সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দেবে, আশা ফখরুলের
সরকার মানবিক কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নেওয়ার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। উন্নত চিকিৎসার জন্য পরিবার চায় তাকে বিদেশ নিতে। এজন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি। মির্জা ফখরুল বলেন, করোনা পরবর্তী যেসব জটিলতা হয়, তা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন দিকে টার্ণ নেয়। উনার (বেগম খালেদা জিয়া) যে বয়স, উনার যে বিভিন্ন রোগ আছে, এর আগে উনি যে প্রায় তিন বছর কারাগারে ছিলেন, এখনো তিনি অন্তরীণই আছেন। তিনি বলেন, এ কারণেই আমাদের দেশের প্রায় বেশির ভাগ মানুষের আকাঙ্ক্ষা আছে তার চিকিৎসাটা উন্নত কোনো হাসপাতালে হওয়া উচিত। বাংলাদেশে উন্নত হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছেন। বিদেশে আরও উন্নত হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব হলে ভালো হয়। তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গতকাল তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যে অনুমতি দরকার, সেই অনুমতি চাওয়া হয়েছে। আমরা আশ...