Posts

Showing posts with the label সিলেটের ‘নীল নদ’ লালাখাল (ভিডিও)

সিলেটের ‘নীল নদ’ লালাখাল (ভিডিও)

Image
নিউজ ডেস্ক : সিলেটে জাফলং, ভোলাগঞ্জ, রাতারগুল, চা–বাগান ইত্যাদি বাদেও এমন একটি জায়গা রয়েছে যেখানে আপনি ১৫ দিন ঘুরলেও শেষ করতে পারবেন না। আবার অনেকে বলে আমাদের দেশে দেখার মতো কিংবা ঘোরার মতো কিছুই নেই। কি নেই আমাদের দেশে? সাগর, পাহাড়, সবুজ অরণ্য—সবই আছে, শুধু চোখ মেলে তাকালেই হয়। আপনি যদি বাজেট ট্রাভেলার হন, তাহলে মিনিমাম সাত থেকে আটজনের কম হলে আপনার খরচ একটু বেশি পড়বে। কারণ, নৌকা বা ট্রলারে করে আপনাকে লালাখাল ঘুরতে হবে। আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে এর বিকল্প নেই। লালাখাল বাংলাদেশের সিলেট বিভাগের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালাখাল নদী ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। নদী, পাহাড়ি বন, চা-বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য। নদীর নামেই স্থানটির নামকরণ জৈন্তাপুরের সারিঘাট। ছোটখাটো এই বাজারের উত্তরপ্রান্তে ঘাটের অবস্থান। ওখানে পর্যটকদের অপেক্ষায় কয়েকটি ইঞ্জিনচালিত নৌকা সবসময় দাঁড়িয়ে থাকে। সিরিয়াল অনুযায়ী নির্ধারিত একটিতে চড়ে শুরু করতে পারেন নৌবিহার। সারির বিখ্...