সাইকেল রেস লণ্ডভণ্ড
রাশিদ রিয়াজ : গিরো ডি’ ইতালিয়া নামে সাইকেল রেসে বিপর্যয় ঘটে যায় সাইক্লিষ্টদের নিজেদের মধ্যে সংঘর্ষের কারণে। চারজন সাইক্লিষ্টকে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। গত রোববার এ রেস শুরু হওয়ার পর সাইক্লিষ্টরা মাত্র ৩ কিলোমিটার এগিয়ে গেলেই এ দুর্ঘটনা ঘটে। ইতালির উত্তর-পূর্বে গ্রাডো লেগুনের মাঝখান দিয়ে ঝকঝকে রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ফলে ১৫মিনিট রেস বন্ধ থাকে এবং অনেক তারকা সাইক্লিষ্টরা আরে রেসে অংশ নিতে পারেননি। রুবেন গিয়েরিও নামে এক সাইক্লিষ্ট স্লিপ খেয়ে পড়ে যাওয়ার পর তারওপর অসংখ্যা সাইক্লিষ্ট এসে একের পর এক হুমড়ি খেয়ে পড়ে। ইউরোস্পোর্ট ধারাভাষ্যকার রব হ্যাচ বলেন এটি এক বিরাট দুর্যোগ যা রেসের শুরুতেই ঘটে যায়। The post সাইকেল রেস লণ্ডভণ্ড appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .