স্ত্রী তিশার যে সারপ্রাইজ আগেই জেনে গেছেন ফারুকী
নাটক-বিজ্ঞাপন দিয়ে নির্মাণ ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্র নির্মাণ করেও পেয়েছেন জনপ্রিয়তা। আজ রোববার (২ মে) এই নির্মাতার ৪৮তম জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন ফারুকী। করোনা পরিস্থিতিতে ঘরবন্দি জীবন কাটছে ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী তিশার। তবে মধ্যরাতে স্বামীর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করতে ভুলেননি তিশা। একইসঙ্গে প্রতিবারের মতো এবারও ফারুকীকে তিনি জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু সে সারপ্রাইজ কী, সেটা নাকি আগেই জেনে ফেলেছেন ফারুকী! বিষয়টি নিয়ে রসিকতা করে ফেসবুকে ফারুকী লেখেন, ‘আজকের জন্মদিনে আমি ভাবছিলাম এবার কী সারপ্রাইজ দেয় তিশা! যদিও সে আপাতত কেবল ঘরোয়া কেকের মাধ্যমেই লকডাউন জন্মদিন আয়োজন করেছে! কিন্তু আমি গোপনে জেনে ফেলেছি আমার জন্য কী সারপ্রাইজ আসছে! এটা আবার আপনারা কেউ তাকে বলবেন না!’ ফারুকী-তিশা জন্মদিন নিয়ে ফারুকী লেখেন, ‘জীবন কঠিন! কেবল ভালোবাসাই এই কঠিন দুর্বহ জীবনটারে আনন্দময় করে তোলে! আমি সৌভাগ্যবান আপনাদের ভালোবাসা পেয়ে। আরও একটা জন্মদিন মানে আপনাদের সাথে আরও একটা বছর! দোয়া করব...