সৌদি থেকে দেশে ফেরার যাত্রীদের ভোগান্তিও বাড়িয়েছে বিমান
বাংলা ট্রিবিউন : ৬০০ কিলোমিটার দূর থেকে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আরিফুল ইসলাম বাবু জানতে পারেন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (১৯ মে) সকাল ৮টা ১০ মিনিটে (স্থানীয় সময়) বিজি ৪০৪০ ফ্লাইটে তার বাংলাদেশে আসার কথা ছিল। এজন্য ভোর ৩টায় বিমানবন্দরে গিয়ে হাজির হন। বিমান ফ্লাইট বাতিল করায় বেকায়দায় পড়েন আরিফুল। বাধ্য হয়ে বিমানের আশা ছেড়ে ১ হাজার রিয়াল খরচ করে কাতার এয়ারওয়েজের টিকিটে দেশের পথে রওনা দিয়েছেন তিনি। আরিফুল ইসলাম বাবু একা নন, সৌদি থেকে যারা বাংলাদেশে আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটি কেটেছেন তারা সবাই পড়েছেন বিপত্তিতে। যাদের আর্থিক সামর্থ্য ভালো তারা অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে দেশে চলতে আসবেন। কিন্তু যাদের সেই সামর্থ্য নেই তারা জানেন না কবে দেশে ফিরতে পারবেন। কর্মস্থলে থেকে ছুটি নেওয়ার পর এমন পরিস্থিতি পড়ায় ক্ষুব্ধ সৌদি প্রবাসী কর্মীরা। একই ফ্লাইটের আরেক যাত্রী আমিনুল ইসলাম বলেন, নিজের দেশের এয়ারলাইন্স তাই বিমানের টিকিট কেটেছিলাম। কিন্তু তারা সব সময় ভোগান্তির মধ্যে ফেলে। দেশে আসার জন্য কতগুলো টাকা খরচ করে করোনা টেস্ট করলাম। ২ দিন ...