Posts

Showing posts with the label সাদা ত্রাণকর্তা অথবা White Saviour মানে কী?

সাদা ত্রাণকর্তা অথবা White Saviour মানে কী?

Image
আফসান চৌধুরী : কথাটা ইদানিং পশ্চিমে খুব চালু। পশ্চিম সব জানে, পারে এটাই ধারণার উৎস। কিন্তু পশ্চিমের দুরবস্থা, তাদের চুরি ও কেলেঙ্কারি বিশেষ করে দাতা সংস্থা। এনজিওদের যৌন কেলেঙ্কারি নিজেদের আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে। উপনিবেশ ও দাশ ব্যবসা বিরোধী আন্দোলন এটাকে জোরদার করেছে। [২] উপনিবেশিক কালে সাদারা এসেছিলো আমাদের বাঁচাতে তারা বলে এবং তাদের স্থানীয় দালালরা জানায়। এটাই স্বাভাবিক, বিবর্তনবাদে টিকে থাকার জন্য মানুষ সব করে, দুনিয়া দখল না করলে টিকবে কী করে? সেই কালে ‘বিলেত ফেরত’ কথাটা অনেক চালু ছিল। বিলেত সিল মানে আধা ইংরেজ/সাদা তাই লোকাল মালের চেয়ে ভালো। এভাবেই পশ্চিম ভাবনা এতো গভীরে প্রোথিত আমাদের সমাজে। [৩] কিন্তু আজকাল পশ্চিমেই প্রশ্ন উঠেছে নিজেদের সম্পর্কে যদিও আমাদের সেটা নেই। আমাদের দেশে উচ্চ শিক্ষা বা উন্নয়ন প্রতিষ্ঠানের নির্ভর করে পশ্চিমা লেখা পড়াদের ওপর। বিদেশ থেকে আমরা লোক নিই দেশের ইউনিভার্সিটি চালাতে। এক্সপার্ট ভাড়া করি, সেটা তার বিষয় না হলেও। এমনকি যে দেশি, বিদেশে থাকে বা কাজ করে, সে একধরনের ‘সাদা’ হয়ে যায়। ধলাদের দিকে আমরা আজও তাকিয়ে আছি। [৪] আমরা পাল্টাবো না তবে দুইটা বাস্ত...