সাধারণ গামছাই ওদের কাছে ভয়ংকর মারণাস্ত্র
নিউজ ডেস্ক : বৃদ্ধ মা সুমিত্রা বালা সূত্রধর, সদ্য বিবাহিত স্ত্রী এবং অন্যান্য আত্মীয়স্বজনের কাছে বিদায় নিয়ে গত ৫ মে সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা বাসস্ট্যান্ডে শ্বশুরকে নিয়ে হাজির হন সুভাষ চন্দ্র সূত্রধর (৩৫)। পরবর্তী সময়ে রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল বিশ্বরোডের ৩০০ ফুটমুখী ফ্লাইওভারের ওপরে সুভাষের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে টহল পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয়েছে, গামছা পার্টির হাতেই নিহত হয়েছেন সুভাষ সূত্রধর। যারা ঘটনাটি ঘটিয়েছে, তাদের ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তারা। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, গভীর রাতে বাস, মিনিবাস চলাচল বন্ধ থাকে। তখন দূরপাল্লার যাত্রীরা কখনো কখনো তুরাগ, উত্তরার আব্দুল্লাহপুর, হাউজিংয়ের মোড়, কামারপাড়া, বিমানবন্দর থেকে ঢাকা মহানগরীর ভেতরে চলাচলের জন্য সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কার অথবা মালবাহী পিকআপে উঠে থাকে। গণপরিবহনের এই স্বল্পতার সুযোগ নিয়ে ছিনতাইকারী বা ডাকাত চক্রের সদস্যদের মধ্য থেকে এক জন ড্রাইভার সাজে। অপর তিন-চার জন সহযা...