সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের পতন হবেই: আয়াতুল্লাহ খামেনি
ইসরায়েলকে সন্ত্রাসীর ঘাঁটি উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, এই দেশের পতন অবশ্যম্ভাবী। শুক্রবার (৭ মে) বিশ্ব কুদস (জেরুজালেম) দিবস উপলক্ষে ইরানের টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসরায়েল কোনো দেশ হতে পারে না। এটি ফিলিস্তিনি জনগণ এবং অন্যান্য মুসলিম জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাহিনীর একটি ঘাঁটি। এই দেশের অবৈধ সরকারের বিরুদ্ধে লড়াই মানে জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াই, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই। এদের বিরুদ্ধে লড়াই কার সব মানুষের দায়িত্ব। আলি খামেনি বলেন, ফিলিস্তিন দখলের পর থেকেই এই ভূখণ্ডকে সন্ত্রাসের ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। এর কারণে ফিলিস্তিন এখনও মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। ফিলিস্তিনি মানুষকে তাদের ঘরবাড়ি, জন্মভূমি থেকে বিতাড়িত করে সেখানে একটি সন্ত্রাসবাদী সরকার প্রতিষ্ঠা করেছে ইসরায়েল বিশ্ব কুদস দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে। ১৯৭৯ সালে ইরানে প্রথম দিবসটি পালন করা শুরু হয়। এই দিবস পালনের উদ্দেশ্য হলো- ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা এবং ইসরায়েলের জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা। বার্তাব...