Posts

Showing posts with the label সিলেটে আইনজীবী স্বামীকে হত্যা করে স্ত্রী খালাত ভাইকে বিয়ে

সিলেটে আইনজীবী স্বামীকে হত্যা করে স্ত্রী খালাত ভাইকে বিয়ে

Image
আবুল কাশেম রুমন: সিলেটে আইনজীবী স্বামীকে হত্যা করে স্ত্রী খালাত ভাইকে বিয়ে করার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে বুধবার (৩ জুন) রাত ৩ টার দিকে নিহত অ্যাডভোকেট আনোয়ার হোসেরে স্ত্রী শিপা বেগমকে গ্রেফতার করেছে কতোয়ালী থানা পুলিশ। মামলা বাদী মনোয়ার হোসেনের অভিযোগ সূত্রে জানা যায়- নিহত অ্যাডাভোটে আনোয়ার হোসেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ছিলেন, তিনি সিলেট নগরীর তালতলা এলাকায় নিজ বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। কিন্তু তার অগোচরে স্ত্রী শিপা বেগমের পরকীয়ার সম্পর্ক চলছিলো খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহি নামের একজনের সঙ্গে। এর জেরেই আনোয়ার হোসেনকে হত্যা করা হয়। গত ৩০ এপ্রিল সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। পরদিন বিকেলে ৩ টার দিকে স্ত্রী শিপা বেগম আত্মীয় স্বজনকে জানান, আনোর হোসেন ডায়াবেটিক নিল হয়ে মারা গেছেন। পরে তাকে নিজের গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবের বাজারে দীঘির পার গ্রামের দাফন করা হয়। পরবর্তীতে আনোয়ার হোসেনের পরিবার জানতে পারেন, শিপা বেগম সহ তার খালোতো ভাই সহ কয়েকজন মিলে তাকে হত্যা করা হয়। এবং শিপা বেগম আনোয়ারের মৃত্যুর পর খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহি কে ...