Posts

Showing posts with the label সরকারকে ধন্যবাদ

আমরা খুশি, সরকারকে ধন্যবাদ, বললেন আবু ত্ব-হার মা

Image
মারুফ হাসান : শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক একেএম হাফিজুর রহমান এর আদেশে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ আবু ত্ব-হাসহ তার সফরসঙ্গীদের জবানবন্দি শেষে আইনজীবীদের মাধ্যমে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেওয়ার দেওয়া হয়েছে। এদিকে, সন্তান বাড়ি ফেরায় সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আবু ত্ব-হার মা আজেদা বেগম বলেন, আটদিন ঠিক মতো ঘুমাতে পারিনি। কী করে ঘুমাব, ছেলে হঠাৎ নিখোঁজ! কোথায় কী থেকে কী হচ্ছে, আমরা বুঝতে পারছিলাম না। আল্লাহর রহমতে আমার ছেলে জীবিত ফিরে এসেছে, এজন্য শুকরিয়া আদায় করছি। আর যেন কোনো বিপদ-আপদ না হয়। আমরা খুশি, সরকারকে ধন্যবাদ। নিখোঁজের পর ‘ফিরে আসা’ আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার মামা আমিনুল ইসলাম। এরপর আমিনুল ইসলাম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা তাকে ফিরে পেয়েছি। এ জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি দেশবাসীর কাছে চ...