সাগরে ফেলা প্লাস্টিক উপকূলে থাকে ৫ বছর
অনলাইন ডেস্ক: সাগরে বিশাল প্লাস্টিক আবর্জনা ঘূর্ণিপাকের দৃশ্যগুলো আতঙ্কের৷ ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া প্লাস্টিকের বড় অংশ উপকূলেই রয়ে যায় যা মারাত্মক ক্ষতিকর, বলছে সুইস গবেষণা৷ সাগরের প্রায় ৮০ শতাংশ ভাসমান প্লাস্টিক বর্জ্য পাঁচ বছর পরেও উপকূলের কাছাকাছি বা উপকূল থেকে ১০ কিলোমিটারের মধ্যেই থেকে যায়৷ একথা জানান, সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু গবেষণা কেন্দ্রের প্রধান লেখক ভিক্টর অনিংক৷ প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে যায়, যার বড় একটি অংশ আবার উপকূলে ফিরে আসে৷ সাগরে ভেসে যাওয়া প্লাস্টিকের কমপক্ষে এক তৃতীয়াংশ আবার উপকূলেই আটকা পড়েছে৷ যার পরিণতি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর৷ উপকূলীয় ইকো সিস্টেম প্লাস্টিক দূষণের জন্য বিশেষভাবে সংবেদনশীল এবং পর্যটনখাতেও তার প্রভাব পড়ে৷ বিশেষজ্ঞদের মতে, ভূমধ্যসাগর দুটি বিশেষ কারণে দূষিত৷ নীল নদ দিয়ে ভূমধ্যসাগরে প্রচুর প্লাস্টিক প্রবেশ করে৷ দ্বিতীয়ত এই সাগরটি ছোট এবং বন্ধ৷ কাজেই প্লাস্টিক আবর্জনা সাগরে যাওয়ার আগেই সরিয়ে নিতে হবে৷ The post সাগরে ফেলা প্লাস্টিক উপকূলে থাকে ৫ বছর appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.C...