সোনা চোরাচালানের নতুন রুট বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের একাধিক পয়েন্ট
জনকণ্ঠ: মরণনেশা ইয়াবার চালান রোধে যেখানে সর্বমুখী তৎপরতা অব্যাহত রয়েছে সেখানে এখন যুক্ত হয়ে আছে মিয়ানমার সীমান্ত দিয়ে সোনা চোরাচালান। একাধিক পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসছে সোনার বার ও অলঙ্কার। সোনা চোরাচালানের নতুন রুটে পরিণত হয়েছে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের একাধিক পয়েন্ট। মূলত ইয়াবা ডনরাই সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার বিভিন্ন সূত্রের অভিযোগ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর যখন লাখে লাখে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে তখন রোহিঙ্গা নারীরা তাদের ব্যবহৃত স্বর্ণালঙ্কারও নিয়ে আসতে সক্ষম হয়। এ সময় অনুপ্রবেশ করেছে ইয়াবা কারবারে জড়িত ক্যারিয়াররা, অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরাও। যখন উখিয়া টেকনাফের ৩৪ শিবির ও টালে (বস্তি) রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয় এর পরবর্তী সময়ে দেখা যায় সব শিবিরে একের পর এক গড়ে উঠতে থাকে ফার্মেসি, স্বর্ণের দোকান ও মোবাইল ফোনের সিম বিক্রির দোকান। এছাড়া সাধারণ পণ্য সামগ্রী এমনকি তাদের রেশনের সামগ্রী বিক্রির দোকান পাটও গড়ে উঠে। ফার্মেসি এবং স্বর্ণের দোকান গড়ে তোলার নেপথ্যে রয়েছে চোরাচালানের ইয়াবা ও সো...