইউরোর দ্বিতীয় দিনই দেখল হৃদয়ে শঙ্কার বান ডেকে যাওয়া এক ঘটনা। কোপেনহেগেনে ডেনমার্কের সঙ্গে ফিনল্যান্ডের ম্যাচের প্রথমার্ধের শেষদিকে হঠাৎ মাঠে পড়ে যান ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসন। তাঁর শেষ অবস্থা এখনো জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা টুইট করে জানিয়েছে, ম্যাচ পরিত্যক্ত। তবে গত কয়েক মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অসমর্থিত কিছু একাউন্টে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় এরিকসেনের হুঁশ ফিরেছে। তাঁর মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। তিনি মাথায় হাত দিয়ে তাকিয়ে আছেন। ৪০ মিনিটে ফিনল্যান্ড বক্সের কাছাকাছি গিয়েছিলেন এরিকসন, যাতে থ্রো-ইন থেকে বলটা পেতে পারেন। কিন্তু বল তাঁর কাছে আসার আগেই হঠাৎ মাঠে পড়ে যান এরিকসন। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে। সঙ্গে সঙ্গেই সতীর্থ-ডাক্তাররা ছুটে আসেন তাঁর দিকে। তাঁদের উদ্বিগ্ন মুখই বলে দিচ্ছিল, অবস্থা ভীষণ গুরুতর। এক পর্যায়ে এরিকসনের বুকে হাত দিয়ে চেপে (সিপিআর) তাঁর শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করা হচ্ছিল। টুইটারে ছড়িয়ে পড়া ছবি যেখানে দেখা যায় এরিকসেনের হুঁশ ফির...