সৈয়দ জাহিদ হাসান: স্বদেশের শস্যকণা ইঁদুরের গর্ভে বিলীন!
সৈয়দ জাহিদ হাসান: সমাজের সর্বত্রই আজ অবক্ষয় দৃশ্যমান। এতো অন্ধকার, এতো অনাচার বাংলাদেশের সবুজ জমিনে পূর্বে কখনো দেখা যায়নি। মসজিদের ইমাম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকÑ সকলেই আজ গা-ভাসিয়ে দিয়েছেন পঙ্কিলতার নোংরা স্রোতে। মস্তিষ্ক বিকৃত হলে বদাভ্যাসের প্রাবল্য স্বভাবে দেখা দিতেই পারে, তাই বলে বাঘ্র কি বিষ্ঠা ভক্ষণ করবে? মানুষ যত সভ্য হবে, সমাজ ততোই সুন্দর থাকার কথা। এটাই প্রগতির পূর্বশর্ত। অথচ আজ আমরা প্রগতির বিরুদ্ধেই যেন যুদ্ধ ঘোষণা করে বসেছি। নিয়ম-কানুনের পরোয়া করছি না, মান-সম্মানের দিকে ফিরে তাকাচ্ছি না, মামুলি মুদ্রার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সকলেই আজ মাথা কামিয়ে নিচ্ছি দুর্নীতির ক্ষুরে। এমন নির্লজ্জভাবে অর্থ উপাজনের কী মানে আছে? আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে আমলা থেকে কামলা পর্যন্ত সকলেই আজ হন্যে হয়ে ছুটছে কালো টাকার পেছনে। জ্ঞানকে বিসর্জন দিয়ে, বিবেককে বন্দি করে ব্যক্তিস্বার্থের কারাগারে, মানুষ আজ পশুত্বের চরম পর্যায়ে পৌঁছেছে। রাজনৈতিক দলের আদর্শহীন আচরণে দেশ এখন গভীর সঙ্কটে নিপতিত হয়েছে। বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক তৎপরতা অবরুদ্ধ করে, উন্নয়নের বুলি আওড়িয়ে ...