Posts

Showing posts with the label সুইচ দিলেই মসজিদের উপর চলে আসে গুম্বুজ

সুইচ দিলেই মসজিদের উপর চলে আসে গুম্বুজ

Image
ইসলাম ডেস্ক: মুসলিমদের অন্যতম প্রিয় মসজিদ পবিত্র মসজিদে নববী। রাসুল (সা.)-এর শহর মদিনায় অবস্থিত ওই মসজিদের নামে ময়মনসিংহে দৃষ্টিনন্দন এক মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে। নামও রাখা হয়েছে ‌‘মদিনা মসজিদ’। মসজিদটির অবস্থান জেলা সদরের চরখরিচা গ্রামে। অত্যাধুনিক এই মসজিদটি ময়মনসিংহ তথা দেশের ইতিহাসে এক অনন্য স্থাপনা। বিশেষত্ব হচ্ছে- বৈদ্যুতিক গম্বুজের সংযোজন। সুইচ অন করলেই সরে যায় গম্বুজটি। আর মসজিদের ভেতর থেকেই দেখা যায় পুরো ঝকঝকে নীল আকাশ। বৈদ্যুতিক গম্বুজ ছাড়াও এখানে রয়েছে আরও আটটি স্থির গম্বুজ। রয়েছে দুটি উচু মিনার। মিনার দুটির উচ্চতা নিচ থেকে ১৬০ ফুট করে। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে— মারবেল পাথর আর কাঠের কারুকাজ। কাঠগুলো আনা হয়েছে মিয়ানমার থেকে। মসজিদে মুসল্লিদের ওঠানামার সুবিধার জন্য রাখা হয়েছে একটি চলন্ত সিঁড়িসহ মোট পাঁচটি সিঁড়ি। রয়েছে ছোটবড় মোট ছয়টি দরজা। দেশের প্রথম বৈদ্যুতিক গম্বুজ বিশিষ্ট এ মসজিদটির নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় দুইশো কোটি টাকা। ইতোমধ্যে নির্মাণকাজ শেষ হয়েছে প্রায় ৭০ শতাংশ। চরখরিচা গ্রামের জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়া মাদরাসার কম্পাউন্ডে সবুজ ছায়াঘেরা পরিবেশ...